বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর
প্রশ্ন : বিদ্যাসাগর কস্যচিত উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনাম নিয়ে কী কী রচনা করেছিলেন?
উত্তর :অতি অল্প হইল (১৮৭৩),আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস (১৮৮৪)।
প্রশ্ন : মধুসূদন দত্ত ‘Timothy Pen Poem ছদ্মনামে কী লিখেছিলেন?
উত্তর :A Vision of the past captive Ladie।
প্রশ্ন : মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী ?
উত্তর :অমিত্রাক্ষর ছন্দ
প্রশ্ন : অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কী ?
উত্তর :এই ছন্দের অনুসৃত ছন্দের নাম গৈরিশ ছন্দ,মুক্তক ছন্দ।
প্রশ্ন : দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কী ?
উত্তর :The Indigo Planting Mirror।
প্রশ্ন : কে এই ইংরাজী অনুবাদ করেছিলেন?
উত্তর :মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : বিদ্যাপতি কার সভাকবি ছিলেন ?
উত্তর :মিথিলার রাজা শিবসিংহের।
প্রশ্ন : কার অনুরোধে কাজী নজরুল ইসলাম ‘কাণ্ডারী হুঁশিয়ারি’ লিখেছিলেন?
উত্তর :নেতাজী সুভাষচন্দ্র বোসের।
প্রশ্ন : কোন দেশে সনেটের উৎপত্তি হয় ?
উত্তর :ইতালী।
প্রশ্ন : বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : সত্যজিৎ রায়ের তিনকন্যা’র তিনটি গল্পের নাম কী কী ?
উত্তর :পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি।
প্রশ্ন : ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন?
উত্তর :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন : যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশির্বাদ পেয়েছিলেন তার নাম কী ?
উত্তর :নটী বিনোদিনী।
প্রশ্ন : পেশাদারী মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী ?
উত্তর :কুলীন কুলসর্বস্ব।
প্রশ্ন : ‘সন্দেশ’ এর সম্পাদক কে ছিলেন?
উত্তর :সত্যজিৎ রায়।
প্রশ্ন : বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন, তার নাম কী ?
উত্তর :কল্পনা।
প্রশ্ন : বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায়?
উত্তর :কবি জীবনানন্দ দাশ।
প্রশ্ন : বেদকে চারভাগে কে ভাগ করেন ?
উত্তর :মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।
প্রশ্ন : নীরদ সি চৌধুরী কি ছদ্মনামে একসময় লিখতেন?
উত্তর :একেলা।
প্রশ্ন : ‘ফকির অব জঙ্গিরা’ কাব্য কার লেখা ?
উত্তর :ডিরোজিও-এর।
প্রশ্ন : ১৯৪৬ সালের নৌবিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচিত হয়?
উত্তর :শ্রীকল্লোল।
প্রশ্ন : আরব্য রজনীতে বাগদাদের কোন খালিফার কথা প্রায়ই বলা হয়েছে?
উত্তর :খালিফা হারুন অল রশিদ।
প্রশ্ন : বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়’ কাদের বলা হয়?
উত্তর :তারাশংকর, বিভূতিভূষণ ও মানিক।
প্রশ্ন : রফিকুল ইসলাম’ কার ছদ্মনাম?
উত্তর :উৎপল দত্ত।
প্রশ্ন : শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে ?
উত্তর :বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু।
প্রশ্ন : শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দী’ কোন গল্পের অবলম্বনে লিখেছিলেন?
উত্তর : ‘প্রিজনার অব জেন্ডা।
প্রশ্ন : ‘নবকুমার কবি’ কার ছদ্মনাম ?
উত্তর :সত্যেন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : প্রতিটি বেদে কয়টি অংশ আছে?
উত্তর :চারটি-সংহিতা, ব্রাত্মণ, আরণ্যক, উপনিষদ।
প্রশ্ন : ‘অবন্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :ইতালির রাষ্ট্রনায়ক মুসোলিনী।
প্রশ্ন : ‘সেবক’ ছদ্মনামে বাংলার কোন নাট্যকার নাটক লিখেছেন?
