বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা
Important Awards and their Fields
নং | পুরস্কার | ক্ষেত্র |
---|---|---|
১ | অর্জুন পুরস্কার | খেলাধুলার ক্ষেত্রে |
২ | অশোক চক্র পুরস্কার | সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতা |
৩ | অস্কার পুরস্কার | চলচ্চিত্র |
৪ | অ্যাবেল পুরস্কার | গণিত (গণিতের নোবেল বলা হয়ে থাকে) |
৫ | আনন্দ পুরস্কার | বাংলা সাহিত্য |
৬ | আব্দুস সালাম পুরস্কার | বিজ্ঞান ও প্রযুক্তি |
৭ | আর্যভট্ট পুরস্কার | এস্ট্রোনাট সোসাইটি কর্তৃক প্রদত্ত দেশে মহাকাশবিদ্যার জনপ্রিয়তা বাড়ানোর জন্য |
৮ | ইউনেস্কো শান্তি পুরস্কার | আন্তর্জাতিক শান্তি রক্ষা |
৯ | ইন্দিরা গান্ধী প্রিয়দর্শনী পুরস্কার | মানবতার জন্য স্বার্থহীন কর্মের জন্য |
১০ | ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার | শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন |
১১ | উত্তম জীবনরক্ষা চক্র | সামরিক ক্ষেত্রে |
১২ | কবীর সম্মান | সাম্প্রদায়িক সম্প্রীতি |
১৩ | কলিঙ্গ পুরস্কার | UNESCO কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য |
১৪ | কালিদাস সম্মান | সিনেমা /থিয়েটার |
১৫ | কীর্তিচক্র | সামরিক ক্ষেত্রে |
১৬ | গান্ধী শান্তি পুরস্কার | অহিংস-গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য |
১৭ | গুজারমল মোদী পুরস্কার | শ্রেষ্ট বৈজ্ঞানিক, নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য |
১৮ | গোল্ডেন গ্লোব পুরস্কার | পরিবেশগত ইস্যু |
১৯ | গোল্ডেন পালমেস পুরস্কার | কান চলচ্চিত্র উৎসবে সর্বশ্রেষ্ট চলচ্চিত্র |
২০ | গোল্ডেন পিকক পুরস্কার | বার্লিন বার্ষিক চলচ্চিত্র উৎসব |
২১ | গোল্ডেন প্ল্যানেট পুরস্কার | ডেনমার্ক সরকার প্রদত্ত বাস্তুস্তানগত ঘটনাবলীর জন্য |
২২ | গ্রামী পুরস্কার | সংগীত |
২৩ | চামেলী দেবী জৈন পুরস্কার | সংবাদ মাধ্যমে অবিস্মরণীয় ক্রিয়াকলাপের জন্য |
২৪ | জি. ডি. বিড়লা পুরস্কার (বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য) | বিজ্ঞান গবেষণার জন্য |
২৫ | জীবনরক্ষা চক্র | সামরিক ক্ষেত্রে |
২৬ | জ্ঞানপীঠ পুরস্কার | ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান |
২৭ | টেগোর সম্মান | কলা এবং সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি |
২৮ | তানসেন পুরস্কার | সঙ্গীত |
২৯ | দাদাসাহেব ফালকে | চলচ্চিত্র, সংগীত ক্ষেত্র |
৩০ | দ্রোণাচার্য পুরস্কার | খেলাধুলায় প্রশিক্ষণ |
৩১ | ধন্বন্তরী পুরস্কার | চিকিৎসা বিজ্ঞান |
৩২ | ধ্যানচাঁদ পুরস্কার | প্রাক্তন খেলোয়াড় |
৩৩ | নোবেল পুরস্কার | পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, শান্তি, অর্থনীতি |
৩৪ | পদ্মবিভূষণ | সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য |
৩৫ | পদ্মভূষণ | সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য |
৩৬ | পদ্মশ্রী | সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য |
৩৭ | পরমবীর চক্র | ভারতে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার |
৩৮ | পুলিৎজার পুরস্কার | সাংবাদিকতা, সাহিত্য |
৩৯ | বঙ্গ বিভূষণ | ব্যতিক্রমী অসাধারণ কাজের জন্য |
৪০ | বঙ্গভূষণ | সরকারী ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য |
৪১ | বাচস্পতি সম্মান | সংস্কৃত সাহিত্য |
৪২ | বাবাসাহেব আম্বেদকর পুরস্কার | ড: আম্বেদকরের ভাবধারাকে ইউরোপীয় দেশগুলিতে প্রচারের জন্য |
৪৩ | বিক্রম সারাভাই পুরস্কার (আন্তর্জাতিক) | ISRO কর্তৃক প্রদত্ত উন্নয়নশীল দেশগুলোতে মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজকর্মের জন্য |
৪৪ | বিড়লা পুরস্কার(খেলাধুলা) | খেলাধুলায় অসাধারণ কৃতিত্বের জন্য |
৪৫ | বীর সাভারকার পুরস্কার | বিজ্ঞান |
৪৬ | বীরচক্র | ভারতে সামরিক ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার |
৪৭ | বুকার পুরস্কার | সাহিত্য |
৪৮ | বোরলগ পুরস্কার | কৃষি এবং পরিবেশ উন্নয়ন |
৪৯ | ব্যাস সম্মান | সাহিত্য |
৫০ | ব্রিটিশ অ্যাকাডেমি পুরস্কার | চলচ্চিত্র |
৫১ | ব্রিটিশ সাহিত্য পুরস্কার | সাহিত্য (সারা জীবনের স্বীকৃতি) |
৫২ | ভাটনাগর পুরস্কার | বিজ্ঞানের বিভিন্ন শাখা-পদার্থবিদ্যা, গণিতশাস্ত্র, রাসায়নবিদ্যা, জীববিজ্ঞান, পৃথিবী-আবহমণ্ডল-সাগর এবং গ্রহ সম্পর্কীয় বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র |
