২০০+ জলবায়ুবিদ্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
1. পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি।
2. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ নাইট্রোজেন (৭৮.০৮%)
3. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ২০.৯৪%
4. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০৩%
5. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ আর্গন (০.৯৩%)
6. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০০০০৬%
7.এরোসোল কি?
উঃ পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে।
8. পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত।
9. পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত।
10. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি?
উঃ ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।
11. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?
উঃ বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার। (অনেকের মতে Magnetosphere)
12. সাধারন তাপ হ্রাস-এর হার কত?
উঃ প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি C
13. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক ?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।
14. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম?
উঃ মেরু অঞ্চলে।
15. ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।
16.নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ১৭ কিমি।
17. মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ০৯ কিমি।
18. ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ ট্রোপোপজ।
19. ট্রোপোপজ কথাটির অর্থ কি?
উঃ গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল ‘Where The Mixing Stops’ অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায়।
20. ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Sir Napier Shaw
21. ওজোন গ্যাসের রঙ কি প্রকৃতির?
উঃ নীল।
22. কত খ্রীস্টাব্দে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানা যায়?
উঃ ১৯৮৫ সালে।
23. ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশের বায়ুমন্ডলে আবিষ্কৃত হয়?
উঃ আন্টার্কটিকা।
24. Ozone Hole (ওজোন গর্ত) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ডঃ ফারমেন।
25. প্রতি বছর কোন সময় ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় ঘটে?
উঃ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে।
26. কোন গ্যাস ওজোন স্তরের সর্বাধিক বিনাশসাধন করে?
উঃ ক্লোরো ফ্লুরো কার্বন (CFC)।
27. ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়?
উঃ ডবসন একক (DU)।
28. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
উঃ ওজোন স্তরকে।
29. কত সালে, কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়?
উঃ ১৯২০ সালে, ডবসন অতিবেগুনি স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে।
30. কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরন করা হয়েছে?
উঃ ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন।
31. ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উঃ ডঃ ফারমেন।
32. নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ২৫০ DU
33. নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ৩৫০ DU
34. মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত?
উঃ ৪৫০ DU
35. ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮৭ সালের ১৬ ই সেপ্টেম্বর। কানাডার মন্ট্রিল শহরে।
36. প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষন দিবস হিসেবে পালন করা হয়?
উঃ ১৬ ই সেপ্টেম্বর।
37. ওজোন স্তর ক্ষয়রোধের জন্য কত খ্রীঃ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালের ৩-১৪ ই জুন। ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে।
38. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রীনহাউস গ্যাস সর্বাধিক দায়ী?
উঃ কার্বন ডাই অক্সাইড।
39. ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৮৫ সালের ২২ শে মার্চ। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
40. কত খ্রীঃ, কে সর্বাপ্রথম বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনায় ‘গ্রীনহাউস’ শব্দটি ব্যবহার করেন?
উঃ ১৯০১ সালে, সুইডিশ আবহবিদ নীলস গুস্তাফ একহোম।
41. নিস্ক্রিয় সৌর বিকিরণের পরিমান কত?
উঃ ৩৪%
42. কার্যকরী সৌরতাপের পরিমান কত?
উঃ ৬৬%
43. কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা হয়?
উঃ মাইক্রন (Micron)।
44. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডল গ্রহন করে?
উঃ ১৯%
45. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত হয়?
উঃ ৪৭%
46. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ প্রত্যক্ষ সূর্য রশ্মি রূপে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উঃ ১৯%
47. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উঃ ২৩%
48. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ আকাশ থেকে আলোর বিকিরণ রূপে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উঃ ০৫%
49. তাপ গ্রহন ও বিকিরণের ক্ষেত্রে পৃথিবীকে কিরূপ বস্তু হিসেবে ধরা হয়?
উঃ কৃষ্ণবস্তু বা Black Body
50. বায়ুমন্ডলের বাতায়ন কি?
