এক নজরে আইপিএল ২০২১ । IPL 2021 At a Glance
সম্প্রতি অনুষ্ঠিত হল আইপিএল ২০২১ । দেখে নেওয়া যাক আইপিএল ২০২১ সম্পর্কিত কিছু তথ্য ।
এক নজরে আইপিএল ২০২১
ভেন্যু | দুবাই, শারজাহ ও আবু ঢাবি |
থিম সং | ইন্ডিয়া কা আপনা মন্ত্র |
মোট দলসংখ্যা | ৮ |
মোট ম্যাচ সংখ্যা | ৬০ |
ফরম্যাট | টোয়েন্টি ২০ |
স্পনসর | VIVO |
চ্যাম্পিয়ন | চেন্নাই সুপার কিংস |
রানার্স আপ | কলকাতা নাইট রাইডার্স |
সবচেয়ে বেশি রান করেছেন | রুতুরাজ গায়কোয়াড |
সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন | হার্শাল প্যাটেল |
পুরস্কার তালিকা :
ফাইনালের সেরা খেলোয়াড়
দুবাইয়ে কলকাতার বোলারদের তুলোধোনা করেছেন প্রোটিয়া তারকা ফ্যাফ ডুপ্লেসি। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ভর করে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। এই ইনিংসের সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই প্রোটিয়া তারকা ব্যাটার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়
৩২টি উইকেট নিয়ে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হার্শাল প্যাটেল।
অরেঞ্জ ক্যাপ
১৬ ম্যাচে সর্বোচ্চ ৬৩৫ রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছেন চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ৬৩৫ রানের মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি।
পার্পল ক্যাপ
৩২টি উইকেট নিয়ে নিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছেন আরসিবির হার্শাল প্যাটেল। সাথে সাথে টুর্নামেন্টের সেরা হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।
এমার্জিং প্লেয়ার
সর্বোচ্চ ৬৩৫ রান করে টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন রুতুরাজ গায়কোয়াড়। সাথে সাথে অরেঞ্জ ক্যাপ ও পেয়েছেন তিনি।
ফেয়ার প্লে এওয়ার্ড
আইপিএল ২০২১-এর ফেয়ার প্লে পুরস্কার জিতেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।