দেশের প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তিনি ৪৯তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছেন উদয় উমেশ ললিত।
- ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বোম্বে হাইকোর্টে প্র্যাক্টিশ করতেন।
- ১৯৮৬ সালে তিনি দিল্লি চলে আসেন।
- ১৯৮৬-১৯৯২ সাল পর্যন্ত তিনি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি জে সোবারজির সঙ্গে কর্মরত ছিলেন।
- আগামী ২৭ অগস্ট তিনি শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর।
- ৬৪ বছর বয়সী জাস্টিস ইউ ইউ ললিত আইনের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বলতম পদক্ষেপের নজির রেখেছেন।
বর্তমান প্রধান বিচারপতি এনভি রামানা তাঁর নাম সুপারিশ করেছিলেন বলে খবর। এদিকে আগামী ৮ নভেম্বর অবসরগ্রহণ করতে পারেন জাস্টিস উদয় উমেশ ললিত। সেক্ষেত্রে অত্যন্ত কম সময়ের জন্য় তিনি বিচারব্যবস্থার শীর্ষ আসনে বসছেন বলে মনে করা হচ্ছে।