কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তালিকা
কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তালিকা নিচে দেওয়া রইলো ।
নং | বাদ্যযন্ত্র | শিল্পী |
---|---|---|
১ | গীটার | ব্রিজ ভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট, বরুন পাল, কমলা শংকর, দেবাশীষ ভট্টাচার্য |
২ | ঘটম | সুরেশ বৈদ্যনাথন, হরিহরণ বিনয়াকরম, বিক্রম ঘোষ |
৩ | তবলা | উস্তাদ আল্লা রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, সাবির খান, সন্দীপ দাস, শান্তা প্রসাদ, শকত আহমেদ খান, রাধাকান্ত নন্দী |
৪ | পিয়ানো | আদনান সামি, উৎসব লাল, অনিল শ্রীনিবাসন |
৫ | বাঁশী | হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, টি. আর. মহালিঙ্গম |
৬ | বীনা | আসাদ আলী খান, জিয়া মহিউদ্দিন দাগার, জয়ন্তী কুমারেশ, হিন্দরাজ দিবেকার, গোপাল কৃষ্ণন |
৭ | বেহালা | এল. শুভ্রমনিয়াম, টি. এন. কৃষ্ণন, এম. এস. গোপালকৃষ্ণন |
৮ | মৃদঙ্গ | পাল্ঘাট মনি আইয়ার, দক্ষিনা মূর্তি পিল্লাই, উমায়লপুরম কে. শিবরমন |
৯ | সন্তুর | শিব কুমার শর্মা, ভজন সপরী, তরুণ ভট্টাচার্য, উল্লাস বপত, রাহুল শর্মা, অভয় সপরী |
১০ | সরোদ | আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাস গুপ্ত, ওয়াজাহাত খান |
১১ | সানাই | উস্তাদ বিসমিল্লা খান, আলী আহমদ হোসেন, কৃষ্ণ রাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন |
১২ | সারঙ্গী | উস্তাদ শাকুর খান, উস্তাদ সুলতান খান, রমেশ মিশ্র, পণ্ডিত রাম নারায়ণ, সাবরী খান |
১৩ | সেতার | রবি শংকর, বিলায়েৎ খান, বুদ্ধদিত্য মুখার্জি, নিখিল ব্যানার্জী, অনুষ্কা শংকর |