বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা
ক্ষেত্র | ভারতের প্রথম মহিলা | |
---|---|---|
১ | ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি | প্রতিভা পাটিল |
২ | ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী |
৩ | ভারতের প্রথম মহিলা রাজ্যপাল | সরোজিনী নাইডু |
৪ | ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী |
৫ | প্রথম ভারতীয় মিসেস ওয়ার্ল্ড | অদিতি গোয়িত্রিকার |
৬ | বুকার প্রাইজ জয়ী প্রথম ভারতীয় মহিলা | অরুন্ধতী রায় |
৭ | প্রথম ভারতীয় মহিলা ডক্টরেট (বিজ্ঞান) | অসীমা চ্যাটার্জী |
৮ | ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি | অ্যানি বেসান্ত |
৯ | প্রথম ভারতীয় মহিলা বিচারপতি (হাইকোর্ট) | আন্না চান্ডি |
১০ | ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু | আরতি সাহা |
১১ | জ্ঞানপীঠ পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা | আশাপূর্ণা দেবী |
১২ | প্রথম ভারতীয় মহিলা IAS অফিসার | ঈশা বসন্ত যোশী |
১৩ | প্রথম ভারতীয় মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) | এম. ফতিমা বিবি |
১৪ | এশিয়ান গেমসের সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা | কমলজিৎ সাঁধু |
১৫ | ম্যাগসেসে পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা | কমলাদেবী চ্যাটার্জী |
১৬ | অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা | কর্ণম মালেশ্বরী |
১৭ | রাজীব গান্ধী খেলরত্ন প্রাপক প্রথম ভারতীয় মহিলা | কর্নম মালেশ্বরী |
১৮ | ভারতের প্রথম মহিলা আইনজীবী | কর্নেলিয়া সোরাবজী |
১৯ | প্রথম ভারতীয় মহিলা রাজ্য পুলিশ ডি.জি | কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য |
২০ | ভারতের প্রথম মহিলা স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু |
২১ | ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) | কামিনী রায় |
২২ | প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার | কিরন বেদী |
২৩ | ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) | কোনেরু হাম্পি |
২৪ | মিস এশিয়া প্যাসিফিক জয়ী প্রথম ভারতীয় মহিলা | জিনাত আমন |
২৫ | প্রথম ভারতীয় মহিলা মুখ্য তথ্য কমিশনার | দীপক সাঁধু |
২৬ | মিস আর্থ খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলা | নিকোল ফারিয়া |
২৭ | আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য | নীতা আম্বানি |
২৮ | অশোক চক্র প্রাপক প্রথম ভারতীয় মহিলা | নীরজা ভানোট |
২৯ | প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট | পি. টি. উষা |
৩০ | অলিম্পিকে রূপো জয়ী প্রথম ভারতীয় মহিলা | পি. ভি. সিন্ধু |
৩১ | প্রথম ভারতীয় মহিলা লেফটেন্যান্ট জেনারেল | পুনীতা অরোরা |
৩২ | প্রথম ভারতীয় প্রথম এভারেস্ট জয়ী মহিলা | বাচেন্দ্রী পাল |
৩৩ | রাষ্ট্রসংঘের সাধারন পরিষদের প্রথম ভারতীয় মহিলা সভাপতি | বিজয়লক্ষ্মী পন্ডিত |
৩৪ | প্রথম ভারতীয় মহিলা মুখ্য নির্বাচন কমিশনার | ভি এস রামাদেবী |
৩৫ | ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী | মমতা ব্যানার্জী |
৩৬ | ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী | মাদার টেরেসা |
৩৭ | আন্টার্কটিকাতে পদাপর্নকারী মপ্রথম ভারতীয় হিলা | মাহেল মুসা |
৩৮ | ফিল্ম ফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডে ভূষিত প্রথম | মীনা কুমারী |
৩৯ | প্রথম ভারতী য়মহিলা স্পিকার (লোকসভা) | মীরা কুমার |
৪০ | অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার | মেরি কম |
৪১ | ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী | রাজকুমারী অমৃতা কৌর |
৪২ | প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া |
৪৩ | UPSC এর প্রথম ভারতীয় মহিলা চেয়ারম্যান | রোজে বেথেউ |
৪৪ | প্রথম ভারতীয় মিস ইন্টারকন্টিনেন্টাল | লারা দত্ত |
৪৫ | ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) | লীলা শেঠ |
৪৬ | প্রথম ভারতীয় মহিলা সেনা (স্থলবাহিনী) | শান্তি টিগ্গা |
৪৭ | ভারত রত্ন জয়ী প্রথম ভারতীয় মহিলা | শ্রীমতী ইন্দিরা গান্ধী |
৪৮ | প্রথম ভারতীয় মহিলা বিদেশমন্ত্রী | শ্রীমতী সুষমা স্বরাজ |
৪৯ | WTA (টেনিস) টাইটেল জয়ী প্রথম ভারতীয় মহিলা | সানিয়া মির্জা |
৫০ | ভারতের প্রথম মহিলা ট্রেন চালক | সুরেখা যাদব |
৫১ | প্রথম ভারতীয় মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
৫২ | প্রথম ভারতীয় মহিলা পাইলট (এয়ার ফোর্স) | হরিতা কৌর দেওল |
দেখে নাও :
ভারতের জলপ্রপাত – Waterfalls of India
ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali
বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা তালিকা
ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম ও বর্তমান নাম
ভারতের প্রথম মহিলা, প্রথম ভারতীয় নারী, বিভিন্ন ক্ষেত্রে প্রথম ৫০ জন ভারতীয় মহিলার নামের তালিকা, নানান ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথমারা, প্রথম ভারতীয় মহিলা PDF