81. প্রথম কম্পিউটার সার্চ ইঞ্জিন কোনটি –
– আস্তালা ভিস্তা
– আর্চি
– ইয়াহু
– গুগল
82. গবলেট কোশ থাকে—
– পাকস্থলীতে
– আন্ত্রিক গ্রন্থিতে
– যকৃতে
– অগ্ন্যাশয়ে
83. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন ?
– বেলারুশ
– রবার্ট ব্রাউন
– এন্টোনি ভ্যান লিউয়েনহুক
– হুগো দ্যা ভ্রিস
84. শ্বাসনালী দ্বারা শাসকার্য চালায়:-
– চিংড়ি
– ফড়িং
– স্পঞ্জ
– শিঙি
85. একটি মালবাহী ট্রাক ও খালি ট্রাক সমান বেগে চললেও মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় | এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হয় —
– মহাকর্ষ সূত্র
– নিউটনের প্রথম সূত্র
– নিউটনের দ্বিতীয় সূত্র
– নিউটনের তৃতীয় সূত্র
86. ইন্টারকোস্টাল পেশি কোথায় থাকে?
– ফুসফুস
– পাঁজর
– যকৃৎ
– হৃদপিন্ড
87. ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
– কুলাকাংড়ি
– চোমোলারি
– লিংসিলা
– মাসাং-কিংদু
88. কংগ্রেস 26শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে গ্রহণ করেছিল ?
– মাদ্রাজ
– কলকাতা
– বােম্বে
– লাহাের
দেখে নাও : ৩০টি সাধারণ জ্ঞান প্রাকটিস সেট – ৪
89. পুরান মতে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন-
– বৈশ্য
– শূদ্র
– ব্রাহ্মণ
– ক্ষত্রিয়
90. নিউম্যাটোফোর দেখা যায় না কোন্ উদ্ভিদটিতে?
– ক্যাকটাস
– গরান
– গেঁওয়া
– সুন্দরী
91. গ্লুকোজের RQ কত?
– 1
– 4
– 2
– 3
92. মাছির শ্বসঅঙ্গের নাম কী ?
– ফুলকা
– বহি:ফুলকা
– ফুসফুস
– শ্বাসনালী
93. তামাকে আছে এমন একটি কারসিনোজেনের নাম কী ?
– রেসারপিন
– নিকোটিন
– রেনিন
– টারপেন্টাইন
94. নীচের কোনটি অবাত শ্বসনকারী প্রাণী?
– ইউগ্লিনা
– মনোসিস্টিস
– প্যারামিসিয়াম
– অ্যামিবা
95. পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন:-
– সভাপতি
– বি.ডি.ও
– প্রধান
– সভাধিপতি
দেখে নাও : ১০০টি General Knowledge in Bangla – MCQ – সেট ৭
96. স্থির তড়িৎ পরিমাপের জন্য ব্যবহৃত হয় –
– সোনোমিটার
– ইলেক্ট্রোস্কোপ
– ল্যাক্টোমিটার
– পাইরোমিটার
97. রায়তওয়ারী ব্যবস্থা চালু হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
– লর্ড হেস্টিংস
– লর্ড ডালহৌসি
– লর্ড কর্নওয়ালিস
– উইলিয়াম বেন্টিঙ্ক
98. ডায়নামোর আর্মেচার তৈরী হয় ___ দিয়ে |
– বিসমাথ
– কপার ম্যাটেরিয়াল
– স্টিল টাইপ ম্যাটেরিয়াল
– ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল
99. বহিঃফুলকা দেখা যায়-
– ব্যাঙে
– মাছে
– ব্যাঙাচিতে
– কোনোটিই নয়
100. শ্বসনে উৎপন্ন গ্যাস:-
– N2
– CO
– O2
– CO2
Comments are closed.