General Knowledge (GK) in Bengali
দেখে নাও – Mixed General Knowledge Set in Bengali – Set 18
1. কোন ক্রিকেটারের ডাকনাম জ্যামি ?
– অনিল কুম্বলে
– যুবরাজ সিং
– রাহুল দ্রাবিড়
– হরভজন সিং
2. দারুচিনির দ্বীপ –
– কিউবা
– জামাইকা
– থাইল্যান্ড
– শ্রীলঙ্কা
3. বিক্রমশীলা মহাবিহার এর ধ্বংসাবশেষ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?
– উত্তর প্রদেশ
– ঝাড়খন্ড
– বিহার
– পশ্চিমবঙ্গ
4. সম্রাট আকবর আসীরগড় দুর্গ জয় করেছিলেন কত সালে ?
– ১৫৮৬
– ১৫৭৬
– ১৫৯৯
– ১৬০১
5. কানাডার জাতীয় খেলা কি❓️
– ভলিবল
– ফুটবল
– আইস হকি
– কাবাডি
6. তক্ষশীলা পূর্ব নামটি হল –
– পাটনা
– রাজস্থান
– কাশ্মীর
– পাঞ্জাব
7. নিপ্পন পূর্ব নামটি হল –
– পাকিস্তান
– ইরাক
– ইরান
– জাপান
8. তরুনাস্থি সম্পর্কিত বিদ্যা –
– Chondrology
– Cetology
– Cytology
দেখে নাও – ২৯৭ টি ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর – PDF
9. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়?
– হালিশহর
– কাঁচরাপাড়া
– রিষড়া
– বালি
10. ত্রিপুরার রাজধানী কোথায়?
– আগরতলা
– গান্ধীনগর
– ধর্মতলা
– তিরুবন্তপুরম
11. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত❓️
– বিহার
– পশ্চিমবঙ্গ
– মধ্যপ্রদেশ
– উড়িষ্যা
12. রক্তকরবী হল একটি –
– কবিতা
– ছোট গল্প
– নাটক
– উপন্যাস
13. বিশ্ব তামাক বিরোধী দিবস কবে❓️
– 31 মে
– 22 ফেব্রুয়ারী
– 21 জুন
– 12 জানুয়ারি
দেখে নাও – সাধারণ জ্ঞানের ৩৩টি ছোট প্রশ্ন ও উত্তর – সেট ১৭
14. শ্বেত মানুষের কবর –
– অন্ধ্রপ্রদেশ
– সিকিম
– মেঘালয়
– নাগাল্যান্ড
15. কোচবিহার জেলাটির পূর্ব নাম –
– মল্লভূমি
– তাম্রলিপ্ত
– কামতাপুর
– রাঙ্গামাটি
16. আকবরের গৃহশিক্ষক ছিলেন –
– আব্দুল মঈন
– আব্দুল গাফফার
– আব্দুল হামিদ
– আব্দুল লতিফ
17. “স্ট্যাচু অব লিবার্টি” আমেরিকাকে উপহার দেয় কোন দেশ?
– ইংল্যান্ড
– জার্মানি
– ফ্রান্স
– রাশিয়া
18. সাসারামে কার সমাধিস্থল অবস্থিত ?
– শেরশাহ
– ঔরঙ্গজেব
– আকবর
দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – সেট ৫
19. সাঁচি স্তুপ কে নির্মাণ করেছিলেন?
– চন্দ্রগুপ্ত মৌর্য
– হর্ষবর্ধন
– কনিষ্ক
– অশোক
20. নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
– কৃষ্ণা
– কাবেরী
– শোন
– গোদাবরী
21. উড়ন্ত শিখ বলা হয় –
– পেলে
– রিটার
– বিসমার্ক
– কোনটিই নয়
22. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি❓️
– কোনোটিই নয়
– ভারতরত্ন
– পদ্মভূষণ
– পদ্মশ্রী
দেখে নাও – ৫৬টি বায়োলজির প্রশ্ন ও উত্তর
23. জাতীয় গণিত দিবস কবে পালিত হয় ❓️
– 12 জুন
– 11 জুন
– 26 নভেম্বর
– 22 ডিসেম্বর
24. ইন্দ্রপ্রস্থ পূর্ব নামটি হল –
– গুজরাট
– দিল্লি
– হায়দ্রাবাদ
– বিহার
25. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
– বাঁশি
– গীটার
– সরোদ
– তবলা
26. ফিনল্যান্ডের রাজধানীর নাম কি?
– জেনেভা
– হেলসিংকি
– আসমান
– আমস্টারডাম
27. ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত?
– ইয়াংসিকিয়াং
– মস্কোভা
– হোয়াংহো
– চাও ফ্রায়া
দেখে নাও – ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯
28. আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান কত –
– দশম
– নবম
– সপ্তম
– অষ্টম
29. বিখ্যাত শূন্য উদ্যান কোথায় দেখা যায়?
– চীন
– কায়রো
– লিসবন
– ব্যাবিলন
30. ইউরোপের রুগ্ন মানব কোন দেশকে বলা হয়?
– আর্মেনিয়া
– তুরস্ক
– বেলজিয়াম
– রোমানিয়া