উঃ পৃথিবী থেকে বায়ুমন্ডলের দিকে বিকিরিত দীর্ঘ তড়িৎ-চুম্বকীয়তরঙ্গ গুলিকে বায়ুমন্ডলের বাতায়ন বা Atmospheric Window বলে।
51. সূর্য থেকে প্রাপ্ত মোট তাপশক্তির কত শতাংশ পৃথিবীতে এসে পৌঁছায়?
উঃ প্রায় ২০০ কোটি ভাগের মাত্র ১ ভাগ।
52. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডল দ্বারা সরাসরি শোষিত হয়?
উঃ ১৭%
53. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডলের মেঘ ও এরোসোল জাতীয় পদার্থ দ্বারা শোষিত হয়?
উঃ ০২%
54. সৌর ধ্রুবক কি?
উঃ বায়ুমন্ডলের উপরিভাগের এক বর্গ মিটার সমতলক্ষেত্রকে যদি আগত সৌর-কিরণের দিকে লম্ব ভাবে ধরা হয়, তবে ওই এক বর্গ মিটার সমতলক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বে প্রতি এক সেকেন্ড সময়ে যে পরিমান সৌর-কিরণ পাওয়া যায়, তাকে সৌর ধ্রুবক বা Solar Constant বলে।
55. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল অপেক্ষা কত গুন বেশি সৌররশ্মি পেয়ে থাকে?
উঃ ২.৫ গুন।
56. বিকিরণ জনিত বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়?
উঃ উচ্চ ও মধ্য অক্ষাংশ-এ অবস্থিত স্থলভাগে, রাত্রিকালে।
57. পার্বত্য অঞ্চলে শীতকালে, রাত্রিবেলা নিম্নাভিমুখী বায়ুকে কি বলে?
উঃ ক্যাটাবেটিক বায়ু।
58. কোন এককের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়?
উঃ প্যাসক্যাল বা মিলিবার।
59. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়?
উঃ ব্যারোমিটার।
60. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমান কত?
উঃ ১০১৩ মিলিবার।
61. কোন বিজ্ঞানীর নামানুসারে কোরিওলিস বলের নামকরন করা হয়েছে?
উঃ Gaspard-GustaveDe Coriolis
62. কোরিওলিস বল প্রধানত কোন দুটি কারনের ওপর নির্ভরশীল?
উঃ অক্ষাংশীয় অবস্থান ও বায়ুর গতিবেগ।
63. রাফনেস লেন্থ কি?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে উর্দ্ধস্তরের বায়ুর গতিবেগের হ্রাসকে রাফনেস লেন্থ বলে।
64. বায়ুর অভিসরণ কি?
উঃ বায়ুর গতিবেগ যদি সামনের দিকে কমতে থাকে, তখন তাকে অভিসরণ বা Convergence বলে।
65. প্রতিসরণ কি?
উঃ ঘর্ষনজনিত কারনে বা অন্য কোনো কারনে বায়ুর গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হলে, তাকে প্রতিসরণ বা Divergence বলে।
66. বায়ুচাপের তারতম্যের প্রধান কারন কয়টি ও কিকি?
উঃ ৩ টি। উচ্চতা, উষ্ণতা ও জলীয় বাষ্প।
67. সমুদ্রতল থেকে ১ কিমি উচ্চতায় বায়ু চাপের পরিমান কত?
উঃ ৮৯৮.৮ মিলিবার।
68. উচ্চচাপ অঞ্চলে উঃ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার দিকে বা Clockwise
69. উচ্চচাপ অঞ্চলে দঃ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা Anti Clockwise
70. নিম্নচাপ অঞ্চলে উঃ গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা Anti Clockwise
71. নিম্নচাপ অঞ্চলে দঃ গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার দিকে বা Clockwise
72. পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ বলয়ের সংখ্যা কত?
উঃ ৭ টি।
73. পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ বলয় গুলির মধ্যে কয়টি উচ্চচাপ বলয় ও কয়টি নিম্নচাপ বলয়?
