100 Geography Questions Answers in Bengali
দেওয়া রইলো 100 Geography Questions Answers in Bengal ( ১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর ) ।
১. ‘ আমন ব্রিজ’ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
উত্তর : ভারত – পাকিস্তান ।
২. ‘ দিয়ারা’ অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত ?
উত্তর : মালদা ।
৩. ‘ বিশ্ব সমুদ্র দিবস ‘ কবে পালিত হয় ?
উত্তর : 8ই জুন
৪. ‘Civilisation and Climate’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর : হান্টিংটন ।
৫. ‘Cosmos’ কার লেখা ?
উত্তর : হামবোল্ট ।
আরও দেখে নাও : 200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners
৬. ‘উদীয়মান শিল্প’ কোন শিল্প কে বলা হয় ?
উত্তর : পেট্রো – রসায়ন শিল্প ।
৭. ‘ত্রাসের নদী’ কাকে বলে ?
উত্তর : তিস্তা ।
৮. ‘নামধাপা’ ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : অরুণাচল প্রদেশ ।
৯. ‘ভারতের রূঢ়’ – কোন শহরকে বলে ?
উত্তর : দুর্গাপুর ।
১০. ‘সাংস্কৃতির উৎস ক্ষেত্র’ কথাটি প্রথম কে উপস্থাপন করেন ?
উত্তর : সাওয়ার ।
১১. “Sky River ” নামে কোন নদী পরিচিত?
উত্তর : ব্রহ্মপুত্র
১২. “অ্যাপ্পিকো ” শব্দের অর্থ কী?
উত্তর : গভীর ভাবে জড়িয়ে ধরা
১৩. “অ্যাপ্পিকো আন্দোলন”এর স্লোগান কী ছিল?
উত্তর : ‘Five Fs ” (F=Food,Fodder,Fuel, Fiber,Fertilizer )
১৪. “অ্যাপ্পিকো আন্দোলন” কবে শুরু হয়?
উত্তর : 1983 সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে গাছকাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয় ৷
১৫. “কচ্ছ ” শব্দের অর্থ কী?
উত্তর : জলাময় দেশ
১৬. “চিপকো ” কথার অর্থ কী?
উত্তর : জড়িয়ে ধরা
১৭. “চিপকো আন্দোলন ” কবে গড়ে ওঠে?
উত্তর : 1973 সালে বর্তমান উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে , গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয় ৷
১৮. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?
উত্তর : প্রশান্ত মহাসাগরে ।
১৯. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়?
উত্তর : 1975 সালে
২০. 2011 সালের আদমসুমারী অনুযায়ী , ভারতের জনঘনত্ব কত ?
উত্তর : 382 জন প্রতি বর্গকিমি ।
২১. 2011 সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি?
উত্তর : ছত্তিশগড় ।
২২. Solar System এর আবিষ্কারক কে?
উত্তর : কোপার্নিকাস ।
২৩. WTO এর সদস্য দেশের সংখ্যা কত ?
উত্তর : 164 টি ।
২৪. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
২৫. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : কেরালার কোলাম জেলাতে ৷
আরও দেখে নাও : ২০টি ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর MCQ
২৬. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?
উত্তর : 2রা ফেব্রুয়ারি
২৭. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে ।
২৮. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?
উত্তর : ভ্যাটিকান সিটি ।
২৯. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর : মাউন্ট ব্ল্যান্ক ।
৩০. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি ” কে কী বলে ?
উত্তর : আরোরা বেরিয়ালিস ।
৩১. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?
উত্তর : কোর বা তাল ।
৩২. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?
উত্তর : সম্বর হরিণ ।
৩৩. কচু খেলে গলা খসখস করে কেন?
উত্তর : ক্যালসি়য়াম অক্সালেটের জন্য
৩৪. কচুতে সাধারণত কোন ধরনের প্রজনন ঘটে?
উত্তর : অঙ্গজ প্রজনন
৩৫. কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতার কি পরিবর্তন ঘটে?
উত্তর : বাড়ে
৩৬. কসমিক ইয়ার (Cosmic Year) কি ?
উত্তর : যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে ।
৩৭. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?
উত্তর : 18 জুলাই 2016
৩৮. কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড়ো বিমানবন্দরটি অবস্থিত ?
উত্তর : সৌদি আরব
৩৯. কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে ?
উত্তর : রাশিয়া ।
৪০. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ?
উত্তর : ঝিলম ।
৪১. কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?
উত্তর : এডিস মশা
৪২. কোন রাজ্যের একটি শহরের নাম ‘ পহেলগাম ‘ ?
উত্তর : জম্মু ও কাশ্মীর ।
৪৩. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
উত্তর : রোম ।
৪৪. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : মেঘালয়
৪৫. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?
উত্তর : এলাহাবাদ ।
৪৬. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল?
উত্তর : “What do the forest bear? Soil, Water and Pure Air ”
৪৭. চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে?
উত্তর : কর্নিয়া
৪৮. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : তাওয়াই
৪৯. জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর : ভারত মহাসাগর ।
৫০. টেলিভিশন কে আবিষ্কার করেন?