৫৩ | ভারতরত্ন পুরস্কার | ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান |
৫৪ | মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার | শান্তি ও সমন্বয় |
৫৫ | মহাবীর চক্র | ভারতে সামরিক ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার |
৫৬ | মিস ইন্ডিয়া | জাতীয় সৌন্দর্য্য প্রতিযোগিতা |
৫৭ | ম্যান বুকার | সাহিত্য |
৫৮ | যমুনালাল বাজাজ পুরস্কার | বিজ্ঞান প্রযুক্ত বা যেকোনো সৃষ্টিমূলক কর্মের জন্য |
৫৯ | রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার | খেলাধুলায় বিশেষ অবদান |
৬০ | রামন ম্যাগসেসাই | সরকারী ক্ষেত্রে কার্যকলাপ |
৬১ | লতা মঙ্গেশকর পুরস্কার | মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ সংগীত শিল্পী |
৬২ | শৈর্য্য চক্র | সরকারি ক্ষেত্রে |
৬৩ | সরস্বতী সম্মান | সংস্কৃত সাহিত্য |
৬৪ | সর্বোত্তম জীবনরক্ষাচক্র | সরকারি ক্ষেত্রে |
৬৫ | সাহিত্য অ্যাকাডেমী | সাহিত্য সম্মাননা |
৬৬ | সি. কে. নাইডু বার্ষিক পুরস্কার | খেলাধুলার ক্ষেত্রে |
এরকম আরও কিছু পোস্ট :
- ঐতিহাসিক বই ও লেখক তালিকা
- বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা
- ভারতের উপরাষ্ট্রপতি তালিকা (১৯৪৭ – বর্তমান )
- বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা
- বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা তালিকা
- বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম তালিকা
বিভিন্ন পুরস্কার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর : সাহিত্য
প্রশ্ন : কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়?
উত্তর : ইউনেস্কো থেকে
প্রশ্ন : প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?
উত্তর : খান আব্দুল গফফর খান
প্রশ্ন : নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?
উত্তর : ৬টি [সাহিত্য, শান্তি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি]
প্রশ্ন : নোবেল পুরস্কার প্রতিবছর কোথায় দেওয়া হয়?
উত্তর : স্টকহোম
প্রশ্ন : সি.কে.নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম জেতেন?
উত্তর : লাল অমরনাথ
প্রশ্ন : নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়?
উত্তর : ওসলো
প্রশ্ন : প্রথম কোন ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ(১৯১৩)
প্রশ্ন : ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে?
উত্তর : সামাজিক কাজকর্ম
প্রশ্ন : প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
উত্তর : বিশ্বনাথন আনন্দ
প্রশ্ন : অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উত্তর : খেলাধূলার অবদানের জন্য
প্রশ্ন : পুলিত্জার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উত্তর : সাংবাদিকতা ও সাহিত্য
প্রশ্ন : রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?
উত্তর : ফিলিপিন্স
প্রশ্ন : ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?
উত্তর : ভারতরত্ন
প্রশ্ন : ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি?
উত্তর : পরমবীর চক্র
প্রশ্ন : ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime) অ্যাওয়ার্ড কোনটি?
উত্তর : অশোকচক্র
প্রশ্ন : জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উত্তর : সাহিত্যকর্ম
প্রশ্ন : প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান?
উত্তর : আশাপূর্ণা দেবী (প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য)
প্রশ্ন : দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উত্তর : খেলার কোচেদের জন্য
প্রশ্ন : প্রথম ভারতীয় মহিলা যিনি পুলিত্জার পুরস্কার পান?
উত্তর : ঝুম্পা লাহিড়ী
প্রশ্ন : অস্কার পুরস্কার দেওয়া হয়?
উত্তর : সিনেমা জগত্ এর ক্ষেত্রে
প্রশ্ন : প্রথম ভারতীয় যিনি অস্কার পান?
উত্তর : ভানু আথাইয়া
Covered Topics : Important Awards and their Fields in Bengali, পুরস্কার এবং তার ক্ষেত্র তালিকা, কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, পুরস্কার এবং ক্ষেত্, একনজরে ভারতের বিভিন্ন পুরস্কার, List of Important Awards and their Fields in Bengali, বিভিন্ন পুরস্কার ও সম্মান,
Great blog! Is your theme custom made or did you download it from somewhere?
A theme like yours with a few simple adjustements would really make my blog
stand out. Please let me know where you got your design.
Thank you