উঃ ৪ টি উচ্চচাপ বলয় ও ৩ টি নিম্নচাপ বলয়।
74. পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চচাপ বলয় গুলি কিকি?
উঃ কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় ও দক্ষিন মেরুদেশীয় উচ্চচাপ বলয়।
75. পৃথিবীর বায়ুমন্ডলের নিম্নচাপ বলয় গুলি কিকি?
উঃ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।
76. I.T.C.Z. শব্দটির অর্থ কি?
উঃ Inter Tropical Convergence Zone
77. নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ নিরক্ষরেখা থেকে উভয়দিকে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশের মধ্যে।
78. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ কর্কটীয় উচ্চচাপ বলয় – কর্কটক্রান্তি রেখার উত্তরে, ২৫ থেকে ৩৫ ডিগ্রি উঃ অক্ষাংশের মধ্যে। মকরীয় উচ্চচাপ বলয় – মকরক্রান্তি রেখার দক্ষিনে, ২৫ থেকে ৩৫ ডিগ্রি দঃ অক্ষাংশের মধ্যে।
79. উঃ ও দঃ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় – ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় – ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি দক্ষিন
অক্ষাংশের মধ্যে।
80. উঃ ও দঃ মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় – ৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি উঃ অক্ষাংশের মধ্যে। দক্ষিন মেরুদেশীয় উচ্চচাপ বলয় – ৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি দঃ
অক্ষাংশের মধ্যে।
81. ট্রোপোস্ফিয়ারের কোন অংশটিকে সমোষ্ণ অঞ্চল বলে?
উঃ ট্রোপোপজ।
82. বায়ুমন্ডলের কোন স্তরের ওপরে গোধূলির আলো পৌঁছায় না?
উঃ স্ট্রাটোস্ফিয়ার।
83. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে?
উঃ স্ট্রাটোস্ফিয়ার।
84. স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ১৪ কিমি থেকে ৩০ কিমি পর্যন্ত।
85.স্ট্রাটো-স্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ স্ট্রাটোপজ।
86. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়?
উঃ স্ট্রাটোস্ফিয়ার(এই স্তরটিকে ওজোনোস্ফিয়ার ও বলে।)
87. মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৩০ কিমি থেকে ৬০ কিমি পর্যন্ত। (অন্য মতে, ৫০ থেকে ৮০ কিমি।)
88. মেসোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ মেসোপজ।
89. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে আয়নের উপস্থিতি দেখা যায়?
উঃ আয়নোস্ফিয়ার।
90. আয়নোস্ফিয়ারেরবিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৬০ কিমি থেকে ৪০০-৫০০ কিমি পর্যন্ত।
91. পৃথিবীর মেরু অঞ্চলে বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উঃ আয়নোস্ফিয়ার।
92. থার্মোস্ফিয়ার কি?
উঃ আয়নোস্ফিয়ার স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে, তাই একে থার্মোস্ফিয়ার বলে।
93. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ পুনরায় ভূ-পৃষ্ঠে ফিরে আসে?
উঃ আয়নোস্ফিয়ার।
94. এক্সোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৪০০-৫০০ কিমি থেকে ১০০০ কিমি।
95. Magnetosphere কি?
উঃ এক্সোস্ফিয়ারেরউর্দ্ধে ২০০০-৪০০০ কিমি উচ্চতায় যে স্তরে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করে, তাকে Magnetosphere বলে।
96. কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরন বলয় দেখা যায়?
উঃ Magnetosphere
97. আয়নোস্ফিয়ারেরপ্রধান উপাদান কি?
উঃ আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন।
98. মেসোস্ফিয়ারের প্রধান উপাদান কি?
উঃ ওজোন গ্যাস।
99. ওজোন শব্দটির অর্থ কি?
উঃ গ্রীক শব্দ Ozo থেকে ওজোন শব্দটি এসেছে, যার অর্থ হল গন্ধ।
100. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরকে ‘জীবকূলের রক্ষাকর্তা’ বলে?
