এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর তালিকা
এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর তালিকা দেওয়া রইলো । Shoktir Rupantor ।
নং | শক্তির রূপান্তর | রূপান্তরিত শক্তি | উদাহরণ |
---|---|---|---|
১ | আলোক শক্তি | রাসায়নিক শক্তি | উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া |
২ | আলোক শক্তি | বিদ্যুৎ শক্তি | সৌরকোশ |
৩ | আলোক শক্তি | তাপশক্তি | সূর্যালোক শোষণ করে পৃথিবী পৃষ্ঠ গরম হয়ে ওঠে |
৪ | তড়িৎ শক্তি | যান্ত্রিক শক্তি | বৈদ্যুতিক পাখা |
৫ | তড়িৎ শক্তি | শব্দ শক্তি | টেলিফোন গ্রাহক যন্ত্র |
৬ | তড়িৎ শক্তি | আলোক শক্তি | বৈদ্যুতিক বাল্ব |
৭ | তড়িৎ শক্তি | রাসায়নিক শক্তি | তড়িৎ বিশ্লেষণের সময় |
৮ | তড়িৎ শক্তি | চৌম্বক শক্তি | তড়িৎ চুম্বক |
৯ | তাপশক্তি | আলোক শক্তি | বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে |
১০ | তাপশক্তি | বিদ্যুৎ শক্তি | দুটি ভিন্ন ধাতুর জোড়ায় তাপ দিলে |
১১ | তাপশক্তি | শব্দ শক্তি | উত্তপ্ত কড়াইয়ে তেলের শব্দ |
১২ | তাপশক্তি | রাসায়নিক শক্তি | চুনাপাথরকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় |
১৩ | তাপশক্তি | যান্ত্রিক শক্তি | পেট্রোল, ডিজেল, কয়লা প্রভৃতি পুড়িয়ে |
১৪ | পারমাণবিক শক্তি | তাপ, আলোক ও শব্দশক্তি | পরমাণু বোমা বিস্ফোরণ |
১৫ | পারমাণবিক শক্তি | তড়িৎ শক্তি | পারমাণবিক চুল্লিতে পরমাণু কেন্দ্রকের বিভাজনে প্রচুর পরিমাণ তাপ পাওয়া যায় |
১৬ | পারমাণবিক শক্তি | যান্ত্রিক শক্তি | পারমাণবিক বোমার বিস্ফোরণে বিস্তীর্ণ এলাকার অট্টালিকা সম্পূর্ণ ধ্বংস হয় |
১৭ | যান্ত্রিক শক্তি | তাপশক্তি | হাতের তালু দুটি পরস্পর ঘষলে |
১৮ | যান্ত্রিক শক্তি | শব্দ শক্তি | গিটার, সেতার, তবলা |
১৯ | যান্ত্রিক শক্তি | তাপ ও আলোক শক্তি | ছুরি, কাঁচি প্রভৃতি যন্ত্রে শাণ দেওয়া |
২০ | যান্ত্রিক শক্তি | বিদ্যুৎ শক্তি | ডায়নামো যন্ত্র |
২১ | যান্ত্রিক শক্তি | চৌম্বক শক্তি | লোহার দণ্ডকে চুম্বক দিয়ে বারবার ঘষলে |
২২ | রাসায়নিক শক্তি | যান্ত্রিক শক্তি | কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো |
২৩ | রাসায়নিক শক্তি | তাপ ও আলোক শক্তি | কাঠ, কয়লা, তেলের দহন |
২৪ | রাসায়নিক শক্তি | শব্দ শক্তি | পটকা, বোমা, বারুদ প্রভৃতির বিস্ফোরণ |
২৫ | শব্দ শক্তি | যান্ত্রিক শক্তি | প্রচণ্ড শব্দে জানালার কাঁচ ভেঙে যাওয়া |
২৬ | শব্দ শক্তি | রাসায়নিক শক্তি | অ্যাসিটিলিন গ্যাস বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয় |
২৭ | শব্দ শক্তি | বিদ্যুৎ শক্তি | মাইক্রোফোন, টেলিফোন, প্রেরকযন্ত্র |