বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দফতর
আজকে আমরা দেখে নেবো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরের তালিকা।
দেখে নাও :
- বিভিন্ন বিষয়ের জনক । কে কিসের জনক তালিকা
- বিভিন্ন দেশের মুদ্রা – প্রশ্ন ও উত্তর
- পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প
- 200+ বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম
আমেরিকা
- জাতিসংঘের সদর দপ্তর ➟ নিউইয়র্ক
- UNDP এর সদর দপ্তর ➟ নিউইয়র্ক
- UNICEF এর সদর দপ্তর ➟ নিউইয়র্ক
- World Bank এর সদর দপ্তর ➟ ওয়াশিংটন ডিসি
- IMF এর সদর দপ্তর ➟ ওয়াশিংটন ডিসি
- UN Women এর সদর দপ্তর ➟ নিউইয়র্ক
- IDA (International Development Association) এর সদর দপ্তর ➟ ওয়াশিংটন ডিসি
ব্রিটেন
- কমনওয়েলথ এর সদর দফতর ➟ লন্ডন
- হোয়াইট হল (ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর ) ➟ লন্ডন
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর ➟ লন্ডন
- রয়টার্সের সদর দপ্তর ➟ লন্ডন
সুইজারল্যান্ড
- আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর ➟ জেনেভা
- WHO এর সদর দপ্তর ➟ জেনেভা
- WTO এর সদর দপ্তর ➟ জেনেভা
- WLO এর সদর দপ্তর ➟ জেনেভা
- ILO এর সদর দফতর ➟ জেনেভা
- WIPO এর সদর দপ্তর ➟ জেনেভা
- UNCTD এর সদর দপ্তর ➟ জেনেভা
- ITU (International Telecommunication Union) এর সদর দপ্তর ➟ জেনেভা
- ফিফার (FIFA) সদর দপ্তর ➟ জুরিখ
বেলজিয়াম
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ➟ ব্রাসেলস
- NATO এর সদর দপ্তর ➟ ব্রাসেলস
অস্ট্রিয়া
- IAEA (International Atomic Energy Agency ) এর সদর দপ্তর ➟ ভিয়েনা
- OPEC (Organization of the Petroleum Exporting Countries ) এর সদর দপ্তর ➟ ভিয়েনা
- UNIDO এর সদর দপ্তর ➟ ভিয়েনা
নেদারল্যান্ড
- ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর ➟ হেগ
- OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর ➟ হেগ
ফ্র্যান্স
- ইন্টারপোল সংস্থার সদর দপ্তর ➟ লিও
- AFP এর সদর দপ্তর ➟ প্যারিস
- UNESCO’ এর সদর দপ্তর ➟ প্যারিস
ইতালি
- জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর ➟ রোম
- FAO এর সদর দপ্তর ➟ রোম , ইতালি
চীন
- NDB সদর দপ্তর ➟ সাংহাই
- AIIB সদর দপ্তর ➟ বেইজিং
ফিলিপিন্স
- IRRI➟এর সদর দপ্তর ➟ লস ব্যানোস
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর ➟ ম্যানিলা
সৌদি আরব
- ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর ➟ জেদ্দা
- OIC এর সদর দফতর ➟ জেদ্দা,সৌদি আরব
বাংলাদেশ
- BIMSTEC এর সদর দপ্তর ➟ ঢাকা
- ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর ➟ ঢাকা
অন্যান্য
- সার্কের সদর দপ্তর ➟ কাঠমান্ডু, নেপাল
- D-8 (Developing 8 ) এর সদর দফতর ➟ ইস্তাম্বুল, তুরস্ক
- UNU (United Nation University) ➟ টোকিও, জাপান
- আইসিসি এর সদর দপ্তর ➟ দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর ➟ বার্লিন,জার্মানি
- PLO এর সদর দপ্তর ➟ রামাল্লা, ফিলিস্তিন