জেনারেল নলেজ – General Knowledge in Bengali
(জেনারেল নলেজ ) সাধারণ জ্ঞানের ৩০ টি প্রশ্ন নিয়ে আজকের সেট।
দেখে নাও : ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯
1. ফারাক্কা ব্রিজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল?
– জলবিদ্যুৎ উৎপাদন
– গঙ্গার নিম্ন প্রবাহের গতি বৃদ্ধি
– গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
– অতিরিক্ত জল সংরক্ষণ
2. কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন
– ন্যাস্টিক চলন
– ট্রপিক চলন
– ট্যাকটিক চলন
– ওপরের কোনোটিই নয়
3. রক্তে কত শতাংশ রক্ত কনিকা থাকে?
– 45
– 35
– 55
– 40
4. নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত?
– বামনগাও
– মোগলমারি
– শিশুপালগড়
– অহিচ্ছত্র
5. বাংলাদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন
– বিজয় সেন
– বল্লাল সেন
– লক্ষণ সেন
– শশাঙ্ক
6. ভিটামিন- E এর রাসায়নিক নাম কি?
– আর্গ ক্যালসিফেরোল
– ফাইলোকুইনোন
– রেটিনল
– টোকোফেরল
7. আমন বাধ কোন দুটি দেশকে একত্রিত করে?
– ভারত ও বাংলাদেশ
– ভারত ও চিন
– পাকিস্তান ও চিন
– ভারত ও পাকিস্তান
8. কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়??
– গোয়া
– তামিলনাড়ু
– কর্ণাটক
– কেরালা
9. Solar system এর আবিষ্কারক কে??
– কোপার্নিকাস
– অ্যলেস্কি লিওনভ
– আযভট্ট
– গ্যালিলিও
10. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা তৈরী প্রথম হরমোন ?
– থাইরক্সিন
– কোনটাই নয়
– টেস্টস্টেরন
– ইনসুলিন
দেখে নাও : ৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮
11. ফারাক্কা ব্রিজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল?(wbcs ২০১৫ preli)
– গঙ্গার নিম্ন প্রবাহের গতি বৃদ্ধি
– জলবিদ্যুৎ উৎপাদন
– অতিরিক্ত জল সংরক্ষণ
– গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
12. বালিমেলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
– কৃষ্ণা
– মহানদী
– সিলেরু
– গোদাবরী
13. উদ্দীপনার জন্য দায়ী —–
– পিটুইটারি গ্রন্থি
– অ্যাড্রিনাল গ্রন্থি
– লালা গ্রন্থি
– থাইরয়েড গ্রন্থি
14. গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এর ফলে =
– উপকূল রেখার পরিবর্তন হয়
– শস্যে ধরন পরিবর্তন হয়
– সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পায়
– উপরের সব কটি
15. বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ “দি প্রিন্স” এর রচয়িতা হলেন
– পেত্রাক
– বোক্বাচিও
– দান্তে
– ম্যাকিয়াভেলি
16. পাকিস্তানের প্রকাশিত সংবাদ পত্রের নাম কি?
– নহানডন
– ডন
– দি মালয়
– রেড ফ্লাগ
17. সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ কি?
– পৃষ্ঠটান
– ব্যতিচার
– সান্দ্রতা
– সাবানের উপাদান
18. দক্ষিণ ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয়?
– নারকেল গাছ
– তাল গাছ
– ছাতিম গাছ
– আখ গাছ
19. আদিনা মসজিদ কে নির্মান করেন?
– সিকান্দার শাহ
– ফিরোজ শাহ তুঘলক
– ইলতুৎমিস
– গিয়াসউদ্দিন তুঘলক
20. নিচের কোনটি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান?
– UV রশ্মি
– গামা রশ্মি
– দৃশ্যমান রশ্মি
– IR রশ্মি
দেখে নাও : ১০০টি General Knowledge in Bangla – MCQ – সেট ৭
21. রিটা(RITA) কোন দেশের সংবাদ সংস্থা?
– ই. কে
– রাশিয়া
– কোনটাই নয়
– টরেন্টো
22. ভারতের সংরক্ষিত পক্ষী কোনটি?
– সারস
– মোনাল
– ডাফ
– গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
23. সম্পৃক্ত হাইড্রোকার্বন কে প্যারাফিন বলা হয় কারণ_____
– তারা অদাহ্য
– তারা অতিমাত্রায় সক্রিয়
– তারা জলে অদ্রবণীয়
– তারা খুবই কম সক্রিয়
24. বৃহত্তম এককোষী শৈবালের নাম কি?
– অ্যাসিটেবুলেরিয়া
– ইস্ট
– অ্যামিবা
– কোনোটিই নয়
25. কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ সবথেকে ভালো হয়?
– 30°c
– 40°c
– 45°c
– 35°c
26. কোলেস্টেরল হলো একটি ?
– ডাইগ্লিসারাইড
– স্টেরয়েড
– কোনটাই নয়
– ফ্যাট
27. কোন দেশ কে প্রাচ্যের ব্রিটেন বলা হয়?
– আমেরিকা
– নিউজিল্যান্ড
– জাপান
– ব্যাংকক
28. ” বিশ্ব তথ্য সংরক্ষণ ” দিবস কবে পালিত হয়?
– 23 জানুয়ারি
– 25 জানুয়ারি
– 1st ফেব্রুয়ারি
– 28 জানুয়ারি
29. ডারউইনের মতবাদ অনুযায়ী ন্যাচেরাল সিলেকশনের একক কি ?
– একজন ব্যক্তি
– পরিবার
– গোত্র
– প্রজাতি
30. উদয় মান বা অস্তগামী সূর্যকে লাল দেখায় কারণ কি?
– বিক্ষেপণ
– ব্যতিচার
– প্রতিফলন
– প্রতিসরণ
দেখে নাও : ১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