61. ২০১৩ সালে গুজরাটের নর্মাদা জেলায় শুরু হয় ভারতের উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিট তৈরির কাজ।
সর্দার বল্লভভাই প্যাটেলের এই স্ট্যাচুর উচ্চতা হল ১৮২ মিটার। উচ্চতা হিসেবে ১৮২ মিটার বেছে নেওয়ার কারণ কী?
– Number of assembly seats in Gujarat
– Number of Days Saradar Vallabhbhai Patel spent in Jail
– None
– Height of Vallabhbhai Patel was 182 cm
62. গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
– ঝাড়খন্ড
– আসাম
– রাজস্থান
– গুজরাট
63. জলদাপাড়া স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?
– কেরালা
– বিহার
– পশ্চিমবঙ্গ
– কোনোটিই নয়
64. ” কায়াত ” এটি কোন দেশের মুদ্রার নাম ?
– ইন্দোনেশিয়া
– ফিলিপিনস
– মায়ানমার
– সৌদি আরব
65. গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL) কখন প্রতিষ্ঠিত হয়?
– 1957
– 1958
– 1955
– 1959
66. কালিদাস অ্যাওয়ার্ড নিচের কোনটি সঙ্গে যুক্ত ?
– Music
– Literature
– Preforming Arts
– Philosophy
67. মেলঘাট টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– বিহার
– মহারাষ্ট্র
– মনিপুর
– রাজস্থান
68. Cynophobia বলতে কিসের ভয়কে বোঝায়?
– Cyclone
– Cycling
– Dog
– Cat
69. 2024 সালে অলিম্পিক খেলা কোথায় হবে ?
– রিও ডি জেনিরো
– লন্ডন
– নিউ দিল্লি
– প্যারিস
70. মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্ৰন্থি কোনটি ?
– অগ্ন্যাশয়
– পিটুইটারি
– থাইরয়েড
– থাইমাস
দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – সেট ২
71. ২০২০ সালের বুকার পুরস্কার জিতলেন ডগলাস স্টুয়ার্ট। কোন বইয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন?
– Shuggie Bain
– Are We Online?
– The Brunt Sugar
– The Unfolded Story
72. The play is written by George Bernard Shaw. / জর্জ বার্নার্ড শ হলেন এই নাটকটির লেখক-
– মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল/Murder in the cathedral
– আর্মস অফ দ্য ম্যান/Arms of the Man
– টুইলভেথ নাইট/Twilveth Night
– ডেথ অফ দা সেলসম্যান /Death of the Salesman
73. গুয়াহাটি হল ভারতের প্রথম শহর যার নিজস্ব City Animal রয়েছে। কোন প্রাণী গুয়াহাটির সিটি অ্যানিমাল?
– Lion
– Tiger
– Monkey
– River Dolphin
74. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
– মধ্যপ্রদেশ
– কর্ণাটক
– উত্তর প্রদেশ
– আসাম
75. দক্ষিন ভারতের শহর ধরণীকোটা কোন রাজবংশের সঙ্গে যুক্ত?
– পল্লব
– পান্ড
– সাতবাহন
– চালুক্য
76. 2. ভারী জলকে রাসায়নিকভাবে কী বলা হয়?
– ডয়টেরিয়াম অস্কাইড
– ট্রাইটিয়াম অক্সাইড
– হাইড্রোজেন পারঅস্কাইড
– কোনোটিই না
77. বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত
– কন্যাকুমারী
– মাদুরাই
– রামেশ্বরম
– চেন্নাই
78. “City of Lakes”- নামে পরিচিত ভারতের কোন শহরটি ?
– জামসেদপুর
– কোচি
– হায়দ্রাবাদ
– উদয়পুর
79. হাজারীবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
– মনিপুর
– ঝাড়খন্ড
– পশ্চিমবঙ্গ
– মেঘালয়
80. ২০১৯-২০ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয় কোন দল?
– Atletico de Kolkata
– Chennaiyin FC
– FC Bengaluru
– FC Goa
Comments are closed.