উঃ ওজোন স্তর।
101. বায়ুপুঞ্জের গড় পরিধি কত?
উঃ ১৬০০ কিমি।
102. ক্রান্তীয় ও মেরু বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ(CT),ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ(MT),মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ(CP),সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ(MP)।
103. তাপগতির পরিবর্তন অনুসারে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। শীতল বায়ুপুঞ্জ বা K বায়ুপুঞ্জ এবং উষ্ণ বায়ুপুঞ্জ বা W বায়ুপুঞ্জ।
104. শীতল বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। শীতল সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ (MPK), শীতল মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ (CPK), শীতল ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ (MTK), ও শীতল ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ (CTK)
105. বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের অক্ষাংশীয় অবস্থানের ভিত্তিতে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। নিরক্ষীয় বায়ুপুঞ্জ (E), ক্রান্তীয় বায়ুপুঞ্জ (T), মেরু বায়ুপুঞ্জ (P), মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জ (A)
106. স্থলভাগ ও জলভাগের ভিত্তিতে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। মহাদেশীয় বায়ুপুঞ্জ (C), সামুদ্রিক বায়ুপুঞ্জ (M)
107. বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি কিকি?
উঃ বাতাসস্থিত উষ্ণতা ও আর্দ্রতা, বিভিন্ন প্রকার মেঘের অবস্থান ও অধঃক্ষেপন, স্থায়ী বা অস্থায়ী প্রতীপ ঘূর্ণবাত, বায়ুপুঞ্জ সীমান্ত।
108. বায়ুপুঞ্জ গ্রীষ্মকালে ভূমিভাগের ওপর দিয়ে যাওয়ার সময় কোন প্রকার মেঘের সৃষ্টি হয়?
উঃ কিউমূলোনিম্বাস।
109. Frontogenesis শব্দটির অর্থ কি?
উঃ Frontogenesis একটি লাতিন শব্দ যার অর্থ হল – ‘Creation Of Altogether New Front’ বা বায়ুপ্রাচীর সংগঠন প্রক্রিয়া।
110. Frontogenesis শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Tor Bergeron
111. বায়ুপ্রাচীর কয়প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। উষ্ণ বায়ুপ্রাচীর, শীতল বায়ুপ্রাচীর, অন্তর্ধৃত বায়ুপ্রাচীর, স্থির বায়ুপ্রাচীর।
112. Frontolysis শব্দটির অর্থ কি?
উঃ Frontolysis একটি লাতিন শব্দ, যার অর্থ হল – ‘Dissipation Or Weakening Of An Air Front’ বা বায়ুপ্রাচীরের বিলোপ প্রক্রিয়া।
113. Frontogenesis ও Frontolysis এর অন্তর্বতী সময়ের ব্যবধান কত?
উঃ ৭-১০ দিন।
114. বায়ুপ্রবাহ কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। উলম্ব বায়ুপ্রবাহ ও অনুভূমিক বায়ুপ্রবাহ।
115. I.T.C.Z. এর বৃহত্তম অংশ কোনটি?
উঃ প্রশান্ত ও ভারত মহাসাগরীয় সংযোগস্থলের I.T.C.Z.
116. নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারন কি?
উঃ পৃথিবীর আবর্তন গতি।
117. নিরক্ষীয় শান্তবলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ নিরক্ষরেখা থেকে উভয় দিকে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
118. অশ্ব অক্ষাংশের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ ৩০-৩৮ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
119. গর্জনশীল চল্লিশার অক্ষাংশগত অবস্থান কত?
উঃ ৪০-৫০ ডিগ্রি দঃ অক্ষাংশ।
120. আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর অক্ষাংশগত প্রবাহ অঞ্চল কত?
উঃ আয়ন বায়ু – উভয় গোলার্ধে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ থেকে ৩৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ। পশ্চিমা বায়ু – উভয় গোলার্ধে, ৩৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ থেকে ৬০-৬৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
121. ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ ফন বা ফ্যার্ন।
122. উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত?
