টোকিও অলিম্পিক ২০২০
টোকিও অলিম্পিক সম্পর্কিত কিছু তথ্য –
- টোকিও অলিম্পিকের আয়োজক দেশ: জাপান
- স্থান: ন্যাশনাল স্টেডিয়াম টোকিও
- সময়সীমা: ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট ২০২১
- অফিসিয়াল মোটো: “United by Emotion”
- ম্যাসকট: Miraitowa
- সংস্করণ: ৩২
- উদ্বোধনকারী: জাপানিজ সম্রাট নারুহিতো
- মশাল বহনকারী: জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা
- মশাল রিলের শ্লোগান: “Hope Lights Our Way”
- মোট খেলার সংখ্যা: ৩৩টি
- মোট মেডেল সংখ্যা: ৩৩৯টি
- অংশগ্রহণকারী দেশ: ২০৬টি
- মোট ক্রীড়াবিদ: ১১,০৯০ জন
- অলিম্পিকের আয়োজক সংস্থা: International Olympic Committee(IOC)
- হেড কোয়ার্টার: লোজান, সুইজারল্যান্ড
- প্রতিষ্ঠা সাল: ১৮৯৪ সালের ২৩শে জুন
- বর্তমান প্রেসিডেন্ট: Thomas Bach
টোকিও অলিম্পিক মেডেল ট্যালি
র্যাংক | দেশ | সোনা | রুপো | ব্রোঞ্জ | মোট পদক |
---|---|---|---|---|---|
১ | আমেরিকা | ৩৯ | ৪১ | ৩৩ | ১১৩ |
২ | চীন | ৩৮ | ৩২ | ১৮ | ৮৮ |
৩ | জাপান | ২৭ | ১৪ | ১৭ | ৫৮ |
৪ | গ্রেট ব্রিটেন | ২২ | ২১ | ২২ | ৬৫ |
৫ | রাশিয়ান অলিম্পিক কমিটি | ২০ | ২৮ | ২৩ | ৭১ |
৬ | অস্ট্রেলিয়া | ১৭ | ৭ | ২২ | ৪৬ |
৭ | নেদারল্যান্ড | ১০ | ১২ | ১৪ | ৩৬ |
৮ | ফ্রান্স | ১০ | ১২ | ১১ | ৩৩ |
৯ | জার্মানি | ১০ | ১১ | ১৬ | ৩৭ |
১০ | ইতালি | ১০ | ১০ | ২০ | ৪০ |
৪৮ | ভারত | ১ | ২ | ৪ | ৭ |
টোকিও অলিম্পিকে ভারত
- ভারতের হয়ে আয়োজক সংস্থা: Indian Olympic Association
- প্রতিষ্ঠা সাল: ১৯২৭
- প্রেসিডেন্ট: নারিন্দার বাত্রা
টোকিও অলিম্পিকে ভারতের মেডেল তালিকা
খেলোয়াড় | খেলা | মেডেল |
---|---|---|
নীরাজ চোপড়া | জ্যাভলিন থ্রো | সোনা |
রবি কুমার দহিয়া | রেসলিং(৫৭ কেজি) | রুপো |
মীরা বাই চানু | ওয়েট লিফটিং(৪৯ কেজি) | রুপো |
পি.ভি. সিন্ধু | সিঙ্গেল ব্যাডমিন্টন | ব্রোঞ্জ |
লভলিনা বর্গহাইন | ওয়াল্টারওয়েট বক্সিং | ব্রোঞ্জ |
পুরুষ হকি টিম | হকি | ব্রোঞ্জ |
বজরং পুনিয়া | রেসলিং (৬৫ কেজি) | ব্রোঞ্জ |