পদ্ম পুরস্কার ২০২১ তালিকা | Padma Awards 2021 in Bengali

পদ্ম পুরস্কার ২০২১ তালিকা | Padma Awards 2021 in Bengali

দেওয়া রইলো পদ্ম পুরস্কার ২০২১ তালিকা।

দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম সম্মান – পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন বিভাগে দেওয়া হয়ে থাকে। শিল্প, সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ, জন-প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসা ও বাণিজ্য, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিস ইত্যাদি বিভাগে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। ব্যতিক্রমী ও নজরকাড়া পরিষেবা যাঁরা দিয়ে থাকেন তাঁদের পদ্মবিভূষণে সম্মানিত করা হয়। নজরকাড়া পরিষেবা যাঁদের থেকে পাওয়া যায় তাঁদের পদ্মভূষণ এবং যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এবছর ১১৯ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হবে। এর মধ্যে দু’জনকে একটি ক্ষেত্রে বাছাই করা হয়েছে। এই তালিকায় সাতজন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী সম্মান পাবেন। এঁদের মধ্যে ২৯ জন মহিলা আর ১০ জন বিদেশি অথবা প্রবাসী ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। এই তালিকায় ১৬ জন মরণোত্তর সম্মান পাবেন। এছাড়াও তৃতীয় লিঙ্গভুক্ত একজনকে এই সম্মান দেওয়া হবে।  

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী শিনজো আবে পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে অন্যতম। সাহিত্য ও শিক্ষা বিভাগে শ্রী ধর্ম নারায়ণ বর্মা, শ্রী সুজিত চট্টোপাধ্যায়, শ্রী জগদীশ চন্দ্র হালদার; কলা বিভাগে শ্রী বীরেন কুমার বসাক ও শ্রী নারায়ণ দেবনাথ; ক্রীড়া বিভাগে শ্রীমতী মৌমা দাস; সমাজ সেবার জন্য গুরুমা কমলী সোরেন পশ্চিমবঙ্গ থেকে এই সম্মান পাবেন। বাংলাদেশের কর্নেল কাজি সাজ্জাদ আলি জাহিদ জন-প্রশাসন এবং কলা বিভাগে শ্রীমতী সাঞ্জিদা খাতুনকে এই সম্মানে ভূষিত করা হবে। 

পদ্ম বিভূষণ পুরস্কার তালিকা

নংনামক্ষেত্ররাজ্য/দেশ
1.শ্রী শিনজো আবেপাবলিক অ্যাফেয়ার্সজাপান
2.শ্রী এস পি বালাসুব্রমনিয়ম (মরণোত্তর)কলাতামিলনাডু
3.ড: বেল্লে মোনাপ্পা হেগদেঔষধতামিলনাডু
4.শ্রী নারিনদের সিং কাপানি (মরণোত্তর)বিজ্ঞান ও প্রযুক্তিমার্কিন যুক্তরাষ্ট্র
5.মৌলানা বাহিদুদ্দিন খানঅনান্য আধ্যাত্মিকতাদিল্লি
6.শ্রী বি বি লালঅনান্য প্রত্নতত্বদিল্লি
7.শ্রী সুদর্শন সাহুকলাওড়িষ্যা
২০২১ সালে পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপকদের তালিকা

পদ্ম ভূষণ পুরস্কার তালিকা

নংনামক্ষেত্ররাজ্য/দেশ
1.শ্রীমতি কৃষ্ণান নায়ের শান্তাকুমারী চিত্রাকলাকেরালা
2.শ্রী তরুণ গগৈ (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ার্সঅসম
3.শ্রী চন্দ্রশেখর কামরাসাহিত্য ও শিক্ষাকর্ণাটক
4.শ্রীমতি সুমিত্রা মহাজনপাবলিক অ্যাফেয়ার্সমধ্যপ্রদেশ
5.শ্রী নরেদ্র মিশ্রসিভিল সার্ভিসউত্তরপ্রদেশ
6.শ্রী রাম বিলাস পাসোয়ান (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ার্সবিহার
7.শ্রী কেশুভাই প্যাটেল (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ার্সগুজরাট
8.শ্রী কালবে সাদিক (মরণোত্তর)অনান্য আধ্যাত্মিকউত্তরপ্রদেশ
9.শ্রী রজনীকান্ত দেবিদাস শ্রফবাণিজ্য ও শিল্পমহারাষ্ট্র
10.শ্রী তারলোচন সিংপাবলিক অ্যাফেয়ার্সহরিয়ানা
২০২১ সালে পদ্ম ভূষণ পুরস্কার প্রাপকদের তালিকা