উত্তর :গিরিশচন্দ্র ঘোষ।
প্রশ্ন : তেনজিং নোরগের আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
উত্তর :টাইগার অব দ্য স্নো।
প্রশ্ন : ‘পেপারব্যাকে’ কোন সংস্থা প্রথম কম দামে বই প্রকাশ করেন?
উত্তর :পেঙ্গুইন।
প্রশ্ন : ‘জীবন বেদ’ কার আত্মজীবনীমূলক আলোচনা ?
উত্তর :কেশবচন্দ্র সেন।
প্রশ্ন : প্রথম বাঙালি সাংবাদিক কে?
উত্তর :গঙ্গাকিশোর ভট্টাচার্য্য।
প্রশ্ন : জনা, প্রফুল্ল, বলিদান নাটকগুলির নাট্যকার কে?
উত্তর :গিরিশচন্দ্র ঘোষ।
প্রশ্ন : ম্যাকবেথ নাটকের বঙ্গানুবাদ কে করেন?
উত্তর :গিরিশচন্দ্র ঘোষ।
প্রশ্ন : শরৎচন্দ্রের কৈশোর লেখা প্রথম গল্প কোনটি?
উত্তর :কাশীনাথ
প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি?
উত্তর :বাসুদেব চরিত’ (মুদ্রিত হয়নি)।
প্রশ্ন : বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রচনা করেন?
উত্তর :অনুষ্টুপ ছন্দে
প্রশ্ন : স্বামী বিবেকানন্দের কোন ভাই বিপ্লবী বারীন ঘোষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন?
উত্তর :ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, পত্রিকার নাম যুগান্তর।
প্রশ্ন : ‘বারি কাহিনী’ কার রচনা?
উত্তর :বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : জীবিত কালে তেমন কোন পুরস্কার পান নি এই সাহিত্যিক। মৃত্যুর পর তার একটি উপন্যাস পায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার কোন লেখক?
উত্তর : বিভূতিভূষণ বন্দোপাধ্যায় (উপন্যাস ইচ্ছামতী’)।
প্রশ্ন : ‘পদি পিসির বর্মী বাক্স’ কার লেখা?
উত্তর :লীলা মজুমদার।
প্রশ্ন : কথা সাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায় ‘জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য ?
উত্তর :১৯৬৬ সালে গণদেবতা।
প্রশ্ন : মুসোলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ কবে ইতালী গিয়েছিলেন?
উত্তর :১৯২৬ সালে।
প্রশ্ন : শরৎচন্দ্রের পিতামাতার নাম কী ?
উত্তর :মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবনমোহিনী দেবী।
প্রশ্ন : শরৎচন্দ্রের জন্মস্থান কোথায়?
উত্তর :হুগলি জেলার দেবানন্দপুরে।
প্রশ্ন : শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
উত্তর :বড়দিদি, ভারতী পত্রিকায় প্রকাশিত হয় (১৯০৭)।
প্রশ্ন : শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগে নিষিদ্ধ হয়?
উত্তর :পথের দাবী।
প্রশ্ন : ১৯২০ সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায়?
উত্তর :দত্তা।
প্রশ্ন : সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯২৩ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
উত্তর :জগত্তারিনী সূবর্ণ পদক।
প্রশ্ন : শরৎচন্দ্রের পল্লীসমাজ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
উত্তর :ভারতবর্ষ।
প্রশ্ন : ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
উত্তর :সম্মান সূচক ডি লিট উপাধি।
প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী বিস্তারের সময়কাল কত?
উত্তর : আড়াই বছর
প্রশ্ন : মধুসূদন কোন কবিকে এ বঙ্গের অলঙ্কার বলেছেন?
উত্তর : কৃত্তিবাসকে
প্রশ্ন : সারদামঙ্গল কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : আর্যদর্শন
প্রশ্ন : কারকের বাংলা প্রতিশব্দ পরিনমন কে রাখেন?
উত্তর : রামমোহন রায়
প্রশ্ন : ইবলিশ ছদ্মনামে কে লিখতেন?
উত্তর : সৈয়দ মুস্তফা সিরাজ
প্রশ্ন : সুনীল গঙ্গোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান?
উত্তর : ‘সেই সময়’