List of Asia Cup Winners in Bengali – এশিয়া কাপ বিজয়ীদের তালিকা PDF

এশিয়া কাপ বিজয়ীদের তালিকা PDF : ২০২৩ সালের এশিয়া কাপ সম্প্রতি জিতে নিয়েছে ভারত। ডেকে নেওয়া যাক ১৯৮৪ সাল থেকে এখনো পর্যন্ত এশিয়া কাপ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা। সাথে কোন সাথে রানার আপ কে হয়েছে এবং কোথায় এটি অনুষ্ঠিত হয়েছিল তার সম্পূর্ণ তথ্য আজকের এই পোস্টে দেওয়া থাকবে। আর পোস্টটির নিচে তোমাদের অফলাইন পড়ার সুবিধের জন্য দেওয়া রইবে PDF ডাউনলোড লিংক। দেখে নেওয়া যাক – এশিয়া কাপ বিজয়ীদের তালিকা PDF

এশিয়া কাপ হলো পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি২০আই ক্রিকেট প্রতিযোগিতা। এটি চালু হয় ১৯৮৩ সালে যখন এশীয় দেশগুলোর মধ্যে সুনাম প্রচার করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। এটি প্রকৃতপক্ষে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।

দেখে নিন : ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশের তালিকা

এশিয়া কাপ জয়ী দেশের তালিকা

সালবিজয়ীরানার আপ আয়োজক দেশ
১৯৮৪ভারতশ্রীলঙ্কাসংযুক্ত আরব আমিরাত
১৯৮৬শ্রীলঙ্কাপাকিস্তানশ্রীলঙ্কা
১৯৮৮ভারতশ্রীলঙ্কাবাংলাদেশ
১৯৯০-৯১ভারতশ্রীলঙ্কাবাংলাদেশ
১৯৯৫ভারতশ্রীলঙ্কাসংযুক্ত আরব আমিরাত
১৯৯৭শ্রীলঙ্কাভারতশ্রীলঙ্কা
২০০০পাকিস্তানশ্রীলঙ্কাবাংলাদেশ
২০০৪শ্রীলঙ্কাভারতশ্রীলংকা
২০০৮শ্রীলঙ্কাভারতপাকিস্তান
২০১০ভারতশ্রীলঙ্কাশ্রীলঙ্কা
২০১২পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ
২০১৪শ্রীলঙ্কাপাকিস্তানবাংলাদেশ
২০১৬ভারতবাংলাদেশবাংলাদেশ
২০১৮ভারতবাংলাদেশসংযুক্ত আরব আমিরাত
২০২২শ্রীলঙ্কাপাকিস্তানসংযুক্ত আরব আমিরাত
২০২৩ভারতশ্রীলঙ্কাশ্রীলঙ্কা ও পাকিস্তান
Complete List of Asia Cup Winners
দেখে নিন : ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল অ্যাওয়ার্ড প্রাপক ফুটবলার তালিকা

কোন দল কতবার এশিয়া কাপ জিতেছে

কোন দল কতবার এশিয়া কাপ জিতেছে , সেই তথ্য নিচে দেওয়া রইলো ।

দলশিরোপা
 ভারত
 শ্রীলঙ্কা
 পাকিস্তান
 বাংলাদেশ
 আফগানিস্তান
 সংযুক্ত আরব আমিরাত
 হংকং
   নেপাল

এশিয়া কাপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর –

২০২৩ সালে এশিয়া কাপ জিতে নিয়েছে কোন দেশ ?
ভারত

২০২৩ সালের এশিয়া কাপের আয়োজন করেছিল –
পাকিস্তান ও শ্রীলংকা

প্রথম এশিয়া কাপ জেতে কোন দেশ ?
ভারত , ১৯৮৪ সালে

এখনো পর্যন্ত কোন দল সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জিতেছে ?
ভারত , ৮ বার

Download Section

  • File Name: এশিয়া কাপ বিজয়ীদের তালিকা PDF
  • File Size: 111 KB
  • No. of Pages: 02
  • Format: PDF
  • Language: Bengali
  • Subject: Sports
Scroll to Top