এশিয়া কাপ বিজয়ীদের তালিকা PDF : ২০২৩ সালের এশিয়া কাপ সম্প্রতি জিতে নিয়েছে ভারত। ডেকে নেওয়া যাক ১৯৮৪ সাল থেকে এখনো পর্যন্ত এশিয়া কাপ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা। সাথে কোন সাথে রানার আপ কে হয়েছে এবং কোথায় এটি অনুষ্ঠিত হয়েছিল তার সম্পূর্ণ তথ্য আজকের এই পোস্টে দেওয়া থাকবে। আর পোস্টটির নিচে তোমাদের অফলাইন পড়ার সুবিধের জন্য দেওয়া রইবে PDF ডাউনলোড লিংক। দেখে নেওয়া যাক – এশিয়া কাপ বিজয়ীদের তালিকা PDF ।
Table of Contents
এশিয়া কাপ হলো পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি২০আই ক্রিকেট প্রতিযোগিতা। এটি চালু হয় ১৯৮৩ সালে যখন এশীয় দেশগুলোর মধ্যে সুনাম প্রচার করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। এটি প্রকৃতপক্ষে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
দেখে নিন : ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশের তালিকা
এশিয়া কাপ জয়ী দেশের তালিকা
সাল | বিজয়ী | রানার আপ | আয়োজক দেশ |
---|---|---|---|
১৯৮৪ | ভারত | শ্রীলঙ্কা | সংযুক্ত আরব আমিরাত |
১৯৮৬ | শ্রীলঙ্কা | পাকিস্তান | শ্রীলঙ্কা |
১৯৮৮ | ভারত | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
১৯৯০-৯১ | ভারত | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
১৯৯৫ | ভারত | শ্রীলঙ্কা | সংযুক্ত আরব আমিরাত |
১৯৯৭ | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা |
২০০০ | পাকিস্তান | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
২০০৪ | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলংকা |
২০০৮ | শ্রীলঙ্কা | ভারত | পাকিস্তান |
২০১০ | ভারত | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা |
২০১২ | পাকিস্তান | বাংলাদেশ | বাংলাদেশ |
২০১৪ | শ্রীলঙ্কা | পাকিস্তান | বাংলাদেশ |
২০১৬ | ভারত | বাংলাদেশ | বাংলাদেশ |
২০১৮ | ভারত | বাংলাদেশ | সংযুক্ত আরব আমিরাত |
২০২২ | শ্রীলঙ্কা | পাকিস্তান | সংযুক্ত আরব আমিরাত |
২০২৩ | ভারত | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ও পাকিস্তান |
দেখে নিন : ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল অ্যাওয়ার্ড প্রাপক ফুটবলার তালিকা
কোন দল কতবার এশিয়া কাপ জিতেছে
কোন দল কতবার এশিয়া কাপ জিতেছে , সেই তথ্য নিচে দেওয়া রইলো ।
দল | শিরোপা |
---|---|
ভারত | ৮ |
শ্রীলঙ্কা | ৬ |
পাকিস্তান | ২ |
বাংলাদেশ | ০ |
আফগানিস্তান | ০ |
সংযুক্ত আরব আমিরাত | ০ |
হংকং | ০ |
নেপাল | ০ |
এশিয়া কাপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর –
২০২৩ সালে এশিয়া কাপ জিতে নিয়েছে কোন দেশ ?
ভারত
২০২৩ সালের এশিয়া কাপের আয়োজন করেছিল –
পাকিস্তান ও শ্রীলংকা
প্রথম এশিয়া কাপ জেতে কোন দেশ ?
ভারত , ১৯৮৪ সালে
এখনো পর্যন্ত কোন দল সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জিতেছে ?
ভারত , ৮ বার
Download Section
- File Name: এশিয়া কাপ বিজয়ীদের তালিকা PDF
- File Size: 111 KB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali
- Subject: Sports