জাতীয় পঞ্চায়েত রাজ দিবস – ২৪ শে এপ্রিল
আজ ২৪ শে এপ্রিল – জাতীয় পঞ্চায়েত রাজ দিবস । দেখে নিই এই দিবসটি সম্পর্কিত কিছু তথ্য।
১৯৯২ সালে সংবিধানের ৭৩ তম সংশোধনী (Panchayati Raj Act) দ্বারা পঞ্চায়েত ব্যাবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। ১৯৯২ সালে এই সংশোধন সংসদে পাস হলেও ১৯৯৩ সালের ২৪ শে এপ্রিল সেটি কার্যকর হয়।
২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় মনমোহন সিং ২৪ শে এপ্রিল দিনটিকে পঞ্চায়েত রাজ দিবস হিসাবে ঘোষণা করেন।
আজ গ্রামীণ ভারতের উন্নতিতে এই পঞ্চায়েতের ভূমিকা অনস্বীকার্য। সংবিধানের ৭৩ তম সংশোধনী দ্বারা, ভারতীয় সংবিধানে পার্ট IX যুক্ত করা হয়। যেখানে আর্টিকেল 243 থেকে 243(O) পর্যন্ত দেশের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বলা আছে।