21. ভারতে কোন গায়ক/গায়িকা প্রথম পদ্মভূষণ এবং পদ্মভূষণ পান ?
– অরিজিৎ সিং
– লতা মঙ্গেশকর
– কিশোর কুমার
– বেগম আখতার
22. ” তামাশা ” লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায় ?
– উত্তর প্রদেশ
– তামিলনাড়ু
– মহারাষ্ট্র
– কেরালা
23. হাম্পি শহরটির ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া যায় ?
– তামিলনাড়ু
– কেরালা
– তেলেঙ্গানা
– কর্ণাটক
24. দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
– অরুণাচল প্রদেশ
– ছত্রিশগড়
– মধ্যপ্রদেশ
– উত্তর প্রদেশ
25. মানব শরীরের বৃহত্তম অঙ্গটি হল –
– ত্বক
– মস্তিষ্ক
– যকৃত
– লোম
26. সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– পশ্চিমবঙ্গ
– ঝারখান্ড
– হিমাচল প্রদেশ
– মেঘালয়
shibendu Duary, [25.12.20 17:07]
[In reply to Quiz Bot]
Not gland
27. কোন সামুদ্রিক প্রাণীর দেহে জল সংবহন তন্ত্র থাকে ?
– ডলফিন
– তারা মাছ
– কোনোটিই নয়
– অক্টোপাস
28. পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
– মনিপুর
– মিজোরাম
– কেরালা
– উড়িষ্যা
29. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
– গুরু শিখর
– পাঁচমারি
– ধূপগড়
– মহেন্দ্রগীরি
30. চাঁদের মাটিতে কোন মৌলটি পাওয়া গেছে ?
– টাইটেনিয়াম
– স্টিল
– টাংস্টেন
– লোহা
দেখে নাও – ৩০টি সাধারণ জ্ঞান প্রাকটিস সেট – ৪
31. মুসলিম লীগ কত সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল?
– 1941
– 1945
– 1939
– 1940
32. রবার্ট মুগাবে কোন দেশের প্রসিডেন্ট ছিলেন ?
– জিম্বাবুয়ে
– ইথিওপিয়া
– জিবুতি
– দক্ষিণ আফ্রিকা
33. খড়গপুর IIT কত সালে প্রতিষ্ঠিত হয় ?
– 1852
– 1958
– 1956
– 1951
34. জলের আণবিক ভর কত ?
– 20
– 2
– 18
– 16
35. নিচের কোন রাজ্য পুলিশ AAWAJ (Action Against Women-related crime and Awareness for Justice) চালু করেছে?
– ওড়িশা
– রাজস্থান
– গুজরাট
– পশ্চিমবঙ্গ
36. জিম করবেট ন্যাশনাল পার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
– ১৯৩৮
– ১৯৩৫
– ১৯৩৭
– ১৯৩৬
37. গোল গম্বুজ কোথায় অবস্থিত ?
– কেরালা
– গুজরাট
– কর্ণাটক
– রাজস্থান
38. ভারতের সর্ববৃহৎ টাঁকশাল কোথায় অবস্থিত ?
– মুম্বাই
– কলকাতা
– হায়দ্রাবাদ
– নাসিক
39. দচিগাম স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?
– কর্ণাটক
– কেরালা
– জম্মু ও কাশ্মীর
– তেলেঙ্গানা
40. NCC কে প্রতিষ্ঠা করেন ?
– পন্ডিত হৃদয়নাথ কুঞ্জুর
– জওহরলাল নেহরু
– লাল বাহাদুর শাস্ত্রী
– কেউ ই না
Comments are closed.