১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬

81. ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় অবস্থিত ?
– চেন্নাই
– মুম্বাই
– নতুন দিল্লি
– কলকাতা

82. অক্সিজেনের কোন যৌগ কে ডাই হাইড্রোজেন অক্সাইড বলা হয়
– বায়ু
– পটাশিয়াম
– দার্শনিকের উল
– জল

83.  ” মাছ ধরার ছিপ” – কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
– প্রথম শ্রেণি
– কোনোটিই নয়
– তৃতীয় শ্রেণি
– দ্বিতীয় শ্রেণি

84. ভারতের কোন রাজ্যে বেশি পরিমাণে লবন উৎপন্ন হয় ?
– কেরালা
– রাজস্থান
– গুজরাট
– কোনোটিই নয়

85.  অ্যাপোলো-১১ এর লুনার মডেল ঈগল চাঁদের যেই অংশে অবতরণ করেছিল, সেই স্থানের নাম কী?
– Sea of Galilee
– Sea of Harmony
– Sea of Tranquility
– Sea of Cortez

86. ” সিটি অফ সেভেন আইল্যান্ড” – কোন শহরকে বলা হয় ?
– চেন্নাই
– ব্যাঙ্গালোর
– মুম্বাই
– কোচিন

87.  ভারতবর্ষে রেলওয়ে বোর্ড কবে তৈরি হয় ?
– 1860 সালে
– 1905 সালে
– 1953 সালে
– 1853 সালে

88. নামদাফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত
– অরুণাচল প্রদেশ
– মহারাষ্ট্র
– ছত্রিশগড়
– মধ্যপ্রদেশ

89. নীল লিটমাসকে লাল করতে গেলে কোন দ্রবণে রাখতে হবে ?
– লবণ
– পারদ
– অ্যাসিড
– ক্ষার

90. ঘনা বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?
– মহারাষ্ট্র
– তামিলনাড়ু
– রাজস্থান
– জম্মু-কাশ্মীর

দেখে নাও – ৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

91. বর্তমান ভারতে সম্পত্তির অধিকার কোন প্রকার অধিকার ?
– ধর্মীয় অধিকার
– মৌলিক অধিকার
– আইনগত অধিকার
– নৈতিক অধিকার

92. Who among the following person has authored the book titled The KhalistanConspiracy?

নিচের ব্যক্তিদের মধ্যে কে ‘খালিস্তান কন্সপিরিয়েসি ’ শীর্ষক বইটি লিখেছেন?
– Amish Tripathi আমিশ ত্রিপাঠি
– GBS Sidhu জিবিএস সিধু

93. “আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন”- কে বলেছিলেন?
– হান্টার
– লর্ড রিপন
– লর্ড লিটন
– লর্ড কার্জন

94. গান্ধীজী কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন?
– আমেদাবাদে
– চম্পারনে
– চৌরিচৌরায়
– খেদায়

95.  ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটি কার লেখা ?
– বানভট্ট
– ভি এস নাইপল
– কোনোটিই নয়
– মাওলানা আবুল কালাম আজাদ

96. সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
– কলকাতা
– ব্যাঙ্গালোর
– মুম্বাই
– কানপুর

97. ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি ?
– বন্দিপুর ন্যাশনাল পার্ক
– জিম করবেট ন্যাশনাল পার্ক
– মুদুমালাই স্যাংচুয়ারি
– কোনোটিই নয়

98. presently for which football club cristiano ronaldo plays ?

বর্তমানে কোন  ফুটবল ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলে ?
– Manchester city
– Real Madrid
– Liverpool
– Juventus

99. ইনসুলিন নিচের কোন চিকিৎসায় ব্যবহার করা হয় ?
– Diabetes
– Malaria
– Pyorrhoea
– Not

100. ‘ওঙ্কার মন্দির’ ভারতের কোন রাজ‍্যে অবস্থিত ?
– মধ‍্যপ্রদেশ
– পশ্চিমবঙ্গ
– ওড়িশা
– কর্ণাটক

Comments are closed.

Scroll to Top