উত্তর : বেয়ার্ড (ইংল্যান্ড)
100 Geography Questions Answers in Bengali
আরও দেখে নাও : ২৯৭ টি ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর – PDF
৫১. তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত ?
উত্তর : বীরভূম ।
৫২. দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ?
উত্তর : সময় ।
৫৩. দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত ?
উত্তর : রূপনারায়ণ ।
৫৪. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
উত্তর : হায়দ্রাবাদ ।
৫৫. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর : কলসুবাই (1646 মিটার)
৫৬. পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয় ?
উত্তর : ঝালদা ও মানবাজার অঞ্চলে ।
৫৭. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?
উত্তর : বিহার ও উত্তরপ্রদেশ ।
৫৮. পূর্বঘাট পর্বতের অপর নাম কি?
উত্তর : মলয়াদ্রি ।
৫৯. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর : অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা (1680 মিটার) (মতান্তরে মহেন্দ্রগিরি )
৬০. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?
উত্তর : বুর্জ খলিফা ।
৬১. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
উত্তর : নরওয়ের সেভলে ফিয়র্ড ।
৬২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?
উত্তর : আলাস্কার হুর্বার্ড ।
৬৩. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর : সাইবেরিয়া ( ভারখয়ানস্ক ) ।
৬৪. প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি?
উত্তর : ভুটান
৬৫. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : হনুলুলুতে
৬৬. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?
উত্তর : 204 টি ।
৬৭. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর : 1992 সালে ।
৬৮. বাংলাদেশের কোন শহরকে ‘ প্রাচ্যের ডান্ডি ‘ বলা হয় ?
উত্তর : নারায়ণগঞ্জ ।
৬৯. বাংলার ‘ শিলিগুড়িতে ‘ জনসংখ্যা বৃদ্ধির কারণ কী ?
উত্তর : ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা ।
আরও দেখে নাও : পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর
৭০. বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
উত্তর : পুরুলিয়া ।
৭১. বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পরে ?
উত্তর : বর্ধমান জেলার আসানসোল ।
৭২. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি ?
উত্তর : পূর্বাশা ।
৭৩. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো নদী কোনটি ?
উত্তর : দামোদর ।
৭৪. বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা ‘ বক্সদুয়ার ‘ কোন জেলায় অবস্থিত ?
উত্তর : জলপাইগুড়ি ।
৭৫. বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে?
উত্তর : অ্যালেক্সি লিওনভ ।
100 Geography Questions Answers in Bengali
৭৬. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?
উত্তর : মরু অঞ্চলে ।
৭৭. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর : প্রশান্ত মহাসাগরে ।
৭৮. ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে ‘ সিন্ধু জলবন্টন চুক্তি ‘ কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর : 1960 সালে ।
৭৯. ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে ?
উত্তর : সুয়েজ খাল ।
৮০. ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে?
উত্তর : 247 টি ।
৮১. ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?
উত্তর : 38 টি
৮২. ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি ?
উত্তর : তাপীয় ।
৮৩. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy” ?
উত্তর : চিপকো আন্দোলন ।
আরও দেখে নাও : বিভিন্ন দেশের মুদ্রা – প্রশ্ন ও উত্তর
৮৪. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে ?
উত্তর : কেরালা ।
৮৫. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উত্তর : সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত
৮৬. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
উত্তর : দার্জিলিং-এর সিদ্রাপং ।
৮৭. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি ?
উত্তর : বারাণসী থেকে কন্যাকুমারী ।
৮৮. ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়ো ?
উত্তর : 90 গুণ ।
৮৯. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উত্তর : কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটক
৯০. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : 2007 সালের 15 অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়
৯১. ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয় ?
উত্তর : এলাহাবাদ ।
৯২. মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ?
উত্তর : মিলপা ।
৯৩. ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড় ” বাঁধ কে “কানাডা বাঁধ ” বলা হয় কেন?
উত্তর : 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ
৯৪. মানবীয় ভূগোলের প্রবক্তা কে ?
উত্তর : ভিদাল দা লা ব্লাশ
৯৫. মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে?
উত্তর : উত্তল লেন্স
৯৬. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : কর্ণাটক ।
৯৭. মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে ?
উত্তর : 1909 সালে ।
৯৮. মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত?
উত্তর : নর্মদা বাঁচাও আন্দোলন ।
৯৯. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত ?
উত্তর : কালো ।
১০০. রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি?
উত্তর : সিগেলা
১০১. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : ভিটামিন এ
১০২. সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর : W G Sumner
১০৩. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?
উত্তর : সেকস্ট্যান্ট যন্ত্র ।
১০৪. সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো , তার নাম কী ?
উত্তর : কালিম্পং ।
১০৫. সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
উত্তর : বাণিজ্য বায়ু ।
১০৬. সিঙ্গারেনী কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : অন্ধ্রপ্রদেশ ।
১০৭. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
উত্তর : নাব্রা উপত্যকা (কারাকোরাম) ।
১০৮. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর তালিকায় কবে স্থান পায়?
উত্তর : 1987
১০৯. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত ?
উত্তর : ইজিপ্টে ।
Comments are closed.