ভারতের নদী তীরবর্তী শহর তালিকা
নং | শহরের নাম | যে নদীর তীরে অবস্থিত |
---|---|---|
১ | অমরাবতী | কৃষ্ণা |
২ | অযোধ্যা | সরযু |
৩ | আগ্রা | যমুনা |
৪ | আমেদাবাদ | সবরমতী |
৫ | উজ্জয়িনী | শিপ্রা |
৬ | কটক | মহানদী |
৭ | কলকাতা | হুগলী |
৮ | কানপুর | গঙ্গা |
৯ | কুর্নুল | তুঙ্গভদ্রা |
১০ | কেদারনাথ | গঙ্গা |
১১ | কোয়েমবাটুর | নয়াল |
১২ | গোরখপুর | রাপ্তী |
১৩ | গৌহাটি | ব্রহ্মপুত্র |
১৪ | চম্বল | কোটা |
১৫ | চেন্নাই | কুওম,আদিয়ার |
১৬ | জব্বলপুর | নর্মদা |
১৭ | জম্মু | তবি |
১৮ | জামশেদপুর | সুবর্ণরেখা |
১৯ | ডিব্রুগড় | ব্রহ্মপুত্র |
২০ | তিরুচিরাপল্লি | কাবেরী |
২১ | তেজপুর | ব্রহ্মপুত্র |
২২ | দিল্লি | যমুনা |
২৩ | নবসরি | পূর্ণ |
২৪ | নাগপুর | করোডি |
২৫ | নাসিক | গোদাবরী |
২৬ | নিজামাবাদ | গোদাবরী |
২৭ | নেল্লোর | পেন্না |
২৮ | পন্ধরপুর | ভিমা |
২৯ | পাটনা | গঙ্গা ও শোন-এর মিলনস্থল |
৩০ | পানাজী | মান্দোবি |
৩১ | পুনে | মুলা, মুথা |
৩২ | পূর্ণিয়া | কোশী |
৩৩ | ফিরোজপুর | শতদ্রু |
৩৪ | বদ্রিনাথ | গঙ্গা |
৩৫ | বারানসী | গঙ্গা |
৩৬ | বিজয়ওয়াদা | কৃষ্ণা |
৩৭ | বেঙ্গালোর | বৃষভাবতী |
৩৮ | ভাগলপুর | গঙ্গা |
৩৯ | মথুরা | যমুনা |
৪০ | মাদুরাই | ভাইগাই |
৪১ | মুর্শিদাবাদ | হুগলী |
৪২ | রৌড়কেল্লা | ব্রাহ্মণী |
৪৩ | লক্ষ্ণৌ | গোমতী |
৪৪ | লুধিয়ানা | শতদ্রু |
৪৫ | লে | সিন্ধু |
৪৬ | শিলিগুড়ি | মহানন্দা |
৪৭ | শ্রীনগর | ঝিলাম |
৪৮ | শ্রীরঙ্গপত্তম | কাবেরী |
৪৯ | সম্বলপুর | মহানদী |
৫০ | সুরাট | তাপ্তি |
৫১ | হরিদ্বার | গঙ্গা |
৫২ | হাজিপুর | গঙ্গা |
৫৩ | হায়দ্রাবাদ | মুসি |
এরকম আরও কিছু পোস্ট :
- ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা
- ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম
- কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা
- বিশ্বের নদী তীরবর্তী শহর তালিকা
- ভারতের নদনদী – উৎস, পতনসস্থল, উপনদী ও অন্যান্য তথ্য
- ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ সমূহ
Covered Topics : ভারতের নদী তীরবর্তী শহর তালিকা, List of Cities of India on Banks of Rivers in Bengali, ভারতের নদীর তীরে অবস্থিত বিভিন্ন শহরের তালিকা, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত?, ভারতের নদীর তীরে অবস্থিত বিভিন্ন শহরের তালিকা, ভারতের নদী তীরবর্তী শহর, ভারতের নদীর তীরে অবস্থিত শহর