WBP Constable MCQ Practice Set in Bengali

৪১. কত সাল থেকে মূল্যযোগ কর ( Value Added Tax) প্রবর্তন করা হয়?
[A] 2006
[B] 2005
[C] 2004
[D] 2003
উত্তর -[B] 2005 সাল থেকে।

৪২. গণপরিষদ গঠনের দাবি কবে প্রথম উত্থাপন করা হয়
[A] 1944
[B] 1943
[C] 1938
[D] 1885
উত্তর -[D] 1885 সালে

৪৩. নিন্মের প্রদত্ত জোড় গুলির কোনটি সঠিক নয়?
[A] AMR : Aggregate Monetary Resources
[B] NSC : National Savings Certificate
[C] FDI : Finance Direct Investment
[D] CPI : Consumer Price Index
উত্তর -[C] FDI : Finance Direct Investment

৪৪. শিশুর যকৃতের মধ্যে কোন খনিজ সঞ্চিত থাকে?
[A] আয়রন
[B] আয়োডিন
[C] ফসফরাস
[D] ক্যালসিয়াম
উত্তর : [A] আয়রন

৪৫. কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় ?
[A] 1935
[B] 1940
[C] 1947
[D] 1949
উত্তর : [A] 1935

৪৬. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন?
[A] জওহরলাল নেহেরু
[B] ডঃ রাজেন্দ্র প্রসাদ
[C] ডঃ বি.আর.আম্বেদকার
[D] উপরের কোনটিই নয়
উত্তর : [C] ডঃ বি.আর.আম্বেদকার

৪৭. সোয়াবিন থাকে_
[A] ফ্যাট
[B] কার্বোহাইট্রেট
[C] খনিজ
[D] প্রোটিন
উত্তর : [D] প্রোটিন

৪৮. স্টিভ আরউইন কি জন্য বিখ্যাত ছিলেন?
[A] হাঙর শিকারী হিসাবে
[B] কুমীর শিকারী হিসাবে
[C] তিমি শিকারী হিসাবে
[D] হাতি শিকারী হিসাবে
উত্তর : [B] কুমীর শিকারী হিসাবে

৪৯. মুজফ্‌ফরপুর খুনের (1908) সাথে কোন্‌ দুই বিপ্লবী জড়িত ছিলেন?
[A] বিনয় বসু,বাদল গুপ্ত
[B] সূর্য সেন, লোকনাথ বল
[C] দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর
[D] প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু
উত্তর : [D] প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু

৫০. কুইনাইন ক্ষরিত হয় –
[A] মালবেরি গাছ থেকে
[B] ইউক্যালিপ্টাস গাছ থেকে
[C] কোকো গাছ থেকে
[D] সিঙ্কোনা গাছ থেকে
উত্তর : [D] সিঙ্কোনা গাছ থেকে

Scroll to Top