চারটি বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতি
চারটি বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতির তথ্য নিচে দেওয়া রইলো।
প্রথম বৌদ্ধ সম্মেলন
- সময়কাল : ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দ
- স্থান : রাজগৃহ
- সভাপতি : মহাকাশ্যপ
- রাজত্বকাল : অজাতশত্রু
- অতিরিক্ত তথ্য : বুদ্ধের বাণীগুলি তিনটি পিটকে সংরক্ষণ করা হয় । এই তিনটি পিটক হল বিনয় পিটক , সুত্ত পিটক ও অভিধর্ম পিটক।
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন
- সময়কাল : ৩৮৩ খ্রিস্টপূর্বাব্দ
- স্থান : বৈশালী
- সভাপতি : সাবাকামী
- রাজত্বকাল : কালাশোক
- অতিরিক্ত তথ্য : বুদ্ধ অনুগামীদের মধ্যে মতভেদ শুরু হয় ।
তৃতীয় বৌদ্ধ সম্মেলন
- সময়কাল : ২৫০ খ্রিস্টপূর্বাব্দ
- স্থান : পাটলিপুত্র
- সভাপতি : উপগুপ্ত
- রাজত্বকাল : অশোক
- অতিরিক্ত তথ্য : বৌদ্ধ অনুরাগীদের মতভেদ দূর করা হয়।
চতুর্থ বৌদ্ধ সম্মেলন
- সময়কাল : ৭২ খ্রিষ্টাব্দ
- স্থান : কাশ্মীর (মতান্তরে জলন্ধর )
- সভাপতি : বসুমিত্র
- রাজত্বকাল : কণিষ্ক
- অতিরিক্ত তথ্য : বুদ্ধ অনুগামীরা হীনযান ও মহাযান – এই দুই ভাবে বিভক্ত হয়ে যায়।