Life Science MCQ in Bengali – জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো জীবনবিজ্ঞানের ৫০টি প্রশ্ন ও উত্তর (Life Science MCQ in Bengali ) ।
দেখে নাও – মানব সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর
1. প্রাণীকোশে উপস্থিত কোশ বিভাজনে সহায়তাকারী কোশীয় অঙ্গাণুটি হল-
– লাইসোজোম
– রাইবোজোম
– সেন্ট্রোজোম
– প্লাস্টিড
2. বুলিফর্ম কোশ দেখা যায় যে উদ্ভিদের পাতায় সেটি হল-
– কচু
– পেঁপে
– আখ
– বাঁশ
3. ব্যাকটেরিয়ার দেহে সংক্রমনকারী ভাইরাসকে বলে –
– ব্যাকটেরিওফাজ
– ফাইকোফাজ
– কলিফাজ
– প্রোফাজ
4. হাঙরের দেহে যে ধরণের আঁশ দেখা যায় তা হলো–
– গ্যানয়েড
– প্ল্যাকয়েড
– টিনয়েড
– সাইক্লয়েড
5. বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোশকে বলে-
– সিনোসাইট
– সিনোজাইগোস্পোর
– সিনোগ্যামেট
– রাইজোফর্ম
6. ক্যাপসিডের এককে বলা হয়-
– ক্যাপসোমিয়ার
– ক্যাপসুল
– পেলপোমিয়ার
– এনভেলপ
7. নিমাটোসিস্ট নামক দংশক অঙ্গ দেখা যায়, যে পর্বভুক্ত প্রাণীদের সেটি হল–
– পরিফেরা
– আর্থ্রোপোডা
– নিডারিয়া
– মোলাস্কা
8. খাদ্য হিসেবে ব্যবহৃত একটি ছত্রাক হল-
– ফাইটোপথেরা ইনফেস্টান্স
– সবগুলো
– অ্যাগারিকাস বাইস্পোরাস
– পাকসিনিয়া গ্রামিনিস
9. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপদার্থস্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে বলে?
– সেন্ট্রিওল
– ভিলাই
– ক্রিস্টি
– সিস্টারণি
10. উদ্ভিদকোশের গলগি বডিকে বলা হয়-
– ডিকটিওজোম
– ইডিওপ্লাস্ট
– ভেসিকল
– সিস্টারণি
11. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে যে লোহাঘটিত প্রোটিন থাকে,তাকে বলে-
– লেগ-হিমোগ্লোবিন
– হিমোগ্লোবিন
– সেরাটোফাইলাম
– পাইরিনয়েড
12. Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে তা হল-
– আবরণী কলা
– যোগ কলা
– পেশি কলা
– স্নায়ু কলা
13. অতি নিন্ম উষ্ণতায় বসবাসকারী ব্যাকটেরিয়াকে বলে-
– থার্মোফিলিক
– মেসোফিলিক
– সাইক্রোফিলিক
– প্যারাফিলিক
14. উভচর উদ্ভিদ বলা হয় কাকে?
– অ্যানজিওস্পার্মকে
– ব্রায়োফাইটাকে
– টেরিডোফাইটাকে
– জিমনোস্পার্মকে
15. চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল অবরণীর কাজ করে তাকে কি বলা হয়?
– ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি
– ব্রঙ্কাস
– ব্রাঙ্কিওস্টেগাইট
– ব্রাঙ্কিওস্টেগাল স্পাইন
দেখে নাও – সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর
16. একটি বায়ুপরাগী ফুল হল-
– ধান
– রজনীগন্ধা
– পাতাশ্যাওলা
– পাতাঝাঁঝি
17. মিউটেশন তত্বের প্রবক্তা হলেন-
– ল্যামার্ক
– হুগো দ্য ভ্রিস
– ডারউইন
– আর্নেস্ট হেকেল
18. পত্রাশ্রয়ী মূল লক্ষ্য করা যায়-
– বিগোনিয়া
– গজপিপুল
– পাইনাস
– পাতাঝাঁঝি
19. ক্যান্সারের কারণ হিসেবে নিন্মের কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে?
– জাম্পিং জিন
– রেগুলেটরি জিন
– স্ট্রাকচারাল জিন
– অঙ্কোজিন
20. ফুলকপির মুকুল হল-
– জায়মান মুকুল
– পুস্পমুকুল
– অঙ্গজ মুকুল
– জনন মুকুল
21. নিউম্যাটোফোরের (শ্বাসমূল) উপস্থিতি লক্ষ্য করা যায়-
– ম্যানগ্রোভ উদ্ভিদে
– পতঙ্গভূক উদ্ভিদে
– এপিফাইটিক উদ্ভিদে
– হাইড্রোফাইটিক উদ্ভিদে
22. মটর জাতীয় গাছের মুলের অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া হল-
– ব্যাসিলাস
– ট্রাইকোডারমা
– রাইজোবিয়াম
– ক্লসট্রিডিয়াম
23. কোন উদ্ভিদের সস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায়?
– তিল
– সরষে
– নারকেল
– চিনাবাদাম
24. নিন্মের কোন প্রকার উদ্ভিদে অশাখ কান্ড বা কর্ডেক্স দেখা যায়?
