ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা দেওয়া রইলো ।
নং | বিমানবন্দর | অবস্থান |
---|---|---|
১ | ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | পালাম, নিউ দিল্লী |
২ | ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর | ইম্ফল, মণিপুর |
৩ | কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর | কান্নুর, কেরালা |
৪ | কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর | কোজিকোড, কেরালা |
৫ | কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর | ব্যাঙ্গালুরু, কর্ণাটক |
৬ | কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর | কোচি, কেরালা |
৭ | কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর | কোয়েম্বাটুর, তামিলনাড়ু |
৮ | গয়া বিমানবন্দর | গয়া, বিহার |
৯ | চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর | চণ্ডীগড় |
১০ | চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর | চেন্নাই, তামিলনাড়ু |
১১ | চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর | লখনউ, উত্তরপ্রদেশ |
১২ | ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর | মুম্বাই, মহারাষ্ট্র |
১৩ | জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | জয়পুর, রাজস্থান |
১৪ | ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর | নাগপুর, মহারাষ্ট্র |
১৫ | ডাবোলিম এয়ারপোর্ট | গোয়া |
১৬ | তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুচিরাপল্লী, তামিলনাড়ু |
১৭ | ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুবনন্তপুরম, কেরালা |
১৮ | দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর | ইন্দোর, মধ্যপ্রদেশ |
১৯ | নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর | কলকাতা, পশ্চিমবঙ্গ |
২০ | পুনে আন্তর্জাতিক বিমানবন্দর | পুনে, মহারাষ্ট্র |
২১ | বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ |
২২ | বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দর | গন্নাভারাম, অন্ধ্রপ্রদেশ |
২৩ | বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর | ভুবনেশ্বর, ওড়িশা |
২৪ | বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ |
২৫ | বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর | পোর্টব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
২৬ | মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর | মাদুরাই, তামিলনাড়ু |
২৭ | ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর | ম্যাঙ্গালোর, কর্ণাটক |
২৮ | রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
২৯ | লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর | বারাণসী, উত্তরপ্রদেশ |
৩০ | লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর | গুয়াহাটি, আসাম |
৩১ | শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
৩২ | শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দর | অমৃতসর, পাঞ্জাব |
৩৩ | সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর | আহমেদাবাদ, গুজরাট |
৩৪ | সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর | সুরাট, গুজরাট |
Covered Topics : ভারতের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, International Airports in India
আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :
কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে।
সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
গুজরাটের আহমেদাবাদে।
বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
কলকাতায়।
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
আসামের গুয়াহাটিতে।
চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরপ্রদেশের লখনউ তে ।
লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরপ্রদেশের বারাণসীতে।
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
তেলেঙ্গানার হায়দ্রাবাদে।
শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
পাঞ্জাবের অমৃতসরে।
ড: বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
মহারাষ্ট্রের নাগপুরে।
ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
মহারাষ্ট্রের মুম্বাইয়ে।
বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশের গন্নাভারামে।
বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
ওড়িশার ভুবনেশ্বরে।
দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর কোথায় অবস্থিত ?
মধ্যপ্রদেশের ইন্দোরে।
ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
কেরালার তিরুবনন্তপুরমে।
শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।