ভারতের খনিজ তৈল শোধনাগার তালিকা
ভারতের খনিজ তৈল শোধনাগার তালিকা দেওয়া রইলো ।
নং | তৈল শোধনাগার | রাজ্য |
---|---|---|
১ | তাতিপাকা | অন্ধ্রপ্রদেশ |
২ | বিশাখাপত্তনম | অন্ধ্রপ্রদেশ |
৩ | ডিগবয় | আসাম |
৪ | নুনমাটি | আসাম |
৫ | নুমালিগড় | আসাম |
৬ | বঙ্গাইগাঁও | আসাম |
৭ | মথুরা | উত্তরপ্রদেশ |
৮ | পারাদ্বীপ | ওড়িশা |
৯ | ম্যাঙ্গালোর | কর্ণাটক |
১০ | কোচিন | কেরালা |
১১ | জামনগর | গুজরাট |
১২ | ভাদিনার | গুজরাট |
১৩ | মানালি | তামিলনাড়ু |
১৪ | হলদিয়া | পশ্চিমবঙ্গ |
১৫ | ভাটিন্ডা | পাঞ্জাব |
১৬ | বারাউনি | বিহার |
১৭ | বিনা | মধ্যপ্রদেশ |
১৮ | মুম্বাই | মহারাষ্ট্র |
১৯ | পানিপথ | হরিয়ানা |
Covered Topics : ভারতের খনিজ তেল শোধনাগার সমূহ, কোন খনিজতেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত, Oil Refineries in India, ভারতের বিভিন্ন তৈল শোধনাগার কেন্দ্র ও সেটি কোন রাজ্যে অবস্থিত