সৌরজগতের গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা

সৌরজগতের গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা

সৌরজগতের বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা

নংগ্রহউপগ্রহ সংখ্যাউল্লেখযোগ্য উপগ্রহ
বুধ
শুক্র
পৃথিবীচাঁদ
মঙ্গলফোবোস, ডিমোস
বৃহস্পতি৭৯গ্যানিমিড, ইউরোপা
শনি৮২টাইটান
ইউরেনাস২৭মিরান্ডা, ওবেরন
নেপচুন১৪ট্রাইটন

সৌরজগতের বিভিন্ন বামন গ্রহের উপগ্রহ সংখ্যা

নংবামন গ্রহউপগ্রহ সংখ্যাউল্লেখযোগ্য উপগ্রহ
প্লুটোহাইড্রা, নিক্স
এরিসডিসনোমিয়া
হাউমেয়ানামাকা, হিয়াকা
মেকমেক S/2015(136472)1
সেরেস

সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : কত বছর পৃর্বে পৃথিবীর জন্ম হয়েছে ?
উত্তরঃ প্রায় ৫০০ কোটি বছর ।
প্রশ্ন : ধুমকেতু কি ?
উত্তরঃ মহাকাশের লেজ আকৃতিকর উজ্জল জ্যোতিষ্ককে ধুমকেতু বলে ।
প্রশ্ন : পৃথিবীর আয়াতন কত ?
উত্তরঃ প্রায় ১৯ কোটি ২০ লক্ষ মাইল ।
প্রশ্ন : কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত ?
উত্তরঃ ইউরেনাস ।
প্রশ্ন : পৃথিবী র্সূয থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহ কোনটি ?
উত্তরঃ পৃথিবী ।
প্রশ্ন : পৃথিবীর ‘জমজ, নামে পরিচিত গ্রহ কোনটি ?
উত্তরঃ শুক্র ।
প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তরঃ শুক্র ।
প্রশ্ন : সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তরঃ বুধ ।
প্রশ্ন : সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তরঃ বৃহস্পতি ।
প্রশ্ন : সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি ?
উত্তরঃ বুধ ।
প্রশ্ন : নীহারিকা কোন পর্দাথ দ্বারা পূর্ণ থাকে ?
উত্তরঃ গ্যাসীয় পর্দাথ ।
প্রশ্ন : কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?
উত্তরঃ ৭৬ বছর পর পর ।
প্রশ্ন : লীপ ইয়ারের বছর কত দিনে হয় ?
উত্তরঃ ৩৬৬ দিনে ।
প্রশ্ন : পৃথিবীর মেরু কতটি ?
উত্তরঃ দুটি ।
প্রশ্ন : আয়তনে সৃর্য্ পথিবী থেকে কত গুণ বড় ?
উত্তরঃ ১৩,০০,০০০ গুণ বড় ।
প্রশ্ন : পৃথিবীর উপ গ্রহ কোনটি ?
উত্তরঃ চাঁদ ।
প্রশ্ন : নক্ষত্র কোনটি ?
উত্তরঃ সৃর্য ।
প্রশ্ন : কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই ?
উত্তর: বুধ এবং শুক্রের কোন উপগ্রহ নেই ।
প্রশ্ন : সৌরজগতের কতটি উপগ্রহ রয়েছে ?
উত্তর: ৪১টি ।
প্রশ্ন : সৃর্যের ব্যাস কত ?
উত্তরঃ প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার ।
প্রশ্ন : কোন তারিখে দিন রাত সমান ?
উত্তর: ২৩ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ।
প্রশ্ন : কোনটি সবচেয়ে বড় রাত ?
উত্তর: ২২ ডিসেম্বর ।
প্রশ্ন : পৃথিবীর উত্তর গোলাধে সবচেয়ে বড় দিন কোনটি ?
উত্তর: ২১ জুন ।
প্রশ্ন : কোনটি পৃথিবীর নিকটতম তারকা ?
উত্তর: সূর্য ।
প্রশ্ন : আপন অক্ষের উপর ঘুরতে পৃথিবী কত সময় লাগে ?
উত্তর: ২৪ ঘণ্টা ।
প্রশ্ন : সূর্য থেকে কোন গ্রহটির দূরত্ব সবচেয়ে কম ?
উত্তর: বুধ ।
প্রশ্ন : কোন তারিখে পৃথিবীর উত্তর গোলাধে দিন সবচেয়ে বড় ?
উত্তর: ২১ জুন ।
প্রশ্ন : কোনটি সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র ?
উত্তর: সৃর্য ।
প্রশ্ন : মহাকাশের অসংখ্যা জ্যোতিষ্ক নিয়ে যে জগৎ সৃষ্টি হয় তাকে কি বল ?
উত্তর: বিশ্বজগৎ ।
প্রশ্ন : উপগ্রহ কোনটি ?
উত্তরঃ চন্দ্র ।
প্রশ্ন : সৌরজগতের কোনটির নিজের আলো আছে ?
উত্তর: সূর্য ।
প্রশ্ন : পৃথিবীতে দিন-রাত হয় কোনটির কারণে ?
উত্তর: আহ্ণিক গতির কারণে ।

Scroll to Top