সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের সংজ্ঞা ও তালিকা

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের সংজ্ঞা ও তালিকা

আজকে আমরা আলোচনা করবো বাংলা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের সংজ্ঞা ও তালিকা নিয়ে।

সমোচ্চারিত ভিন্নার্থক কাকে বলে ?

অনেক সময় লক্ষ্য করা যায় একাধিক শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু তাদের অর্থ আলাদা। এই সকল শব্দকে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলা হয়ে থাকে।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা নিচে দেওয়া রইলো।

1 অনু পশ্চাৎ
2 অণু  পদার্থের ক্ষুদ্র কণা
3 অবদ্য নিন্দনীয়
4 অবধ্য  বধের অযোগ্য
5 অবলা যার বল নেই
6 অবোলা বোবা
7 অবিরাম বিরামহীন
8 অভিরাম সৌন্দর্য-পূর্ণ
9 অর্ঘ মূল্য/দাম
10 অর্ঘ্য পুজোর উপকরণ
11 অশ্ব ঘোটক বা ঘোড়া
12 অশ্ম প্রস্তর
13 আধার যা ধারণ করে
14 আঁধার অন্ধকার
15 আপন নিজ
16 আপণ দোকান
17 আবরণ আচ্ছাদন
18 আভরণ অলঙ্কার
19 আবাস বাসস্থান
20 আভাস ইঙ্গিত
21 শর তীর/তৃণবিশেষ
22 ষড় ছয়
23 সর দুধের মালাই
24 স্বর শব্দ, সুর
25 আবরণ আচ্ছাদন
26 আভরণ গহনা, অলংকার, ভূষণ
27 ধুম প্রাচুর্য, জাঁকজমক
28 ধূম ধোঁয়া
29 সুত পুত্র
30 সূত সারথি, জাত
31 শিকার মৃগয়া
32 স্বীকার মেনে নেওয়া, বরণ
33 অন্ন ভাত
34 অন্য অপর
35 আসা আগমন
36 আশা প্রত্যাশা, ভরসা
37 বেশি অনেক
38 বেশী বেশধারী (ছদ্মবেশী)
39 শব মৃতদেহ
40 সব সমস্ত
41 পড়-পড় পড়ন্ত
42 পর পর একের পর এক
43 বাণী কথা, উক্তি
44 বানি গয়না তৈরির মজুরি
45 নিচ নিম্ন স্থান, বাড়ির নিম্নতল
46 নীচ হীন, নিকৃষ্ট
47 সকল সব, সমস্ত
48 শকল মাছের আঁশ
49 কাঁচা অপক্ব
50 কাচা ধৈৗত করা
51 গাঁথা গেঁথে দেয়া
52 গাথা কাহিনী, কাহিনীকাব্য
53 বাঁক নদী বা পথের বাঁক
54 বাক কথা
55 কাঁদা ক্রন্দন
56 কাদা কর্দম
57 বাঁ বাম
58 বা অথবা, কিংবা
59 কাঁটা কণ্টক
60 কাটা কর্তন
61 গাঁ গ্রাম
62 গা শরীর
63 দাঁড়ি পূর্ণচ্ছেদ
64 দাড়ি মাঝি
65 বাঁধা বন্ধন
66 বাধা প্রতিহত করা, রোধ করা
67 গোঁড়া অন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী
68 গোড়া নিচের অংশ
69 রোধ প্রতিরোধ, বাধা দেয়া
70 রোদ রৌদ্র
71 বরশা বর্শা
72 বরষা বর্ষা, বৃষ্টি
73 ক্ষুরধার প্রচণ্ড ধারালো
74 ক্ষুরধারা ক্ষুরের মত ধারালো যে প্রবাহ বা স্রোত
75 কূল তীর, উপকূল
76 কুল বরই/জাত
77 সাড়া শব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া
78 সারা সমগ্র, শেষ, আকুল
79 দেড়ী দেড়গুণ
80 দেরি বিলম্ব
81 পাড়ি পারাপার
82 পারি সমর্থ বা সক্ষম হই
83 শোনা শ্রবণ
84 সোনা স্বর্ণ
85 জোড় যুগল
86 জোর বল, শক্তি, সামর্থ্য

আরও দেখে নাও :

বাংলা সমার্থক শব্দ তালিকা – প্রতিশব্দ

৫৫০+ পদান্তর – পদ পরিবর্তন তালিকা

Scroll to Top