ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান

ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান

ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান তালিকা দেওয়া রইলো।

কোন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত

নংউপত্যকাঅবস্থান
আরাকুঅন্ধ্রপ্রদেশ
জিরোঅরুণাচল প্রদেশ
বারাকআসাম
ভ্যালি অফ ফ্লাওয়ার্সউত্তরাখণ্ড
নিতিউত্তরাখণ্ড
জোহারউত্তরাখণ্ড
সাউরউত্তরাখণ্ড
টোনসউত্তরাখণ্ড
শারাভাথিকর্ণাটক
১০সাইলেন্টকেরালা
১১দামোদরঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ
১২কুম্বমতামিলনাড়ু
১৩জুকোউনাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে
১৪নেওড়াপশ্চিমবঙ্গ
১৫নুব্রালাদাখ
১৬মার্খালাদাখ
১৭ইয়ামথাংসিকিম
১৮চুম্বিসিকিম, ভুটান ও চীনের সীমান্তে
১৯সাংলাহিমাচল প্রদেশ
২০ছাম্বাহিমাচল প্রদেশ
২১পিনহিমাচল প্রদেশ
২২লাহুলহিমাচল প্রদেশ
২৩কাংড়াহিমাচল প্রদেশ
২৪স্পিতিহিমাচল প্রদেশ
২৫কুলুহিমাচল প্রদেশ
ভারতের কোন উপত্যকা কোথায় অবস্থিত

প্রশ্নোত্তরে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা

জিরো উপত্যকা (Ziro Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – অরুণাচল প্রদেশ।

স্পিতি উপত্যকা (Spiti Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – হিমাচল প্রদেশ।

বারাক উপত্যকা (Barak Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – আসাম।

কুম্বম উপত্যকা (Cumbum Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – তামিলনাড়ু।

সাইলেন্ট উপত্যকা (Silent Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – কেরালা।

শারাভাথি উপত্যকা (Sharavathi Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – কর্ণাটক।

জুকোউ (Dzukou Valley) উপত্যকা কোথায় অবস্থিত ?
উত্তর – নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে।

চুম্বি উপত্যকা (Chumbi Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – সিকিম, ভুটান ও চীনের সীমান্তে।

দামোদর উপত্যকা (Damodar Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।

পিন উপত্যকা (Pin Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – হিমাচল প্রদেশ।

জোহার উপত্যকা (Johar Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – উত্তরাখণ্ড।

ভ্যালি অফ ফ্লাওয়ার্স (Valley of Flowers) কোথায় অবস্থিত ?
উত্তর – উত্তরাখণ্ড।

নেওড়া উপত্যকা (Neora Valley) কোথায় অবস্থিত ?
উত্তর – পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়।

এরকম আরও কিছু পোস্ট :

ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্যের তালিকা

ভারতের রাজ্য কয়টি ও কি কি ?

Scroll to Top