উঃ চিনুক।
123. ‘চিনুক’ শব্দটির অাক্ষরিক অর্থ কি?
উঃ তুষার-খাদক বা Snow-Eater
124. পর্বতের চূড়া থেকে নিম্নাভিমুখী শীতল ও ভারী বায়ু কি নামে পরিচিত?
উঃ ক্যাটিয়াবেটিক বায়ু।
125. যুগোশ্লাভিয়াতেস্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উঃ বোরী।
126. ফ্রান্সে স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উঃ মিস্ট্রাল।
127. আলাস্কায় স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উঃ টাকু।
128. সান্টা আনা কি?
উঃ দক্ষিন ক্যালিফোর্নিয়াতে চিনুক বায়ুপ্রবাহ সান্টা আনা নামে পরিচিত।
129. পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ পাম্পেরো।
130. খামসিন কি?
উঃ সাহারা মরুভূমি থেকে মিশরের ওপর প্রবাহিত একপ্রকার উষ্ণ স্থানীয় বায়ু।
131. গ্রীষ্মকালে উত্তর পূর্ব ভারতে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ লু।
132. ইতালির সিসিলি দ্বীপের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ সিরক্কো।
133. আফ্রিকার গিনি উপকূলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ হারমাট্টান।
134. আঁধি কি?
উঃ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে সন্ধ্যাবেলা যে উষ্ণ ও শুষ্ক ধূলিঝড় প্রবাহিত হয়, তাকে আঁধি বলে।
135. Pineapple Express কি?
উঃ হাওয়াই দ্বীপপুঞ্জ ও উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অতিরিক্ত আর্দ্রতা যুক্ত যে বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায় তাকে Pineapple Express বলে।
136. উত্তর পূর্ব ইতালিতে প্রবাহিত শীতল শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ বোরা।
137. সিমুম কি?
উঃ সাহারা মরুভূমি ও মধ্যপ্রাচ্যে প্রবাহিত তীব্র শুষ্ক ও উষ্ণ স্থানীয় বায়ুকে সিমুম বলে।
138. দঃ আমেরিকার আন্দিজ পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ জোন্ডা।
139. শীতকালে সার্বিয়াতে প্রবাহিত অতি শীতল স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ কোসাভা।
140. গ্রিগাল কি?
উঃ গ্রীস, মাল্টা সহ পশ্চিম ভূ-মধ্য সাগরীয় অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে গ্রিগাল বলে।
141. ইয়ামো (Yamo) কি?
উঃ জাপানের সংকীর্ণ উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ইয়ামো (Yamo) বলে।
142. Tramontane কি?
উঃ মধ্য ইউরোপের উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Tramontane বলে।
143. লেভেচ (Levech) কি?
উঃ স্পেনে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেভেচ (Levech) নামে পরিচিত।
144. লেস্টে (Leste) কি?
উঃ ম্যাদিয়েরা ও মরক্কোতে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেস্টে (Leste) নামে পরিচিত।
145. ব্রিকফিল্ডার কি?
উঃ অস্ট্রেলিয়াতে প্রবাহিত উষ্ণ উত্তরে হাওয়াকে ব্রিকফিল্ডার বলে।
146. Blackroller কি?
উঃ উত্তর আমেরিকার বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে প্রবাহিত তীব্র গতিবেগ সম্পন্ন, ধূলিকনা মিশ্রিত, উষ্ণ স্থানীয় বায়ুকে Blackroller বলে।
147. Shamal কি?
উঃ পারস্য উপসাগর ও ইরাকের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Shamal বলে।
148. বুরান (Buran) কি?
উঃ পূর্ব রাশিয়া ও মধ্য সাইবেরিয়াতে প্রবাহিত তীব্র শীতল হাওয়াকে বুরান বলে।
149. পুর্গা (Purga) কি?
