ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান
ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান দেওয়া রইলো ।
- ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে একমাত্র অশ্মক দক্ষিণ ভারতে ছিল।
- বৃজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক ও বাকিগুলি ছিল রাজতান্ত্রিক।
- মহাজনপদ গুলির মধ্যে সবথেকে শক্তিশালী ছিল মগধ ।
নং | মহাজন | রাজধানী | বর্তমান অবস্থান |
---|---|---|---|
১ | অঙ্গ | চম্পা | পূর্ব বিহার |
২ | অবন্তী | উজ্জয়িনী, মহিষ্মতি | মালয় |
৩ | অশ্মক | পোটানা/পোটালি | গোদাবরীর দক্ষিন তীর |
৪ | কম্বোজ | রাজপুর | দক্ষিন-পশ্চিম কাশ্মীর |
৫ | কাশী | বারানসী | বারানসী |
৬ | কুরু | ইন্দ্রপ্রস্থ | স্থানেশ্বর, দিল্লি, মিরাট |
৭ | কোশল | শ্রাবস্তী | অযোধ্যা |
৮ | গান্ধার | তক্ষশীলা | পেশোয়ার ও রাওয়ালপিন্ডি |
৯ | চেদি | শুকতি মতি | যমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান |
১০ | পাঞ্চাল | অহিছত্র/কাম্পিল্য | বেরিলি, বদায়ুন, ফরাক্কাবাদ |
১১ | বৎস | কৌশাম্বী | এলাহাবাদ |
১২ | বৃজি | বৈশালী | মজঃফরপুর(উত্তর বিহার) |
১৩ | মগধ | রাজগৃহ/পাটলিপুত্র | দক্ষিন বিহার/পাটনা ও গয়া |
১৪ | মৎস্য | বিরাটনগর | জয়পুর, আলোয়ার ও ভরতপুর |
১৫ | মল্ল | কুশিনারা/পাবা | গোরক্ষপুর |
১৬ | সূরসেন | মথুরা | মথুরা |
দেখে নাও :
ঐতিহাসিক প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতার নামের তালিকা
ঐতিহাসিক সমাজ / সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
২৯৭ টি ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর – PDF
200+ বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম