WBCS Previous Years General Knowledge Questions Set

WBCS Previous Years General Knowledge Questions Set

1. রাইজোম হলো একটি পরিবর্তিত কান্ড, কারণ? (WBCS,2014)
– এদের নোডস(পর্ব) আছে ও এদের প্রজননশীল মুকুলচক্ষু বর্তমান
– কান্ড ঘন ও ডিস্কের মত
– এটি সোজাভাবে মাটি থেকে উপরের দিকে বৃদ্ধি পায়
– কোনোটিই নয়

2. নিচের কোনটি ভাইরাল ডিসিস? (WBCS,2012)
– জিয়ারডিয়াসিস
– কোনোটিই নয়
– ওরিয়েন্টাল সোর
– এনসেফ্যালাইটিস

3. কোষীয় গঠন অনুযায়ী কোনটি সবথেকে জটিল? (WBCS,2005)
– প্রোটোজোয়া
– ব্যাকটেরিয়া
– কোনোটিই নয়
– ফাংগি

4. ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? (WBCS,2017)
– ম্যাগনেসিয়াম
– জিঙ্ক
– পটাশিয়াম
– লোহা

5. প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন? (WBCS,2002)
– পারকিনজি
– রবার্ট হুক
– রবার্ট ব্রাউন
– লিউয়েন হক

6. সালোকসংশ্লেষের পরিমান সবথেকে কম হয় কোন আলোতে ?(WBCS,2009)
– নীল
– কমলা
– লাল
– সবুজ

7. নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠীকে সামুদ্রিক জলে পাওয়া যায় না? (WBCS,2017)
– উভচর
– স্তন্যপায়ী
– কোনোটিই নয়
– পক্ষী

8. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য World Heritage site নামে নতিভুক্ত করা হয়েছে? (WBCS,2019)
– কুমির সংরক্ষণের জন্য
– ম্যানগ্রোভ বনভূমির জন্য
– সুন্দরী গাছের জন্য
– বাঘ সংরক্ষণের জন্য

9. মানুষের রক্ত সাধারণত? (WBCS,2012)
– ক্ষারীয়
– প্রশমিত
– আম্লিক
– পরিবর্তনশীল

10. ঘর্ম , লালা ও চোখের জলে একপ্রকার উৎসেচক থাকে ,যাকে বলে লাইসোজাইম | ইহা কাকে ধ্বংস করে? (WBCS,2005)
– ফাংগি
– ভাইরাস
– প্রোটোজোয়া
– ব্যাকটেরিয়া

11. কোনটি অন্তক্ষরা গ্রন্থি নয়? (WBCS,2003)
– থাইরয়েড গ্রন্থি
– পিটুইটারি গ্রন্থি
– অ্যাড্রিনালিন গ্রন্থি
– লালাগ্রন্থি

12. H. M. S বীগল কী?
– একটি জীবাশ্ম
– একটি জাহাজ
– একটি ভ্যাকসিন
– একটি বই

13. নর এপিনেফ্রিনের প্রধান কাজ হলো? (WBCS,2005)
– কোষীয় শ্বসন বাড়ানো
– মূত্র উৎপাদন কমানো
– রক্তচাপ বাড়ানো
– মূত্র উৎপাদন বাড়ানো

14. চিংড়ির রেচন অঙ্গ হলো? (WBCS,2009)
– সবুজ গ্রন্থি
– ফ্লেমকোশ
– নেফ্রিডিয়া
– ফুলকা

15. ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাসের পশ্চাৎপদে ও অগ্রপদে কয়টি করে আঙুল ছিল?
– 3টি; 4টি
– 4টি; 5টি
– 5টি; 4টি
– 4টি; 3টি

16. নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয়? (WBCS,2014)
– আপেল
– খেজুর
– আঙুর
– কিশমিশ

