ভিটামিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ভিটামিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর ।
দেখে নাও – 50 Life Science MCQ in Bengali – জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
1. কোন ভিটামিনের অভাবে হাইপারগ্লাইসেমিয়া রোগ দেখা যায়?
– Vitamin–B6
– Vitamin–B9
– Vitamin–B2
– Vitamin–B12
2. চালের কুঁড়া, দানাশস্যের খোসা থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
– Vitamin–B12
– Vitamin–B5
– Vitamin–B2
– Vitamin–B3
3. স্টোমাটাইটিস কোন ভিটামিনের অভাবে হয়?
– ভিটামিন-B2
– ভিটামিন-D
– ভিটামিন-B12
– ভিটামিন-C
4. স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস নামক ছত্রাক থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
– Vitamin–B9
– Vitamin–B1
– Vitamin–B2
– Vitamin–B12
5. লেটুস শাক ও গমের অঙ্কুর নিঃসৃত তেলে কোন ভিটামিন পাওয়া যায়?
– ভিটামিন-K
– ভিটামিন-E
– ভিটামিন-H
– ভিটামিন-A
দেখে নাও – মানব সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর
6. ঢেঁকিছাঁটা চাল ব্যবহার করে কোন রোগের প্রতিকার সম্ভব?
– রাতকানা
– স্টোমাটাইটিস
– বন্ধ্যাত্ব
– বেরিবেরি
7. কোন ভিটামিনের ছদ্ম ভিটামিন মিথাইলকোবালামিন?
– Vitamin–B12
– Vitamin–D
– Vitamin–B2
– Vitamin–B8
8. জেরপথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়?
– ভিটামিন-E
– ভিটামিন-K
– ভিটামিন-A
– ভিটামিন-C
9. কোন ভিটামিনটি দুধে পাওয়া যায় না?
– Vitamin–D
– Vitamin–C
– Vitamin–E
– Vitamin–A
10. কোন ভিটামিনের অভাবে কেরাটোম্যালেশিয়া রোগ হয়?
– Vitamin–A
– Vitamin–M
– Vitamin–D
– Vitamin–C
দেখে নাও – সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর
11.কোন ভিটামিনের অপর নাম ফোলিক অ্যাসিড?
– Vitamin–H
– Vitamin–C
– Vitamin–B6
– Vitamin–M
( ভিটামিন M / B9 – ফোলিক অ্যাসিড )
12. কোলেস্টেরল থেকে যে ভিটামিনটি তৈরি হয় তা হলো?
– Vitamin–A
– Vitamin–E
– Vitamin–D
– Vitamin–K
13. “অ্যানিউরিন” কোন ভিটামিনের রাসায়নিক নাম?
– Vitamin–B6
– Vitamin–B2
– Vitamin–B1
– Vitamin–B9
(B1 – অ্যানিউরিন বা থিয়ামিন )
14. অ্যামাইনোপটেরিন কোন ভিটামিনের অ্যান্টিভিটামিন?
– Vitamin–E
– Vitamin–H
– Vitamin–K
– Vitamin–M
15. গ্লুকোজ থেকে উৎপন্ন হয় এমন একটি ভিটামিন হলো?
– Vitamin–E
– Vitamin–K
– Vitamin–C
– Vitamin–D
দেখে নাও – মানব সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর
16. কোন ভিটামিনকে “P–P” ফ্যাক্টর বলা হয়?
– Vitamin–B3
– Vitamin–B5
– Vitamin–B2
– Vitamin–B12
17. কোন ভিটামিনের রাসায়নিক নাম ল্যাক্টোফ্লোভিন?
– Vitamin–H
– Vitamin–B1
– Vitamin–B2
– Vitamin–M
( Vitamin–B2 এর আরেক রাসায়নিক নাম রাইবোফ্লাভিন)
18. আলফালফা শাক এবং শূকরের যকৃৎ নিঃসৃত তেলে কোন ভিটামিন পাওয়া যায়?
– ভিটামিন-K
– ভিটামিন-E
– ভিটামিন-A
– ভিটামিন-D
19.বিজ্ঞানী ক্যাশিমির ফাঙ্ক কত সালে অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদানকে ভিটামিন নামে অভিহিত করেন?
– 1928 সালে
– 1911 সালে
– 1896 সালে
– 1912 সালে
20. ভিটামিন-A এর প্রো-ভিটামিন হলো?
– ক্যারোটিন
– ক্যারোটিনেজ
– ক্যারোটিনিন
– ক্যারোটিনয়েড
দেখে নাও – জনন ও বংশগতি প্রশ্ন ও উত্তর
Comments are closed.