ইসরো (ISRO ) এর চেয়ারম্যান তালিকা – ISRO Chairman List in Bengali
ইসরো (ISRO ) এর চেয়ারম্যান তালিকা – ISRO Chairman List in Bengali দেওয়া রইলো ।
নং | চেয়ারম্যান | কার্যকাল |
---|---|---|
১ | বিক্রম সারাভাই | ১৯৬৩ – ১৯৭১ |
২ | এম. জি. কে. মেনন | জানুয়ারি ১৯৭২ – সেপ্টেম্বর ১৯৭২ |
৩ | সতীশ ধাওয়ান | ১৯৭২ – ১৯৮৪ |
৪ | ইউ. আর. রাও | ১৯৮৪ – ১৯৯৪ |
৫ | কে. কস্তুরিরঙ্গন | ১৯৯৪ – ২০০৩ |
৬ | জি. মাধবন নায়ার | ২০০৩ – ২০০৯ |
৭ | কে. রাধাকৃষ্ণণ | ২০০৯ – ২০১৪ |
৮ | এ. এস. কিরণ কুমার | ২০১৫ – ২০১৮ |
৯ | কে. সিভান | ২০১৮ – ২০২২ |
১০ | এস. সোমানাথ | ১২ই জানুয়ারি ২০২২ -বর্তমান |
আজকের এই পোস্টে দেওয়া রইলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা – ইসরো (ISRO ) এর সমস্ত চেয়ারম্যান তালিকা। ইসরো ভারতের তথা বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। মহাকাশ গবেষণায় ইসরোর অবদান অনস্বীকার্য। এই কারণে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইসরো থেকে বহু প্রশ্ন এসে থাকে। তাই আজকের এই পোস্টে ইসরোর চেয়ারম্যান সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরা হলো। আমরা ভবিষ্যতে ইসরো সম্পর্কিত আরো তথ্য প্রকাশ করবো।
ইসরোর চেয়ারম্যান তালিকা – প্রশ্ন ও উত্তর
ইসরো ফুল ফর্ম কি ?
ISRO: Indian Space Research Organization
ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ইসরো প্রতিষ্ঠিত হয় ১৫ই আগস্ট ১৯৬৯ সালে।
ইসরোর নতুন চেয়ারম্যান কে ?
ইসরোর নতুন ও বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এস সোমানাথ ।
২০১৩ সালের মঙ্গল অভিযানের সময় ইসরো এর চেয়ারম্যান কে ছিলেন ?
কে. রাধাকৃষ্ণাণ
ইসরো -র (ISRO) প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
বিক্রম সারাভাই
স্যার ভারতের সাধারণ ঘরের ছেলেরা নতুন কিছু আবিষ্কার করলে তাদের কে সাহায্য করে ভারতে, স্যার আমি একটি নতুন স্যাটেলাইট তৈরি করবো সে স্যাটেলাইট যে কোনো দূরের গ্ৰহর ছবি ভালো ভাবে তুলতে পারবে স্যার আমাকে তৈরি করা জন্য দয়া করে সাহায্য করুন স্যার
স্যার আমি একটি নতুন স্যাটেলাইট তৈরি করবো সে স্যাটেলাইট যে কোনো দূরের গ্ৰহর বা নক্ষত্র ছবি ভালো ভাবে তুলতে পারবে স্যার আমাকে তৈরি করার জন্য দয়া করে সাহায্য করুন স্যার আমি যে প্রজেক্ট তৈরি করবো তা বর্তমানে এখন কোনো দেশের কাছে নাই স্যার আমি সাধারণ পরিবারের ছেলে স্যার আমাকে তৈরি করা জন্য দয়া করে সাহায্য করুন