প্রশ্ন: নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর : ডাল
প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : ব্রোমিন
প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
পারদ
প্রশ্ন: প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
উত্তর : হীরা
প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে ?
উত্তর : আইসোটোন বলে
প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে ?
উত্তর : আইসোটোপ বলে
প্রশ্ন: পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?
উত্তর : প্রোটন ও নিউট্রন
প্রশ্ন: ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উত্তর : কঠিন কার্বন ডাই অক্সাইড কে
প্রশ্ন: নিউট্রন আবিস্কার করেন কে ?
উত্তর : চ্যোডইউক
প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম মনো গ্লুটামেট
প্রশ্ন: খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম ক্লোরাইড
প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উত্তর : বালি
প্রশ্ন: প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উত্তর : মিথেন
প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী ?
উত্তর : সাবান ও পাউডার
প্রশ্ন: আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তর : সিলভারের
প্রশ্ন: রসায়নের ‘রুকসল্ট’ কী ?
উত্তর : সোডিয়াম অক্সাইড
প্রশ্ন: রসায়নের ‘সিল্ক অব লাইম ‘ কী ?
উত্তর : ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড