ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ সমূহ

ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ সমূহ

নং বাঁধ রাজ্য নদী
নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা
সোমাসিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ পেন্না
রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ রিহান্দ
রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ বতোয়া
তেহরি বাঁধ উত্তরাখণ্ড ভাগীরথী
হীরাকুঁদ বাঁধ ওড়িশা মহানদী
ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা ইন্দ্রাবতী
কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক কাবেরী
তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক তুঙ্গভদ্রা
১০ সর্দার সরোবর বাঁধ গুজরাট নর্মদা
১১ উকাই বাঁধ গুজরাট তাপ্তি
১২ উরি বাঁধ জম্মু ও কাশ্মীর ঝিলাম
১৩ সালাল বাঁধ জম্মু ও কাশ্মীর চেনাব
১৪ মাইথন বাঁধ ঝাড়খণ্ড বরাকর
১৫ পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড দামোদর
১৬ ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু ভবানী
১৭ মেত্তুর বাঁধ তামিলনাড়ু কাবেরী
১৮ ভাইগাই বাঁধ তামিলনাড়ু ভাইগাই
১৯ নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা মঞ্জিরা
২০ ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গ গঙ্গা
২১ ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গ ময়ূরাক্ষী
২২ ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাব শতদ্রু
২৩ গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশ চম্বল
২৪ বান সাগর বাঁধ মধ্যপ্রদেশ শোন
২৫ কয়না বাঁধ মহারাষ্ট্র কয়না
২৬ রানাপ্রতাপ সাগর বাঁধ রাজস্থান চম্বল
২৭ নাথপা ঝাকরি বাঁধ হিমাচল প্রদেশ শতদ্রু

দেখে নাও :

ভারতের বিভিন্ন গবেষণাগার ও তার অবস্থান

ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান

কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত

ভারতের নদনদী –  উৎস, পতনসস্থল, উপনদী ও অন্যান্য তথ্য

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা –  Hydroelectric Projects of India

Covered Topics : ভারতের বিভিন্ন বাঁধ সমূহ, River Dams in India, কোন নদীর উপর গড়ে উঠেছে?, কোন রাজ্যে কোন বাঁধ রয়েছে?

ভারতের বিভিন্ন বাঁধ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?

হীরাকুঁদ বাঁধ

ভারতের উচ্চতম বাঁধ কোনটি ?

তেহরি বাঁধ

নিজাম সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

তেলেঙ্গানা

মাইথন বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত ?

বরাকর

Scroll to Top