ভারতের বিভিন্ন ঐতিহাসিক বিদ্রোহ ও আন্দোলন তালিকা
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
- সময়কাল : ১৭৬০-১৮০০
- স্থান : ঢাকাতে শুরু
- নেতাগণ : ভবানী পাঠক, দেবী চৌধুরাণী, মজনু শাহ, চিরাগ আলী
চুয়াড় বিদ্রোহ
- সময়কাল : ১৭৬৮-১৭৯৯
- স্থান : জঙ্গলমহল
- নেতাগণ : জগন্নাথ সিংহ, রাণী শিরোমণি, দুর্জন সিংহ, গোবরধন দিকপতি
- বর্ণনা : মোট দুটি পর্যায়ে চুয়াড় বিদ্রোহ ঘটেছিল। প্রথম পর্যায় ১৭৬৮ সালে, নেতৃত্ব দিয়েছিলেন ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ এবং দ্বিতীয় পর্যায় ১৭৯৮-৯৯ সালে, নেতৃত্ব দিয়েছিলেন রাণী শিরোমণি, দুর্জন সিংহ, গোবরধন দিকপতি।
রংপুর বিদ্রোহ
- সময়কাল : ১৭৮৩
- স্থান : রংপুর
- নেতাগণ : নুরুলউদ্দিন
পাইক বিদ্রোহ
- সময়কাল : ১৮১৭-১৮
- স্থান : ওড়িশা
- নেতাগণ : বিদ্যাধর মহাপাত্র
কোল বিদ্রোহ
- সময়কাল : ১৮২০-৩৩
- স্থান : ছোটনাগপুর অঞ্চল
- নেতাগণ : জোয়া ভগত, সুই মুন্ডা, বুদ্ধ ভগত, কিন্দরাই মানকি
পারলাকিমেড়ি বিদ্রোহ
- সময়কাল : ১৮২৯-৩৫
- স্থান : ওড়িশা
- নেতাগণ : জগন্নাথ গজপতি নারায়ণ রাও
ওয়াহাবি আন্দোলন
- সময়কাল : ১৮৩০
- স্থান : পূর্ববঙ্গসহ ভারতে সর্বত্র
- নেতাগণ : তিতুমির, সৈয়দ আহমেদ
সাঁওতাল বিদ্রোহ
- সময়কাল : ১৮৫৫
- স্থান : রাজমহল থেকে মুর্শিদাবাদ
- নেতাগণ : সিধু, কানু, ভৈরব, বীর সিমাংকি
সিপাহী বিদ্রোহ
- সময়কাল : ১৮৫৭
- স্থান : বহরমপুর, ব্যারাকপুর, মিরাট
- নেতাগণ : মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, তাঁতিয়া টোপি, রাণী লক্ষ্মীবাঈ
নীল বিদ্রোহ
- সময়কাল : ১৮৫৯-৬০
- স্থান : বারাসাত থেকে নদীয়া, মালদহ, যশোহর, ফরিদপুর, রাজশাহী, পাবনা
- নেতাগণ : বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস
রামোসি বিদ্রোহ
- সময়কাল : ১৮৭৯
- স্থান : মহারাষ্ট্র
- নেতাগণ : বাসুদেব বলবন্ত ফাড়কে
হোমরুল আন্দোলন
- সময়কাল : ১৯১৬-১৭
- স্থান : কানপুর, বোম্বাই, এলাহাবাদ, বারাণসী, মাদ্রাজ
- নেতাগণ : অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক
চম্পারণ সত্যাগ্রহ
- সময়কাল : ১৯১৭
- স্থান : বিহার
- নেতাগণ : মহাত্মা গান্ধী
খেদা সত্যাগ্রহ
- সময়কাল : ১৯১৮
- স্থান : গুজরাট
- নেতাগণ : মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল
রাওলাট সত্যাগ্রহ
- সময়কাল : ১৯১৯
- স্থান : ব্রিটিশ শাসনাধীন ভারত
- নেতাগণ : মহাত্মা গান্ধী, সত্যপাল, সৈফুদ্দিন কিচলু
অবধ কৃষক সভা
- সময়কাল : ১৯২০
- স্থান : উত্তরপ্রদেশ
- নেতাগণ : বাবা রামচন্দ্র, জওহরলাল নেহেরু
খিলাফৎ আন্দোলন
- সময়কাল : ১৯১৯-২২
- স্থান : ভারত
- নেতাগণ : মহাত্মা গান্ধী, লিয়াকত আলী, শওকত আলী
অসহযোগ আন্দোলন
- সময়কাল : ১৯২০-২২
- নেতাগণ : মহাত্মা গান্ধী
মোপলা বিদ্রোহ
- সময়কাল : ১৯২১
- স্থান : কেরালা
- নেতাগণ : সৈয়দ আলী, সৈয়দ ফাজল
বরদৌলি সত্যাগ্রহ
- সময়কাল : ১৯২৮
- স্থান : গুজরাট
- নেতাগণ : বল্লভভাই প্যাটেল
আইন অমান্য আন্দোলন
- সময়কাল : ১৯৩০
- নেতাগণ : মহাত্মা গান্ধী
সারা ভারত কৃষক সভা
- সময়কাল : ১৯৩৬
- স্থান : লখনৌ
- নেতাগণ : স্বামী সহজানন্দ
ভারত ছাড়ো আন্দোলন
- সময়কাল : ১৯৪২
- নেতাগণ : মহাত্মা গান্ধী
তেভাগা আন্দোলন
- সময়কাল : ১৯৪৬
- স্থান : বাংলা
- নেতাগণ : অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, ইলা মিত্র
তেলেঙ্গানা আন্দোলন
- সময়কাল : ১৯৪৬-৫১
- স্থান : অন্ধ্রপ্রদেশ
- নেতাগণ : পি. সুন্দরাইয়া
Covered Topics : বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন, বিভিন্ন বিদ্রোহ ও আন্দলনের নেতা, বিদ্রোহ কোথায় হয়েছিল ?, বিদ্রোহের নেতা কে ছিলেন ?, বিদ্রোহ কবে হয়েছিল ?, বিদ্রোহের সূচনা হয় ?, Important Revolts and Movements of India, Important Revolts and Revolutions of India