ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান
ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান তালিকা দেওয়া রইলো।
কোন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত
নং | উপত্যকা | অবস্থান |
---|---|---|
১ | আরাকু | অন্ধ্রপ্রদেশ |
২ | জিরো | অরুণাচল প্রদেশ |
৩ | বারাক | আসাম |
৪ | ভ্যালি অফ ফ্লাওয়ার্স | উত্তরাখণ্ড |
৫ | নিতি | উত্তরাখণ্ড |
৬ | জোহার | উত্তরাখণ্ড |
৭ | সাউর | উত্তরাখণ্ড |
৮ | টোনস | উত্তরাখণ্ড |
৯ | শারাভাথি | কর্ণাটক |
১০ | সাইলেন্ট | কেরালা |
১১ | দামোদর | ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ |
১২ | কুম্বম | তামিলনাড়ু |
১৩ | জুকোউ | নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে |
১৪ | নেওড়া | পশ্চিমবঙ্গ |
১৫ | নুব্রা | লাদাখ |
১৬ | মার্খা | লাদাখ |
১৭ | ইয়ামথাং | সিকিম |
১৮ | চুম্বি | সিকিম, ভুটান ও চীনের সীমান্তে |
১৯ | সাংলা | হিমাচল প্রদেশ |
২০ | ছাম্বা | হিমাচল প্রদেশ |
২১ | পিন | হিমাচল প্রদেশ |
২২ | লাহুল | হিমাচল প্রদেশ |
২৩ | কাংড়া | হিমাচল প্রদেশ |
২৪ | স্পিতি | হিমাচল প্রদেশ |
২৫ | কুলু | হিমাচল প্রদেশ |
প্রশ্নোত্তরে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা
জিরো উপত্যকা (Ziro Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – অরুণাচল প্রদেশ।
স্পিতি উপত্যকা (Spiti Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – হিমাচল প্রদেশ।
বারাক উপত্যকা (Barak Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – আসাম।
কুম্বম উপত্যকা (Cumbum Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – তামিলনাড়ু।
সাইলেন্ট উপত্যকা (Silent Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – কেরালা।
শারাভাথি উপত্যকা (Sharavathi Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – কর্ণাটক।
জুকোউ (Dzukou Valley) উপত্যকা কোথায় অবস্থিত ?
উত্তর – নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে।
চুম্বি উপত্যকা (Chumbi Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – সিকিম, ভুটান ও চীনের সীমান্তে।
দামোদর উপত্যকা (Damodar Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
পিন উপত্যকা (Pin Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – হিমাচল প্রদেশ।
জোহার উপত্যকা (Johar Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – উত্তরাখণ্ড।
ভ্যালি অফ ফ্লাওয়ার্স (Valley of Flowers) কোথায় অবস্থিত ?
উত্তর – উত্তরাখণ্ড।
নেওড়া উপত্যকা (Neora Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়।