বিভিন্ন পণ্য উৎপাদনে বৃহত্তম রাজ্য
নং | পণ্যের নাম | রাজ্য |
---|---|---|
১ | লঙ্কা | অন্ধ্রপ্রদেশ |
২ | তামাক | অন্ধ্রপ্রদেশ |
৩ | অভ্র | অন্ধ্রপ্রদেশ |
৪ | ইউরেনিয়াম | অন্ধ্রপ্রদেশ |
৫ | চা | অসম |
৬ | গম | উত্তরপ্রদেশ |
৭ | আখ | উত্তরপ্রদেশ |
৮ | চিনি | উত্তরপ্রদেশ |
৯ | আম | উত্তরপ্রদেশ |
১০ | তরমুজ | উত্তরপ্রদেশ |
১১ | দুধ | উত্তরপ্রদেশ |
১২ | আলু | উত্তরপ্রদেশ |
১৩ | লোহা | ওড়িশা |
১৪ | ম্যাঙ্গানিজ | ওড়িশা |
১৫ | বক্সাইট | ওড়িশা |
১৬ | অ্যালুমিনিয়াম | ওড়িশা |
১৭ | কফি | কর্ণাটক |
১৮ | সোনা | কর্ণাটক |
১৯ | রবার | কেরালা |
২০ | তুলা | গুজরাট |
২১ | টিন | ছত্তিশগড় |
২২ | আপেল | জম্মু ও কাশ্মীর |
২৩ | কাজুবাদাম | জম্মু ও কাশ্মীর |
২৪ | কয়লা | ঝাড়খণ্ড |
২৫ | নারকেল | তামিলনাড়ু |
২৬ | কলা | তামিলনাড়ু |
২৭ | ম্যাগনেসিয়াম | তামিলনাড়ু |
২৮ | ধান | পশ্চিমবঙ্গ |
২৯ | পাট | পশ্চিমবঙ্গ |
৩০ | আনারস | পশ্চিমবঙ্গ |
৩১ | বেগুন | পশ্চিমবঙ্গ |
৩২ | শাকসব্জি | পশ্চিমবঙ্গ |
৩৩ | তৈলবীজ | মধ্যপ্রদেশ |
৩৪ | তামা | মধ্যপ্রদেশ |
৩৫ | চুনাপাথর | মধ্যপ্রদেশ |
৩৬ | হীরা | মধ্যপ্রদেশ |
৩৭ | ভুট্টা | মধ্যপ্রদেশ |
৩৮ | ডাল | মধ্যপ্রদেশ |
৩৯ | আঙুর | মহারাষ্ট্র |
৪০ | কমলালেবু | মহারাষ্ট্র |
৪১ | মিলেট | রাজস্থান |
৪২ | রূপা | রাজস্থান |
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তরঃ কেরালা।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য কোনটি ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তরঃ ওড়িশা।
প্রশ্নঃ বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অধিকার স্থান অধিকার করে ?
উত্তরঃ ওড়িশা।
প্রশ্নঃ সোনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তরঃ কর্ণাটক।
প্রশ্নঃ কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তরঃ ঝাড়খণ্ড।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি ?
উত্তরঃ অসম।
প্রশ্নঃ গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
প্রশ্নঃ পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ দুধ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
Covered Topics : পণ্য উৎপাদনে বৃহত্তম রাজ্য, Largest Producing States of India, কোন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য কোনটি