খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর
তোমাদের জন্য দেওয়া রইলো কম্পিটিটিভ পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু খেলাগুলা বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।
1. কোন খেলার সঙ্গে “আগা খান কাপ” জড়িত? [ 👉 TC Exam 2008 ]
– ফুটবল ⚽
– বাস্কেটবল 🏀
– হকি 🏑
– ব্যাডমিন্টন 🏸
2. “সুব্রত কাপ” কোন খেলার জড়িত? [ 👉CC/TC Exam 2008 ]
– বাস্কেটবল
– হকি
– ফুটবল
– ব্যাডমিন্টন
3. ওয়াটার পোলো-তে উভয়পক্ষে কতজন খেলোয়াড় থাকে? [ 👉Goods Guard Exam 2006 ]
– 6 জন
– 11 জন
– 9 জন
– 7 জন
4. বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?
– ফ্রান্সে
– ইংল্যান্ডে
– বেলজিয়ামে
– জার্মানিতে
5. “থমাস কাপ” কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉ASM Exam 2009 ]
– লন টেনিস 🎾
– ব্যাডমিন্টন 🏸
– বিলিয়ার্ড 🎱
– টেবিল টেনিস 🎾
দেখে নাও – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৩
6. “নক আউট” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Jr. Clerk Exam 2009 ]
– বাস্কেটবল 🏀
– ক্রিকেট 🏏
– বক্সিং 🥊
– ফুটবল ⚽
7. কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয়? [ 👉TC Exam 2006 ]
– গলফ
– পোলো
– রাগবি
– ভলিবল
8. একজন খেলোয়াড় FIDE র্যাঙ্কিং এ স্থান পেলে, সে খেলে……. [ 👉Jr. Clerk Exam 2009 ]
– দাবা ♟️
– টেনিস 🎾
– টেবিল টেনিস 🎾
– ব্যাডমিন্টন 🏸
9. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত?
– 9 ফুট
– 6 ফুট
– 8 ফুট
– 5 ফুট
10. ফুটবল রেফারিদের দক্ষতার জন্য কী পরীক্ষা দিতে হয়?
– জনসন টেস্ট
– কুপার টেস্ট
– স্মিথ টেস্ট
– ম্যাকফারসান টেস্ট
11. বাস্কেটবল ( 🏀 ) খেলায় উভয়পক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন? [ 👉Group D Exam 2012 ]
– 7 জন
– 5 জন
– 6 জন
– 4 জন
12. “ব্রেস্টস্টোক” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Group D Exam 2012 ]
– স্কেটিং 🎿
– ক্রিকেট 🏏
– শুটিং 🔫
– সাঁতার 🏊
13. ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত?
– 23 ফুট
– 28 ফুট
– 24 ফুট
– 26 ফুট
14. “গ্র্যান্ড স্ল্যাম” নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Traffic App. Exam 2005 ]
– দাবা
– ব্যাডমিন্টন
– কোনোটিই নয়
– টেনিস এবং ব্রিজ
15. ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে বসেছিল?
– 1721
– 1820
– 1810
– 1745
দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – সেট ২
16. “অ্যাসেজ” শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? [ 👉Group D Exam 2012 ]
– বাস্কেটবল
– ফুটবল
– ক্রিকেট
– হকি
17. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল?
– সাপুরা
– ইয়ট
– কমক
– ইসক
18. কোন জোড়টি একই খেলার দুটো নাম বোঝায়? [ 👉Goods Guard Exam 2006 ]
– বিলিয়ার্ড–স্নুকার
– সকার–ফুটবল
– ভলিবল–স্কোয়াশ
– গলফ–পোলো
19. ক্যারাম খেলাতে কতগুলি গুটি থাকে?
– 12টি
– 17টি
– 14টি
– 19টি
20. “ডুরান্ড কাপ” নিম্নলিখিত কোন খেলার সাথে জড়িত? [ 👉ECRC/CC/Sr. Clerk Exam 2006 ]
– বাস্কেটবল
– ফুটবল
– হকি
– বেসবল
21. কমনওয়েলথ গেমস, 2018-এর ম্যাসকট কী ছিল?
– শেরু
– বরোবি
– বরফি
– কারক
22. “স্ম্যাশ” কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Jr. Clerk Exam 2009 ]
– টেনিস
– ভলিবল
– ব্যাডমিন্টন
– হকি
23. “হ্যামলেট কাপ” নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Group D Exam 2006 ]
– টেনিস
– হ্যান্ডবল
– ব্যাটমিন্টন
– ভলিবল
24. “অলিম্পিক খেলা” কত সময়ের ব্যবধানে হয়? [ 👉TC Exam 2008 ]
– 3 বছর
– 4 বছর
– 2 বছর
– 5 বছর
25. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?
– 28 মাইল 280 গজ
– 26 মাইল 385 গজ
– 27 মাইল
– 26 মাইল
খুব ভালো