কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা
নং | শহরের নাম | বিখ্যাত শিল্প |
---|---|---|
১ | অমৃতসর | মুদ্রণ মেশিন |
২ | অম্বরনাথ | যন্ত্র সরঞ্জাম প্রোটোটাইপ |
৩ | আগ্রা | মার্বেল পাথর, খেলার পুতুল, চর্মশিল্প |
৪ | আঙ্কোলেশ্বর | তৈল শোধনাগার |
৫ | আদোনি | কার্পাস বয়ন শিল্প |
৬ | আনন্দ | দুগ্ধ উৎপাদন শিল্প |
৭ | আবাদি | ট্যাঙ্ক ফ্যাক্টরি |
৮ | আলীগড় | কাঁচি, ছুরি, তালা |
৯ | কলকাতা | মাটির তৈরি দ্রব্যাদি, ইলেক্ট্রনিক বাল্ব, পাট, তুলা, ল্যাম্প তৈরি |
১০ | কাঞ্চীভরম | রেল ইঞ্জিন |
১১ | কাটনি | সিমেন্ট শিল্প |
১২ | কানপুর | তুলা ও পশমের কল, সার কারখানা, চামড়া, চিনি, জুতো শিল্প |
১৩ | কুলু | কম্বল কারখানা |
১৪ | কোচিন | জাহাজ নির্মাণ শিল্প |
১৫ | ক্ষেত্রী | তামার শিল্প |
১৬ | গুন্টুর | তুলা, তামাক |
১৭ | চেন্নাই | সার কারখানা, তৈল পরিশোধক কারখানা |
১৮ | জয়পুর | মৃৎপাত্র, সূচিকর্ম |
১৯ | ঝরিয়া | কয়লা |
২০ | টাটানগর | লৌহ ও ইস্পাত কারখানা |
২১ | টিটাগড় | কাগজ শিল্প |
২২ | ডালমিয়ানগর | সিমেন্ট প্রস্তুত |
২৩ | ডিগবয় | তৈল পরিশোধক কারখানা |
২৪ | ডিণ্ডিগুল | চুরুট ও তামাক |
২৫ | তিরুচিরাপল্লী | চুরুট ও সিগারেট |
২৬ | দিল্লী | হাতির দাঁতের কাজ, সুতির বস্ত্র, গৃহ নির্মাণ সরঞ্জাম |
২৭ | দুর্গাপুর | ইস্পাত |
২৮ | নাসিক | সিকিউরিটি কারেন্সি ছাপাখানা, কাঁসা ও তাম্র শিল্প |
২৯ | নেপানগর | নিউজপ্রিন্ট |
৩০ | পানিপথ | তুলা ও পশম শিল্প, কম্বল, মৃৎপাত্র, রৌপ্য ও কাঁসার পাত্র |
৩১ | পেরাম্বুর | রেলওয়ে কোচ কারখানা |
৩২ | ফিরোজাবাদ | তাঁতশিল্প |
৩৩ | বাটানগর | জুতো |
৩৪ | বিশাখাপত্তনম | সার কারখানা, তৈল পরিশোধন কারখানা, জাহাজ তৈরি, ইস্পাত |
৩৫ | বেঙ্গালুরু | খেলনা, কার্পেট, ভারত ইলেকট্রনিক্স, টেলিফোনের কারখানা |
৩৬ | ভদ্রাবতী | লৌহ ইস্পাত শিল্প |
৩৭ | ভিলাই | ইস্পাত |
৩৮ | ভোপাল | ভারী বৈদ্যুতিক সরঞ্জাম |
৩৯ | মথুরা | তৈল পরিশোধক কারখানা |
৪০ | মাদুরাই | রেশম বয়ন, তুলাজাত বস্ত্র শিল্প, হস্তচালিত তাঁত শিল্প |
৪১ | মুঙ্গের | সিগারেট শিল্প |
৪২ | রাউরকেল্লা | ইস্পাত কারখানা |
৪৩ | রাণাপ্রতাপ সাগর | স্বয়ংক্রিয় বিদ্যুৎ চালিত পাম্প |
৪৪ | রাণীগঞ্জ | কয়লাখনি শিল্প |
৪৫ | লুধিয়ানা | সাইকেল যন্ত্রাংশ, হোসিয়ারী, সেলাই, মেসিনের যন্ত্র |
৪৬ | শোলাপুর | তুলাজাত বস্ত্রাদির কেন্দ্র |
৪৭ | সিংভূম | তামা |
৪৮ | সিন্ধ্রি | সার |
৪৯ | সুরাট | জরির কাজ, তুলাজাত বস্ত্রাদি |
৫০ | হলদিয়া | তৈল শোধনাগার |
৫১ | হাওড়া | চা, তুলা, পাটশিল্প, জাহাজ মেরামত |
৫২ | হায়দ্রাবাদ | হাতির দাঁতের কাজ, কাঠ খোদাই, অ্যাসবেসটস, হিন্দুস্থান মেসিন টুলস |
এরকম আরও কিছু পোস্ট :
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা
- বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা তালিকা
- বিখ্যাত কার্টুন চরিত্র ও তাদের স্রষ্টা তালিকা
- ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা
- ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম
Covered Topics : ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প , কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা, ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প, ভারতের বিভিন্ন শহর ও সেই শহর কোন শিল্পের জন্য বিখ্যাত, Famous Industrial Cities in India, List of industrial cities in India, Industrial Cities and Towns of India, Indian Cities and Their Famous Industries