সঞ্জু স্যামসন – Sanju Samson

সঞ্জু স্যামসন – Sanju Samson

সম্প্রতি ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সংবাদ শিরোনামে চলে এসেছেন সঞ্জু স্যামসনSanju Samson । আজকে আমরা দেখে নেবো এই সঞ্জু স্যামসন সম্পর্কিত কিছু তথ্য।

পুরো নাম সঞ্জু বিশ্বনাথ স্যামসন
জন্ম ১১ নভেম্বর ১৯৯৪
জন্ম স্থান তিরুবনন্তপুরম, কেরল, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান হাতি অফ ব্রেক
ভূমিকাউইকেট-রক্ষক ও ব্যাটসম্যান

প্রাথমিক জীবন :

১১ই নভেম্বর কেরালার তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন সঞ্জু বিশ্বনাথ স্যামসন। তার পিতা বিশ্বনাথ ছিলেন দিল্লি পুলিশের কনস্টেবল ও ফুটবল খেলোয়াড়। সঞ্জু দিল্লির রোজারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তিরুবনন্তপুরমের সেন্ট জোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। পরবর্তীকালে তিনি তিরুবনন্তপুরমের এটি কলেজ থেকে বি. এ. ডিগ্রি অর্জন করেন।

ক্রিকেট জীবনে উল্লেখযোগ্য কৃতিত্ব :

  • দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০তে একটি হাফ সেঞ্চুরি করেন।
  • অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৩ শীর্ষ শেষ অনূর্ধ্ব-১৯ সিরিজ এবং ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নিযুক্ত হন।
  • প্রথম উইকেট-কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতক হাঁকান।
  • বিজয় হাজারে ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত রানের সংগ্রহ এবং লিস্ট এ ক্রিকেট-এ দ্রুততম দ্বিশতক করেন তিনি।

এরকম আরও কিছু পোস্ট :

কমনওয়েলথ গেমস ২০২২ পদকজয়ী ভারতীয় তালিকা

একনজরে সন্তোষ ট্রফি ২০২২ – Santosh Trophy 2022

Scroll to Top