উঃ রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে প্রবাহিত বরফশীতল বাতাস কে পুর্গা (Purga) বলে।
150. পাপাগায়ো কি?
উঃ পাপাগায়ো উপসাগর ও কোস্টারিকার উত্তর-পশ্চিম উপকূলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে পাপাগায়ো বলে।
151. ফ্রিয়াজেম কি?
উঃ আমাজন উপত্যকা অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে ফ্রিয়াজেম বলে।
152. হাবুব কি?
উঃ সুদানে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে হাবুব বলে।
153. ব্লিজার্ড কি?
উঃ পূর্ব রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে ব্লিজার্ড বলে। অনেকসময়, আন্টার্কটিকায় প্রবাহিত অতি শীতল বায়ুকেও ব্লিজার্ড বলে।
154. ক্রিভাট কি?
উঃ রোমানিয়াতে প্রবাহিত শীতল, ব্লিজার্ডের মতো স্থানীয় বায়ুকে ক্রিভাট বলে।
155. Diablo কি?
উঃ উত্তর ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো উপসাগর অঞ্চলে প্রবাহিত উষ্ণ, শুষ্ক স্থানীয় বায়ুকে Diablo বলে।
156. এলিফ্যান্টা কি?
উঃ ভারতের মালাবার উপকূলে সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রবাহিত স্থানীয় বায়ুকে এলিফ্যান্টা বলে।
157. Gilavar কি?
উঃ পূর্ব আজারবাইজানের বাকু অঞ্চলের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Galivar বলে।
158. Halny কি?
উঃ দক্ষিন পোল্যান্ড ও স্লোভাকিয়ার তাতরা পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Halny বলে।
159. মারিন কি?
উঃ ফ্রান্সের লিঁয় উপসাগর অঞ্চলে প্রবাহিত উষ্ণ, আর্দ্র স্থানীয় বায়ুকে মারিন বলে।
160. মিনুয়ানো কি?
উঃ দক্ষিন ব্রাজিল ও উরুগুয়েতে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে মিনুয়ানো বলে।
161. ঘূর্ণবাত কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
162. Cyclone শব্দটির অর্থ কি?
উঃ Cyclone শব্দটি গ্রীক শব্দ Kukloma বা Kyklos থেকে এসেছে, যার অর্থ হল – সাপের কুন্ডলী।
163. ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপের গড় পরিমান কত?
উঃ ৮৫০-৯০০ মিলিবার।
164. Cyclone শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ হেনরী পিডিংটন (১৯৪৮)।
165. ঘূর্ণবাতের চক্ষূ কি?
উঃ প্রতিটি ঘূর্ণবাতের মাঝখানে একটি কেন্দ্র থাকে, যেখানে বায়ুর প্রকৃতি শান্ত হয়। একে ঘূর্ণবাতের চক্ষূ বলে।
166. ঘূর্ণবাতের বায়ুপ্রবাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় গতিবেগ কত?
উঃ সর্বোচ্চ গড় গতিবেগ ৪০০ কিমি/ঘঃ এবং সর্বনিম্ন গড় গতিবেগ ২০ কিমি/ঘঃ
167. ক্রান্তীয় ঘূর্ণবাত কোথায় সৃষ্টি হয়?
উঃ নিরক্ষরেখা থেকে উভয় দিকে, ক্রান্তীয় মন্ডলে ৫-৩০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশের মধ্যে।
168. পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক বিধ্বংসী ঝড় কোনটি?
উঃ টর্নেডো।
169. টর্নেডো শব্দটির অর্থ কি?
উঃ টর্নেডো শব্দটি স্প্যানিশ শব্দ Tornada থেকে এসেছে, যার অর্থ হল – বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি।
170. পৃথিবীর কোথায় কোথায় টর্নেডো দেখা যায়?