– নারকেল
– সুপারি
– তাল
– উপরের সবকটি
25. নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়-
– পেডোজেনেসিস
– স্পাৰ্মাটোজেনেসিস
– ক্যারিওকাইনেসিস
– সাইটোকাইনেসিস
26. কোন ব্যাক্টেরিয়া অন্ত্রে ভিটামিন B-12 সংশ্লেষ করে?
– ক্লসট্রিডিয়াম টিটেনি
– ল্যাক্টোব্যাসিলাস
– এশ্চেরেশিয়া কোলাই
– সালমোনেল্লা টাইফি
27. কোশ বিভাজনের (Cell Division) যে দশায় বেমতন্তু গঠিত হয় তা হল-
– অ্যানাফেজ
– প্রোফেজ
– টেলোফেজ
– মেটাফেজ
28. নিন্মের কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায়?
– ধুতুরা
– সিঙ্কোনা
– শতমুলী
– সর্পগন্ধা
29. যে ক্রোমোজোম প্রাণীদেহে লিঙ্গ নির্ধারণ করে, তাদের বলা হয়-
– অটোজোম
– পলিটিন ক্রোমোজোম
– অ্যালোজোম
– উপরের কোনোটিই নয়
30. হৃদপেশি ক্লান্ত হয় না কারণ-
– কোশসমূহ ইন্টারক্যালেটড চাকতি দ্বারা যুক্ত
– বিপুল পরিমানে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
– অধিক পরিমাণে অ্যাকটিনের উপস্থিতি
– অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি
দেখে নাও – ৫০টি জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
31. রুই মাছের দেহে যে ধরনের ল্যাজ দেখা যায় তা হলো–
– হেটোরোসারকাল
– হোমোসারকাল
– ডাইফিসারকাল
32. ” সিফিলিস ”-রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল-
– নিসোরিয়া গনোরি
– ট্রিপোনোমা প্যালিডাম
– HIV
– ব্যাসিলাস অ্যানথ্রাসিস
33. জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় যে উদ্ভিদে সেটি হল-
– তেঁতুল
– গরাণ
– রেড়ি
– মটর
34. ” On the origin of species by means of natural selection”- গ্রন্থটির রচিয়তা কে?
– রবার্ট হুক
– চার্লস ডারউইন
– ভিক্টর হুগো
– ল্যামার্ক
35. রোলিং অ্যালগি হল-
– মিউকর
– ঈস্ট
– স্পাইরোগাইরা
– ভলভক্স
36. মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হল-
– Plasmodium Malariae
– Plasmodium Vivax
– Plasmodium Ovale
– Plasmodium Falciparum
37. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল-
– অটোজোম
– X লিঙ্কড প্রচ্ছন্ন
– Y লিঙ্কড প্রচ্ছন্ন
– Y লিঙ্কড প্রকট
38. ছত্রাকের কোশপ্রাচীর _____দ্বারা নির্মিত হয়।
– সেলুলোজ
– ফ্যাট
– কাইটিন
– হাইফি
39. বায়ুগহ্ববরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয়-
– কোনোটাই নয়
– কলেনকাইমা
– ক্লোরেনকাইমা
– এরেনকাইমা
40. এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে উপস্থিত কোশীয় অঙ্গাণুটি হল-
– রাইবোজোম
– গলগি বডিস
– লাইসোজোম
– প্লাস্টিড
41. ম্যালেরিয়া রোগ বিস্তারে মশার ভূমিকা সমন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেন-
– রোনাল্ড রস
– লুই পাস্তুর
– রবার্টসন
– এডওয়ার্ড জেনার
42. 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে অটোজোম কত জোড়া ?
– 22 জোড়া
– 16 জোড়া
– 21 জোড়া
– 19 জোড়া
43. নিউক্লিওলাসের পুনরাবিভার্ব ঘটে কোন দশায়?
– প্রোফেজ
– মেটাফেজ
– টেলোফেজ
– অ্যানাফেজ
44. ব্যাকটেরিয়ার DNA -কে বলা হয়-
– ক্যাপসিড
– নিউক্লিয়াস
– নিউক্লিওলাস
– নিউক্লিয়েড
দেখে নাও – জনন ও বংশগতি প্রশ্ন ও উত্তর
45. জলে ভাসমান ফার্নের উদাহরণ হল-
– মারসিলিয়া
– ইকুইজিটাম
– লাইকোপোডিয়াম
– অ্যাজোল্লা
46. লাইকেন হলো —
– শৈবাল ও ছত্রাকের সহাবস্থান
– শৈবাল ও ব্যাকটেরিয়ার সহাবস্থান
– শৈবাল ও ফার্নের সহাবস্থান
– মস ও ছত্রাকের সহাবস্থান
47. প্রতিটি ক্রোমোজোমের কয়টি ক্রোমাটিড থাকে?
– 6
– 2
– 4
– 1
48. হ্যাভারশিয়ান তন্ত্র কার অংশবিশেষ?
– হৃৎপিন্ড
– মস্তিষ্ক
– অস্থি
– বৃক্ক
49. মহাকাশ- সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত শৈবালটি হল-
– ক্লোরেল্লা
– ক্ল্যামাইডোমোনাস
– স্পাইরোগাইরা
– ইস্ট
50. নিন্মের কোন উদ্ভিদের মুকুল যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
– বাঁধাকপি
– বিগোনিয়া
– ডালিয়া
– গজপিপুল
Comments are closed.