৩১. পৃথিবীর বৃহত্তম ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
[A] বেজিং
[B] মুম্বাই
[C] লন্ডন
[D] টোকিও
উত্তর – [D] টোকিও
৩২. পৃথিবীর বৃহত্তম হোটেল কোথায় অবস্থিত?
[A] আমেরিকায়
[B] ভারতে
[C] নেপালে
[D] সৌদিআরবে
উত্তর – [A] আমেরিকায়
৩৩. পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম কি?
[A] ট্রান্স সাইবেরিয়ান রোড
[B] NH 34
[C] রানী এলিজাবেথ হাইওয়ে
[D] ট্রান্স কানাডা হাইওয়ে
উত্তর – [D] ট্রান্স কানাডা হাইওয়ে
৩৪. পৃথিবীর বৃহত্তম উপকূলের নাম কি?
[A] আরোবসাগর উপকূল
[B] হাডসন উপকূল
[C] সুইডিশ উপকূল
[D] আইরিশ উপকূল
উত্তর – [B] হাডসন উপকূল
৩৫. পৃথিবীর বৃহত্তম মিউজিয়ামের নাম কি?
[A] ফ্রান্স মিউজিয়াম
[B] ব্রিটিশ মিউজিয়ামের
[C] দিল্লির শের মডেল
[D] মার্কিন মিউজিয়ামের
উত্তর – [B] ব্রিটিশ মিউজিয়ামের
৩৬. “Walfare State” -এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রাখা হয় কোথায়?
[A] প্রস্তাবনায়
[B] রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
[C] মৌলিক অধিকারে
[D] সপ্তম তালিকায়
উত্তর : [B] রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
৩৭. “Panchayeti RAj” ব্যবস্থার মৌলিক উদ্যেশ্য হল –
[A] উন্নতিতে জনগনের অংশগ্রহণ
[B] রাজনৈতিক দায়বদ্ধতা
[C] গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
[D] আর্থিক যোজনা
উত্তর : [C] গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
৩৮. ভারতীয় সুপ্রিমকোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা নিহিত আছে –
[A] ভারতের রাষ্ট্রপতি
[B] ভারতের লোকসভা
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[D] আইন কমিশন
উত্তর : [B] ভারতের লোকসভা
৩৯. নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন Article -এ উল্লিখিত রয়েছে?
[A] Article 16
[B] Article 17
[C] Article 18
[D] Article 19
উত্তর : [D] Article 19
৪০. বল্লভভাই প্যাটেলকে “সর্দার” উপাধি দেন কে?
[A] সুভাষ চন্দ্র বসু
[B] জওহরলাল নেহেরু
[C] মতিলাল নেহেরু
[D] মহাত্মা গান্ধী
উত্তর -[D] মহাত্মা গান্ধী ( 1928 সালে বরদৌলি সত্যা গ্রহের সময় )।