17. ADH অভাবের জন্য কোন রোগ হয়? (WBCS,2012)
– কুসিং ডিসিস
– গলগন্ড
– ডায়াবেটিস ইনসিপিডাস
– ডায়াবেটিস মেলিটাস

18. পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা বেশি পরিমানে পাওয়া যায়? (WBCS,2016)
– পিট
– বিটুমিনাস
– লিগনাইট
– অ্যানথ্রাসাইট

19. কোন উদ্ভিদ রাতের বেলা স্ট্রোমা অঞ্চল খোলা রাখে ও দিনের বেলায় বন্ধ রাখে? (WBCS,2005)
– ফার্ন
– পদ্ম
– সুন্দরী
– ক্যাকটাস

20. ডারউইনের মতবাদ অনুযায়ী ন্যাচেরাল সিলেকশনের একক কি? (WBCS,2005)
– একজন ব্যক্তি
– গোত্র
– প্রজাতি
– পরিবার

21. ওয়াটসন ও ক্রিক কোন আবিস্কারের জন্য বিখ্যাত?(WBCS,2009)
– কোষপর্দা
– RNA এর গঠন
– ভ্যাকসিনিয়া
– DNA এর গঠন

22. কে আন্টিবডি তৈরী করে? (WBCS,2005)
– যকৃত
– প্লাজমা ও লিম্ফ
– অস্থিমজ্জা
– বৃক্ক

23. নিম্নলিখিত কোনটি প্রোটোজোয়া নয়? (WBCS,2006)
– হাইড্রা
– অ্যামিবা
– ইউগ্লিনা
– প্যারামোসিয়াম

24. শ্বাসমূল পাওয়া যায়? (WBCS,2012)
– হ্যালোফাইট উদ্ভিদে
– জেরোফাইট উদ্ভিদে
– ম্যানগ্রোভ উদ্ভিদে
– মেসোফাইট উদ্ভিদে

25. সূর্যরশ্মির ফলে মানব শরীরে কোন ভিটামিনের তৈরী হয়? (WBCS,2001)
– ভিটামিন A
– ভিটামিন C
– ভিটামিন D
– ভিটামিন B

26. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা তৈরী প্রথম হরমোন? (WBCS,2005)
– ইনসুলিন
– প্রোজেস্টেরন
– থাইরক্সিন
– টেস্টস্টেরন

27. স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে ঘটে? (WBCS,2003)
– ভিটামিন B
– ভিটামিন D
– ভিটামিন A
– ভিটামিন C

28. কোলেস্টেরল হলো একটি? (WBCS,2005)
– ডাইগ্লিসারাইড
– স্টেরয়েড
– ফ্যাট
– শর্করা

29. পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অঙ্গে থাকে? (WBCS,2012)
– অন্ত্রে
– রক্তে
– যকৃতে
– লসিকা

30. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্ট অবস্থিতি? (WBCS,2018)
– গঙ্গাসাগরে
– কলকাতায়
– ফারাক্কা
আসানসোলে

31. শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? (WBCS,2002)
– বৃক্ক
– ক্ষুদ্রান্তে
– যকৃত
– বৃহদন্ত্র

32. উদ্ভিদের কোন কলাটি মৃত কোষ দ্বারা গঠিত? (WBCS,2005)
– ট্র্যাকিয়া
– সঙ্গীকোশ
– সিভনল
– ভাজক কলা

33. স্তন্যপায়ীদের সারভাইকাল ভাটিব্রার সংখ্যা হলো? (WBCS,2013)
– সাত
– সতেরো
– কোনোটিই নয়
– এগারো

34. পাকস্থলির গ্যসট্রিক গ্ল্যাল্ডগুলো যে উৎসেচক সৃষ্ঠি করে তা হলো? (WBCS,2009)
– ট্রিপসিন
– টায়ালিন
– পেপসিন
– ইনসুলিন

35. জাইলেম কলার মূল কাজ কি? (WBCS,2012)
– উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য পরিবহন করা
– উদ্ভিদদেহে উৎসেচক পরিবহন
– কোনোটিই নয়
– উদ্ভিদদেহে জল ও খনিজ পদার্থের সংবহন

Scroll to Top