কোন প্রতীকের কি মানে ? – কোন চিহ্ন কি অর্থ বহন করে

কোন প্রতীকের কি মানে ?

প্রতীক অর্থ
অর্ধনমিত পতাকা জাতীয় শোকের প্রতীক
হলুদ পতাকা জাহাজে লাগানো থাকলে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগী আছে
কালো পতাকা প্রতিবাদ এর প্রতীক
সাদা পতাকা সন্ধি / সাময়িক বিরতির প্রতীক
লাল পতাকা বিপ্লব / বিপদ সঙ্কেতের প্রতীক
পতাকার উপরের অংশ নীচে থাকলে বিপর্যয়ের প্রতীক
লাল ত্রিভূজ পরিবার পরিকল্পনার প্রতীক
লাল ক্রস হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত উপকরণের প্রতীক
লাল বাতি ভয়ংকর , অত্যন্ত প্রয়োজনীয় অথবা ট্রাফিকে থামবার সঙ্কেত
সবুজ বাতি রাস্তা পরিষ্কারের সঙ্কেত
পায়রা শান্তির প্রতীক
ওলিভ কান্ড শান্তির প্রতীক
কালো কাপড়ে চোখ বাঁধা ,হাতে দাঁড়িপাল্লা ধরা মহিলা নিরপেক্ষ ন্যায় বিচারের প্রতীক
কালো হস্ত বন্ধনী শোক বা প্রতিবাদের প্রতীক
️কোণাকুণি দুটি হাড় , মাঝে মাথার খুলি বিপদ সঙ্কেতের প্রতীক
ইউনিয়ন জ্যাক গ্রেট বিটেনের জাতীয় পতাকা
পদ্ম সংস্কৃতি ও সভ্যতার প্রতীক
চক্র উন্নতির প্রতীক
সেলামরত মহারাজা এয়ার ইন্ডিয়ার
দুই পা উঠে থাকা ঘোড়ার মূর্তি আরোহী যুদ্ধক্ষেত্রে মারা গেছে
এক পা উঠে থাকা ঘোড়ার মূর্তি আরোহী যুদ্ধে আহত হয়ে পরে মারা গেছে
পা নামিয়ে রাখা ঘোড়ার মূর্তি আরোহীর স্বাভাবিক মৃত্যু হয়েছিল
বিভিন্ন প্রতীকের অর্থ
Scroll to Top