উঃ প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ।
171. পৃথিবীর সর্বাধিক টর্নেডোপ্রবন অঞ্চল কোনটি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরীনদীর মোহানা অঞ্চল।
172. ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ সাইক্লোন।
173. চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ টাইফুন।
174. জাপান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ তাইফু।
175. ফিলিপাইনস সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ ব্যাগুই।
176. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ হ্যারিক্যান।
177. অস্ট্রেলিয়ার নিকট দঃ-পঃ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ উইলি উইলি।
178. বছরের কোন ঋতুতে সবচেয়ে বেশি টর্নেডোর সৃষ্টি হয়?
উঃ গ্রীষ্ম ও বসন্তকালে।
179. বছরের কোন সময় সবচেয়ে বেশি টাইফুন সৃষ্টি হয়?
উঃ জুলাই থেকে অক্টোবর মাসে।
180. টুইস্টার কি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবল শক্তিশালী টর্নেডোকে অনেক সময় টুইস্টার বলে।
181. কোন প্রকার ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায়?
উঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
182. কোন প্রকার ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায় না?
উঃ ক্রান্তীয় ঘূর্ণবাত।
183. কোন কোন বিজ্ঞানী সর্বপ্রথম নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে আলোকপাত করেন?
উঃ V. Bjerknes & J. Bjerknes
184. ব্যারোট্রপিক আবহিক অবস্থায় কোন প্রকার ঘূর্ণবাত সৃষ্টি হয়?
উঃ ক্রান্তীয় ঘূর্ণবাত।
185. ব্যারোক্লিনিক আবহিক অবস্থায় কোন প্রকার ঘূর্ণবাত সৃষ্টি হয়?
উঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
186. Anticyclone শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ স্যার ফ্রান্সিস গল্টন।
187. কোন মহাদেশে সারা বছর স্থায়ী প্রতীপ ঘূর্ণবাত বিরাজ করে?
উঃ আন্টার্কটিকা।
188. ত্রি-কক্ষীয় বায়ু সঞ্চালন মডেল কে প্রদান করেন?
উঃ পলম্যান।
189. কত খ্রীঃ, কে হ্যাডলি সঞ্চালন কোষ আবিষ্কার করেন?
উঃ ১৭৩৫ সালে, বিজ্ঞানী হ্যাডলি।
190. ত্রি-কক্ষীয় বায়ু সঞ্চালন মডেলে কয়টি সঞ্চালন কোষ রয়েছে ও কিকি?
উঃ ৩ টি। হ্যাডলি সঞ্চালন কোষ, ফেরেল সঞ্চালন কোষ, মেরু সঞ্চালন কোষ।
191. কে সর্বপ্রথম অক্ষাংশ বরাবর বায়ুপ্রবাহ লক্ষ করেন?
উঃ গিলবার্ট ওয়াকার (১৯২২-২৩)।
192. কার নামানুসারে ওয়াকার সঞ্চালনের নামকরন করা হয়েছে?
উঃ গিলবার্ট ওয়াকার।
193. S.O.I. এর অর্থ কি?
উঃ Southern Oscillation Index
194. El-Nino শব্দটির অর্থ কি?
উঃ El-Nino একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হল Christ Child বা দুরন্ত বালক।
195. La-Nina শব্দটির অর্থ কি?
উঃ La Nina একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হল Little Girl বা শান্ত মেয়ে।
196. ENSO শব্দটির অর্থ কি?
উঃ El Nino Southern Oscillation
197. ভূ-পুষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয়?
উঃ ৭.৫-১৪ কিমি।
198. কে, কেন জেট বায়ুকে Thermal Wind বলেছেন?
উঃ বিজ্ঞানী পিটারসন, কারন জেটবায়ু সম্পূর্ন তাপীয় কারনে উদ্ভূত হয়।
199. জেটবায়ুর গড় গতিবেগ কত?
উঃ ৪০-১০০ মিটার / সেকেন্ড
200. বছরের কোন সময় জেট বায়ু প্রবাহ দেখা যায়?
উঃ শীতকালের প্রাক্-কাল থেকে মার্চ-এপ্রিল বা এপ্রিল-মে মাস পর্যন্ত।