ভারতের উপরাষ্ট্রপতি তালিকা (List of Vice-Presidents of India )
ভারতের উপরাষ্ট্রপতি তালিকা দেওয়া রইলো।
নং | উপরাষ্ট্রপতির নাম | দায়িত্ব গ্ৰহণ | দায়িত্ব সমাপ্তি |
---|---|---|---|
১ | সর্বপল্লী রাধাকৃষ্ণণ | ১৩ মে ১৯৫২ | ১২ মে ১৯৬২ |
২ | জাকির হুসেইন | ১৩ মে ১৯৬২ | ১২ মে ১৯৬৭ |
৩ | বরাহগিরি ভেঙ্কট গিরি | ১৩ মে ১৯৬৭ | ৩ মে ১৯৬৯ |
৪ | গোপাল স্বরূপ পাঠক | ৩১ আগস্ট ১৯৬৯ | ৩০ আগস্ট ১৯৭৪ |
৫ | বসপ্পা ধনপ্পা জত্তী | ৩১ আগস্ট ১৯৭৪ | ৩০ আগস্ট ১৯৭৯ |
৬ | মহম্মদ হিদায়তুল্লাহ | ৩১ আগস্ট ১৯৭৯ | ৩০ আগস্ট ১৯৮৪ |
৭ | রামাস্বামী ভেঙ্কটরামন | ৩১ আগস্ট ১৯৮৪ | ২৪ জুলাই ১৯৮৭ |
৮ | শঙ্কর দয়াল শর্মা | ০৩ সেপ্টেম্বর ১৯৮৭ | ২৪ জুলাই ১৯৯২ |
৯ | কোছেরিল রামন নারায়ানান | ২১ আগস্ট ১৯৯২ | ২৪ জুলাই ১৯৯৭ |
১০ | কৃষ্ণ কান্ত | ২১ আগস্ট ১৯৯৭ | ২৭ জুলাই ২০০২ |
১১ | ভৈরন সিংহ শেখাওয়াৎ | ১৯ আগস্ট ২০০২ | ২১ জুলাই ২০০৭ |
১২ | মহম্মদ হামিদ আনসারি | ১১ আগস্ট ২০০৭ | ১০ আগস্ট ২০১৭ |
১৩ | ভেঙ্কাইয়া নাইডু | ১১ আগস্ট ২০১৭ | ১০ আগস্ট ২০২২ |
১৪ | জগদীপ ধানকার | ১১ আগস্ট ২০২২ | বর্তমান |
এরকম আরও কিছু পোস্ট :
ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন
রাজ্যসভায়
উপরাষ্ট্রপতি হবার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স
৩৫ বছর
ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন
লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ
আজ পর্যন্ত কতগুলি উপরাষ্ট্রপতি বিরুদ্ধে ইমপিচমেন্ট-এর প্রস্তাব উত্থাপিত হয়েছে ?
একবারও উত্থাপিত হয়নি
প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন –
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি অস্থায়ী কার্যনির্বাহী অনির্বাচিত রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি পদেও নির্বাচিত হন –
বরাহগীরি ভেঙ্কটগিরি
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
জগদীপ ধানকার