ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা
নং | বায়োস্ফিয়ার | রাজ্য |
---|---|---|
১ | আগস্ট্যমালাই বায়োস্ফিয়ার | কেরালা, তামিলনাড়ু |
২ | আচানকঅমর-অমরকন্টক বায়োস্ফিয়ার | মধ্যপ্রদেশ ছওিশগড় |
৩ | কচ্ছের রন বায়োস্ফিয়ার | গুজরাট |
৪ | কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার | সিকিম |
৫ | কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার | হিমাচল প্রদেশ |
৬ | গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
৭ | ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার | আসাম |
৮ | ডিহং-ডিবং বায়োস্ফিয়ার | অরুণাচল প্রদেশ |
৯ | নকরেক বায়োস্ফিয়ার | মেঘালয় |
১০ | নন্দাদেবী বায়োস্ফিয়ার | উত্তরাখণ্ড |
১১ | নীলগিরি বায়োস্ফিয়ার | তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক |
১২ | পাঁচমারি বায়োস্ফিয়ার | মধ্যপ্রদেশ |
১৩ | পান্না বায়োস্ফিয়ার | মধ্যপ্রদেশ |
১৪ | মানস বায়োস্ফিয়ার | আসাম |
১৫ | মান্নার বায়োস্ফিয়ার | তামিলনাড়ু |
১৬ | সিমলিপাল বায়োস্ফিয়ার | উড়িষ্যা |
১৭ | সুন্দরবন বায়োস্ফিয়ার | পশ্চিমবঙ্গ |
১৮ | সেশাচালাম হিল বায়োস্ফিয়ার | অন্ধ্রপ্রদেশ |
এরকম আরও কিছু পোস্ট :
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা
- UNESCO স্বীকৃত ভারতের ঐতিহ্যবাহী স্থানসমূহ
- ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা
- প্রাইমারী টেট এর পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর
Covered Topics : List of Biosphere Reserves in India, বায়োস্ফিয়ার কোন কোন রাজ্যে রয়েছে?, বায়োস্ফিয়ারের আয়তন কত কিমি?, বায়োস্ফিয়ার রিসার্ভ গুলি