৫১. লাহোর কংগ্রেস (1929) –এর উদ্দেশ্য ছিল
[A] ভারতের জন্য স্বশাসন
[B] ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন
[C] ভারতের পূর্ণ স্বাধীনতা
[D] ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন
উত্তর : [C] ভারতের পূর্ণ স্বাধীনতা
৫২. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন?
[A] রামদাস
[B] তেগ বাহাদুর
[C] অর্জুনদেব
[D] গোবিন্দ সিং
উত্তর : [B] তেগ বাহাদুর
৫৩. আধুনিক পর্যায় সারণির বা দিকে অবস্থিত একমাত্র অধাতু কোনটি?
[A] হিলিয়াম
[B] নিয়ন
[C] কার্বন
[D] হাইড্রোজেন
উত্তর -[D] হাইড্রোজেন
৫৪. বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন?
[A] পাস্তুর
[B] ফ্লেমিং
[C] স্ট্যানলি
[D] জেনার
উত্তর : [D] জেনার
৫৫. পার্লামেন্টে কটি বাজেট পেশ করা হয়?
[A] 1 টি
[B] 2 টি
[C] 3 টি
[D] 4 টি
উত্তর : [A] 1 টি
৫৬. প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে ‘অধীনতা মূলক মিত্রতা’ নীতির প্রয়োগ করেছিলেন?
[A] লর্ড ওয়েলেসলী
[B] ওয়ারেন হেস্টিংস
[C] লর্ড কর্ণওয়ালিশ
[D] স্যার জন শোর
উত্তর : [A] লর্ড ওয়েলেসলী
৫৭. কাঁচ কাটতে __ব্যবহৃত হয়।
[A] গ্রাফাইট
[B] হীরক
[C] চারকোল
[D] কোক
উত্তর : [B] হীরক
৫৮. বাংলার ‘ নানাসাহেব ‘ কাকে বলা হয়?
[A] রামরতন মল্লিক
[B] বিষ্ণুচরন বিশ্বাস
[C] হরিশচন্দ্র মুখোপাধ্যায়
[D] রামতনু শর্মা
উত্তর : [A] রামরতন মল্লিক
৫৯. পীরপাঞ্জাল গিরি শ্রেণি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত—
[A] ‘Greater’ হিমালয় বা উচ্চ হিমালয়
[B] ‘Tr Himalayas’ অংশ বিশেষ
[C] ‘Lesser’ হিমালয় বা মধ্যহিমালয়
[D] শিবালিক
উত্তর : [A] ‘Greater’ হিমালয় বা উচ্চ হিমালয়
৬০. ভারতের বৃহত্তম স্টেডিয়াম নিন্মের কোনটি?
[A] ইডেন গার্ডেন
[B] ওয়াংখের স্টেডিয়াম
[C] ফিরোজশাহ কোটলা
[D] নরেন্দ্র মোদী স্টেডিয়াম
উত্তর -[D] নরেন্দ্র মোদী স্টেডিয়াম