পদ্মশ্রী পুরস্কার তালিকা

নংনামক্ষেত্ররাজ্য/দেশ
1.শ্রী গুলফাম আহমেদকলাউত্তরপ্রদেশ
2.শ্রীমতি পি. অনিতাক্রীড়াতামিলনাড়ু
3.শ্রী রামা স্বামী অন্নভারুপাকলাঅন্ধ্রপ্রদেশ
4.শ্রী শুভু অরুমুগামকলাতামিলনাডু
5.শ্রী প্রকাশরাও আশাবাদীসাহিত্য ও শিক্ষাঅন্ধ্রপ্রদেশ
6.শ্রীমতি ভুরি বাইকলামধ্যপ্রদেশ
7.শ্রী রাধে শ্যাম বাড়লেকলাছত্তিসগড়
8.শ্রী ধর্মা নারায়ন বর্মাসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গ
9.শ্রীমতি লখিমী বড়ূয়াসমাজসেবাআসাম
10.শ্রী বীরেন কুমার বসাককলাপশ্চিমবঙ্গ
11.শ্রীমতি রজনী বেক্টোরবাণিজ্য ও শিল্পপাঞ্জাব
12.শ্রী পিটার ব্রুককলাযুক্তরাজ্য
13.শ্রীমতি সংখুমী বুলছুয়াকসমাজসেবামিজোরাম
14.শ্রী গোপীরাম বার্গেন বুড়াভাকাটকলাআসাম
15.শ্রীমতি বিজয়া চক্রবর্তীপাবলিক অ্যাফেয়ার্সআসাম
16.শ্রী সুজিত চট্টোপাধ্যায়সাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গ
17.শ্রী জগদীশ চৌধুরী (মরণোত্তর)সমাজসেবাউত্তরপ্রদেশ
18.শ্রী তুলট্রিম চনজরসমাজসেবালাদাখ
19.শ্রীমতি মৌমা দাসক্রীড়াপশ্চিমবঙ্গ
20.শ্রী শ্রীকান্ত দাতারসাহিত্য ও শিক্ষামার্কিন যুক্তরাষ্ট্র
21.শ্রী নারায়ণ দেবনাথকলাপশ্চিমবঙ্গ
22.শ্রীমতি চুটনি দেবীসমাজসেবাঝাড়খন্ড
23.শ্রীমতি দুলারী দেবীকলাবিহার
24.শ্রীমতি রাধে দেবীকলামনিপুর
25.শ্রীমতি শান্তি দেবীসমাজসেবাওড়িষ্যা
26.শ্রী ওয়ান ডিবিয়াকলাইন্দোনেশিয়া
27.শ্রী দাদুদান গাধভিসাহিত্য ও শিক্ষাগুজরাট
28.শ্রী পরশুরাম আত্মারাম গঙ্গাভানেকলামহারাষ্ট্র
29.শ্রী জয় ভগবান গোয়ালসাহিত্য ও শিক্ষাহরিয়ানা
30.শ্রী জগদীশ চন্দ্র হালদারসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গ
31.শ্রী মঙ্গল সিং হাজোয়ারিসাহিত্য ও শিক্ষাআসাম
32.শ্রীমতি আঁসু জামসেনপাক্রীড়াঅরুণাচলপ্রদেশ
33.শ্রীমতি পুর্ণামাসি জানিকলাওড়িষ্যা
34.মাথা বি. মানজাম্মা জগাতিকলাকর্ণাটক
35.শ্রী দামোদারণ কৈথাপরামকলাকেরালা
36.শ্রী নামদেও সি কাম্বলেসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্র
37.শ্রী মহেশভাই এবং শ্রী নারেশভাই কানদিয়া (যুক্ত)(মরণোত্তর)কলাগুজরাট
38.শ্রী রজত কুমার করসাহিত্য ও শিক্ষাউড়িষ্যা
39.শ্রী রাঙ্গাসমি লক্ষ্মীনারায়না কাশ্যপসাহিত্য ও শিক্ষাকর্ণাটক
40.শ্রীমতি প্রকাশ কৌরসমাজসেবাপাঞ্জাব
41.শ্রী নিকোলাস কাজানাসসাহিত্য ও শিক্ষাগ্রিস
42.শ্রী কে. কেসভাসমিকলাপুদুচেরি
43.শ্রী ঘুলাম রসূল খানকলাজম্মু ও কাশ্মীর
44.শ্রী লাখা খানকলারাজস্থান
45.শ্রীমতি সানজিদা খাতুনকলাবাংলাদেশ
46.শ্রী বিনায়ক বিষ্ণু খেদেকারকলাগোয়া
47.শ্রীমতি নিরু কুমারসমাজসেবাদিল্লি
48.শ্রীমতি লাজবন্তিকলাপাঞ্জাব
49.শ্রী রত্তন লালবিজ্ঞান ও প্রযুক্তিমার্কিন যুক্তরাষ্ট্র
50.শ্রী আলী মানিকফানOthers-Grassroots Innovationলাক্ষাদ্বীপ
51.শ্রী রামচন্দ্রা মাঁঝিকলাবিহার
52.শ্রী দুলাল মানকিকলাআসাম
53.শ্রী নানাদ্রো বি মারাকঅনান্য কৃষিমেঘালয়
