২১. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন?
[A] সুরেন্দ্রনাথ ব্যানার্জী
[B] জি.এইচ.দেশমুখ
[C] এ.বেসান্ত
[D] ডব্লিউ.সি.ব্যানার্জী
উত্তর : [D] ডব্লিউ.সি.ব্যানার্জী
২২. বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে?
[A] পাতায়
[B] কান্ডে
[C] শিকড়ে
[D] ফলে
উত্তর : [A] পাতায়
২৩. নিন্মের কোনটি ভারতের বৃহত্তম গুরুদ্বার?
[A] রাম মন্দির
[B] বিষ্ণু মন্দির (সুরাটের)
[C] স্বর্ণ মন্দির
[D] শিব মন্দির (উত্তরপ্রদেশের)
উত্তর -[C] স্বর্ণ মন্দির
২৪. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?
[A] থর মরুভূমি
[B] নাথুলা
[C] জোজিলা মরুভূমি
[D] সাহারা মরুভূমি
উত্তর – [A] থর মরুভূমি
২৫. বাকাটক এর সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন?
[A] প্রথম রুদ্রসেন
[B] দ্বিতীয় রুদ্রসেন
[C] তৃতীয় রুদ্রসেন
[D] বিন্ধ্যশক্তি
উত্তর – [B] দ্বিতীয় রুদ্রসেন
২৬. “হরিবিজয়”- নামক কাব্য কে রচনা করেন?
[A] পৃথ্বীপাল
[B] কামনন্দক
[C] সর্বসেন
[D] অমর সিংহ
উত্তর – [C] সর্বসেন
২৭. বাকাটক সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়?
[A] 320 খ্রিস্টাব্দে
[B] 335 খ্রিস্টাব্দে
[C] 340 খ্রিস্টাব্দে
[D] 336 খ্রিস্টাব্দে
উত্তর – [B] 335 খ্রিস্টাব্দে
২৮. “গোয়ালিয়র প্রশস্তি”-কোন রাজার?
[A] মিহির কুলের
[B] তোরমানের
[C] বিন্ধ্যশক্তির
[D] দ্বিতীয় রুদ্রসেনের
উত্তর – [A] মিহির কুলের
২৯. প্রথম চন্দ্রগুপ্তের পিতার নাম কি?
[A] ঘটোৎকচ গুপ্ত
[B] শ্রীগুপ্ত
[C] প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য
[D] নাগ গুপ্ত
উত্তর – [A] ঘটোৎকচ গুপ্ত
৩০. কোন গুপ্ত সম্রাট “গুপ্ত সম্বৎ” বা “গুপ্তাব্দ”- চালু করেন?
[A] স্কন্ধ গুপ্ত
[B] সমুদ্র গুপ্ত
[C] প্রথম চন্দ্রগুপ্ত
[D] বৈন গুপ্ত
উত্তর – [C] প্রথম চন্দ্রগুপ্ত