সাধারণ জ্ঞান প্রাকটিস সেট
দেওয়া রইলো ৩০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে সাধারণ জ্ঞান প্রাকটিস সেট । কম্পিটিটিভ পরীক্ষাগুলির জন্য খুব প্রয়োজনীয় । রেগুলার GK প্রাকটিস করলে সাফল্য একদিন আসবেই ।
দেখে নাও – ৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
1. অগ্নিবীণা বইটির রচনা করেন –
– সত্যেন্দ্রনাথ দত্ত
– সৈয়দ মুজতবা আলী
– রবীন্দ্রনাথ ঠাকুর
– কাজী নজরুল ইসলাম
2. ভারতের প্রতিটি রাজ্যে ‘ পাবলিক সার্ভিস কমিশন ‘ থাকবে, সংবিধানের কত নম্বর ধারায় আছে?
– ৩৪৪
– ৩১৭
– ৩২৫
– ৩২০
3. কোন বিপ্লবী 64 দিন অনশন করে মৃত্যু বরণ করেন?
– বটুকেশ্বর দত্ত
– ভগৎ সিং
– সূর্য সেন
– যতীন দাস
4. নিরক্ষরতা : শিক্ষা : : বন্যা : ?
– জাহাজ
– বৃষ্টি
– নদী
– বাঁধ
5. Wellington Trophy🏆 কোন খেলার সাথে যুক্ত?
– Rowing
– Billiards
– Golf
– Baseball
6. জেমস বন্ড চরিত্রের সৃষ্টি করেন –
– চার্লস ডিকেন্স
– ইয়ান চ্যাপেল
– অগাথা ক্রিস্টি
– ইয়ান ফ্লেমিং
7. মায়ানমারের মুদ্রার নাম কী?
– নুলট্রাম
– কিয়াত
– ইউরো
– টাকা
8. আয়তন অনুসারে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ হল –
– অস্ট্রেলিয়া
– আমেরিকা
– কানাডা
– ব্রাজিল
9. কানাডার জাতীয় প্রতীক কী?
– চন্দ্রমল্লিকা ফুল
– ভায়োলেট ফুল
– গোলাপ ফুল
– ম্যাপল পাতা
10. ” চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে ” – কার উক্তি?
– লালা লাজপত রায়
– জহরলাল নেহেরু
– বাল গঙ্গাধর তিলক
– গান্ধিজি
দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – সেট ২
11. ভ্রমণ : যাত্রাসঙ্গী : : পেশা : ?
– সাথী
– বন্ধু
– সখা
– সহকর্মী
12. বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত?
– সাঁচি
– জয়পুর
– গোরক্ষপুর
– হাম্পি
13. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ বিশ্বকবি ‘ আখ্যা কে দেন?
– ব্রহ্মবান্ধব উপাধ্যায়
– নেতাজি
– প্রফুল্ল চন্দ্র রায়
– গান্ধিজি
14. কত সালে নাসা ( National Aeronautics and Space Administration) স্থাপিত হয় ?
– 1950 সালে
– 1965 সালে
– 1960 সালে
– 1958 সালে
15. নীচের কোনটি ভুল?
– ভানু সিংহ : রবীন্দ্রনাথ ঠাকুর
– বীরবল : প্রমথ চৌধুরী
– বনফুল : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
– অনিলাদেবী : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
16. আফগানিস্তানের স্বাধীনতা দিবস কত তারিখে পালিত হয়?
– ২২ জুলাই
– ১৯ আগস্ট
– ২৮ এপ্রিল
– ১২ মে
17. জ্যামিতির জনক কাকে বলা হয়?
– ইউক্লিড
– পিথাগোরাস
– সক্রেটিস
– প্লেটো
18. গোলকুন্ডা দূর্গ কোথায় অবস্থিত?
– হাইদ্রাবাদ
– জয়পুর
– দিল্লি
– হাম্পি
19. নাট্য শাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন ?
– কালিদাস
– উমাপতিধর
– মহর্ষি জৈমিনি
– ভরত মুনি
20. মণিপুরী নৃত্যের প্রধান বাদ্যযন্ত্র কোনটি?
– খোল
– ঝুমঝুমি
– তবলা
– বাঁশি
দেখে নাও – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৩
21. আব্দুল রাজ্জাক কোন রাজার শাসনকালে ভারতে আসেন?
– কৃষ্ণদেব রায়
– রাজেন্দ্র চোল
– দ্বিতীয় পুলকেশী
– দ্বিতীয় দেবরায়
22. সংযুক্তা পাণিগ্রাহীর নাম কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত?
– ওডিশি
– কত্থক
– ভারতনাট্যম
– কথাকলি
23. ভারতের মহিলা হকি টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কী?
– নিক্কি প্রধান
– বন্দনা কাটারিয়া
– রানি রামপাল
– মনিকা বাত্রা
24. কোন শহরের প্রাচীন নাম ছিল একাম্রকানন?
– জয়পুর
– ভুবনেশ্বর
– গোরক্ষপুর
– হাম্পি
25. Smash শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
– টেনিস
– তীরন্দাজী
– হকি
– সাঁতার
26. ছন্দের জাদুকর নামে পরিচিত ছিলেন –
– পি. সি সরকার
– মুকুন্দরাম দাস
– সত্যেন্দ্রনাথ দত্ত
– ভারতচন্দ্র রায়
27. Hymn to freedom or Hymn to Liberty কোন দেশের জাতীয় সঙ্গীত?
– বেলজিয়াম
– ফ্রান্স
– রোম
– গ্রিস
28. সৈয়দ মুজতবা আলি কোন ছদ্মনামে লিখতেন?
– জরাসন্ধ
– ওমর খৈয়াম
– চাণক্য সেন
– বীরবল
29. Rajaraam R Laxman কোন খেলার সাথে যুক্ত?
– ফুটবল
– ভারোত্তোলন
– দাবা
– হকি
30. ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য?
– হিমাচল প্রদেশ
– উত্তর প্রদেশ
– মধ্যপ্রদেশ
– রাজস্থান
Comments are closed.