ভারতীয় সেনা দিবস – ১৫ই জানুয়ারি – তাৎপর্য – Indian Army Day
আজ ১৫ই জানুয়ারি । ভারতীয় সেনা দিবস ( Indian Army Day ) । দেখে নেওয়া যাক এই দিনটির তাৎপর্য।
১৯৪৯ সালে ১৫ই জানুয়ারি স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার। ১৮৯৫ সালের ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তৈরি হয়। তবে তখন নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। স্বাধীনতার পর তা ইন্ডিয়ান আর্মি নামে পরিচিত পায়।
Also Check – ভারতীয় সেনাবাহিনীর প্রধানদের তালিকা
বিভিন্ন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান । Highest Military Awards of Countries