54.শ্রী রেউবেন মাসাঙবাকলামনিপুর
55.শ্রী চন্দ্রকান্ত মেহতাসাহিত্য ও শিক্ষাগুজরাট
56.ড: রত্তন লাল মিত্তলঔষধপাঞ্জাব
57.শ্রী মাধবন নাম্বিয়ারক্রীড়াকেরালা
58.শ্রী শ্যাম সুন্দর পালিয়ালসমাজসেবারাজস্থান
59.ড: চন্দ্রকান্ত সমভাজি পাণ্ডবঔষধদিল্লি
60.ড: জে এন পান্ডে (মরণোত্তর)ঔষধদিল্লি
61.শ্রী সলোমন পাপ্পিয়াহসাহিত্য এবং শিক্ষা-সাংবাদিকতাতামিলনাড়ু
62.শ্রীমতি পাপ্পাম্মালঅনান্য কৃষিতামিলনাড়ু
63.ড: কৃষ্ণ মোহন পাথিঔষধউড়িষ্যা
64.শ্রীমতি জাস্বন্তিবেন জামানদাস পোপটবাণিজ্য ও শিল্পমহারাষ্ট্র
65.শ্রী গিরিশ প্রভুনেসমাজসেবামহারাষ্ট্র
66.শ্রী নান্দা প্রুসটিসাহিত্য ও শিক্ষাউড়িষ্যা
67.শ্রী কে কে রামাচন্দ্রা পুলাভারকলাকেরালা
68.শ্রী বালান পুথেরিসাহিত্য ও শিক্ষাকেরালা
69.শ্রীমতি বিরুবালা রাভাসমাজসেবাআসাম
70.শ্রী কনাকা রাজুকলাতেলেঙ্গানা
71.শ্রীমতি বোম্বে জয়শ্রী রামনাথকলাতামিলনাড়ু
72.শ্রী সত্যরাম রেঞ্জকলাত্রিপুরা
73.ড: ধনঞ্জয় দিবাকর সাগড়েওঔষধকেরালা
74.শ্রী অশোক কুমার সাহুঔষধউত্তরপ্রদেশ
75.ড: ভূপেন্দ্র কুমার সিং সঞ্জয়ঔষধউত্তরাখন্ড
76.শ্রীমতি সিন্ধুতাই শাপকালসমাজসেবামহারাষ্ট্র
77.শ্রী চমনলাল সাপরুসাহিত্য ও শিক্ষাজম্মু ও কাশ্মীর
78.শ্রী রোমান সারমাহসাহিত্য এবং শিক্ষা-সাংবাদিকতাআসাম
79.শ্রী ইমরান শাহসাহিত্য ও শিক্ষাআসাম
80.শ্রী প্রেম চাঁদ শর্মাঅনান্য কৃষিউত্তরাখন্ড
81.শ্রী অর্জুন সিং শেখায়াতসাহিত্য ও শিক্ষারাজস্থান
82.শ্রী রাম যাতনা শুক্লাসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশ
83.শ্রী জিতেন্দ্র সিং শুনটিসমাজসেবাদিল্লি
84.শ্রী কার্তার পরশ রাম সিংকলাহিমাচল প্রদেশ
85.শ্রী কার্তার সিংকলাপাঞ্জাব
86.ড: দিলীপ কুমার সিংঔষধবিহার
87.শ্রী চন্দ্রশেখর সিংঅনান্য কৃষিউত্তরপ্রদেশ
88.শ্রীমতি চন্দ্র শেখর সিংক্রীড়াউত্তরপ্রদেশ
89.শ্রী বিরেন্দ্র সিংক্রীড়াহরিয়ানা
90.শ্রীমতি মৃদুলা সিনহা (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাবিহার
91.শ্রী কে সি সিভাশঙ্কর (মরণোত্তর)কলাতামিলনাড়ু
92.গুরু মা কামালী সোরেনসমাজসেবাপশ্চিমবঙ্গ
93.শ্রী মারাচি সুব্বুরমনসমাজসেবাতামিলনাড়ু
94.শ্রী পি সুব্রামানিয়ান (মরণোত্তর)বাণিজ্য ও শিল্পতামিলনাড়ু
95.শ্রীমতি নিদুমলু সুমাথিকলাঅন্ধ্রপ্রদেশ
96.শ্রী কপিল তিওয়ারিসাহিত্য ও শিক্ষামধ্যপ্রদেশ
97.ফাদার ভ্যালেস (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাস্পেন
98.ড: থিরুভেঙ্গাদম ভীরারাঘবন (মরণোত্তর)ঔষধতামিলনাড়ু
99.শ্রী শ্রীধর ভেমবুবানিজ্য ও শিল্পতামিলনাডু
100.শ্রী কে. ওয়াই ভেঙ্কেটেশক্রীড়াকর্ণাটক
101.শ্রীমতি উষা যাদবসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশ
102.কল কাজী সাজ্জাদ আলী জাহিরপাবলিক অ্যাফেয়ার্সবাংলাদেশ
২০২১ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা

Scroll to Top