আজকে আমরা আলোচনা করবো বিশ্বের সপ্তম আশ্চর্য গুলো কি কি – Seven Wonders of the World নিয়ে।
Table of Contents
চীনের প্রাচীর
- নাম : চীনের প্রাচীর
- দেশ : চীন
- প্রতিষ্ঠাকাল : ৭০০ খ্রিস্টপূর্বাব্দ
- গুরুত্বপূর্ণ তথ্য : এটি বিশ্বের বৃহত্তম নির্মাণকার্য। চীনা সাম্রাজ্যকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এটি ২১,১৯৬ কিমি অঞ্চল নিয়ে গঠিত। ১৯৮৭ সালে এই স্থাপত্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। এটি দর্শনের জন্য প্রতি বছর বহু পর্যটকের সমাগম হয়।
পেট্টা
- নাম : পেট্টা
- দেশ : জর্ডন
- প্রতিষ্ঠাকাল : ৩১২ খ্রিস্টপূর্বাব্দ
- গুরুত্বপূর্ণ তথ্য : আরবের উপজাতিগোষ্ঠী নাবাটিয়ানরা প্রথম এটিকে রাজধানী হিসাবে স্থাপন করেছিলেন। পরবর্তীকালে মশলা রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে এটি। এটি ‘Rose City’ নামেও পরিচিত। ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। ১৮১২ সালে জোহান লাডউইগ বার্কহাট এটি আবিষ্কার করেন।
কলোসিয়াম
- নাম : কলোসিয়াম
- দেশ : ইতালি (রোম)
- প্রতিষ্ঠাকাল : ৮০ খ্রিস্টাব্দ
- গুরুত্বপূর্ণ তথ্য : এটি একধরনের ডিম্বাকৃতি অ্যাম্পিথিয়েটার যা ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটার নামে পরিচিত। রাজা ভেস্পাসিয়ানের আদেশে এটি নির্মিত হয়েছিল। কংক্রিট ও বালি দ্বারা এটি নির্মাণ করা হয়েছিল। এই অ্যাম্পিথিয়েটার ১৮৯ মিটার দীর্ঘ ও ১৫৬ মিটার প্রস্থ বিশিষ্ট। এই অ্যাম্পিথিয়েটারে ৮০,০০০ দর্শক একসঙ্গে বসতে পারেন।
চিকেন ইটজা
- নাম : চিকেন ইটজা
- দেশ : মেক্সিকো (ইউবাথান)
- প্রতিষ্ঠাকাল : ৬০০ খ্রিস্টাব্দ
- গুরুত্বপূর্ণ তথ্য : মায়ান উপজাতি ইটজারা এই স্থাপত্য নির্মাণ করেছিলেন। এটি প্রধান স্থাপত্য এল ক্যারাকল, যোদ্ধাদের মন্দির, বৃহত্তর বলকোর্ট দ্বারা গঠিত। এই স্থাপত্যের প্রধান আকর্ষণ হল পিরামিড এল কান্টিলো। ১৯৮৮ সালে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করা হয়েছিল।
মাচু পিচু
- নাম : মাচু পিচু
- দেশ : পেরু
- প্রতিষ্ঠাকাল : ১৪৫০ খ্রিস্টাব্দ
- গুরুত্বপূর্ণ তথ্য : দক্ষিণ পেরুর পূর্ব কার্ডিলেরায় অবস্থিত কুজকো অঞ্চলে ৭৯৭০ ফুট উচ্চতায় অবস্থিত পর্বতশৃঙ্গে এই স্থাপত্য অবস্থিত। এটি মূলত ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ। ১৯১১ সালে মার্কিন ঐতিহাসিক হিরাম কিঙ্গাম এটি আবিষ্কার করেন। ১৯৮৩ সালে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করা হয়েছিল।
তাজমহল
- নাম : তাজমহল
- দেশ : ভারত (আগ্রা)
- প্রতিষ্ঠাকাল : ১৬৫৩ খ্রিস্টাব্দ
- গুরুত্বপূর্ণ তথ্য : মোঘল সম্রাট শাহজাহান তাঁর প্রিয়তমা পত্নী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিলেন। দীর্ঘ ২২ বছর সময় লেগেছিল এই স্থাপত্য নির্মাণে। এটি সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত এবং সৌন্দর্যের জন্য জগৎ জোড়া সুখ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। ১৯৮৩ সালে এই স্থাপত্যকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করা হয়েছিল।
ক্রাইস্ট দ্য রিডেমার
- নাম : তাজমহল
- দেশ : ব্রাজিল (রিও ডি জেনিরো)
- প্রতিষ্ঠাকাল : ১৯৩১ খ্রিস্টাব্দ
- গুরুত্বপূর্ণ তথ্য : ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত মাউন্ট বার্কোবাদোর ওপর যিশুর এই মূর্তি নির্মিত হয়েছে। এটি যিশুখ্রিস্টের আর্ট ডেকো মূর্তি। ‘ব্রাজিলিয়ান ইঞ্জিনিয়ার হেটর দ্য সিলভা কোস্টা, ফরাসি স্থাপত্যবিদ পল লেনডোস্কি এবং ফরাসি ইঞ্জিনিয়ার আলবার্ট কোকেট যৌথ উদ্যোগে এই মূর্তি নির্মাণ করেন। এটির নির্মাণকার্য সম্পূর্ণ করতে নয় বছর সময় লেগেছিল। এই মূর্তিটি ৯৮ মিটার দীর্ঘ এবং এটি বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো স্থাপত্য।