WBP Constable MCQ Practice Set in Bengali

৬১. ভারতের বৃহত্তম জাদুঘরের নাম কি?
[A] ভারতীয় জাদুঘর
[B] কলকাতা জাদুঘর
[C] শিমলা জাদুঘর
[D] লখিবাঈ জাদুঘর
উত্তর -[A] ভারতীয় জাদুঘর

৬২. নিন্মের কোনটি ভারতের বৃহত্তম স্তূপ?
[A] হাজারীবাগের স্তূপ
[B] জাঙ্গা স্তূপ
[C] সাঁচির স্তূপ
[D] মনীলা স্তূপ
উত্তর – [C] সাঁচির স্তূপ

৬৩. নিন্মের কোনটি ভারতের বৃহত্তম উদ্যান?
[A] সেন্ট্রাল পার্ক
[B] শিবপুর বোটানিক্যাল গার্ডেন
[C] গুজরাটের বল্লভভাই গার্ডেন
[D] মধ্যপ্রদেশের শিবরাজ গার্ডেন
উত্তর – [B] শিবপুর বোটানিক্যাল গার্ডেন

৬৪. ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি?
[A] চিত্তরঞ্জন ইস্পাত কারখানা
[B] লোকমটিভ ইস্পাত কারখানা
[C] কয়ালি ইস্পাত কারখানা
[D] ভিলাই
উত্তর – [D] ভিলাই

৬৫. নিন্মের কোনটি ভারতের বৃহত্তম বাজার?
[A] মুম্বাই সুপার মার্কেট
[B] গান্ধী মার্কেট (নিউ দিল্লী)
[C] নিজাম মার্কেট (হায়দ্রাবাদ)
[D] নিউ মার্কেট (এটি কলকাতাতে অবস্থিত)
উত্তর – [D] নিউ মার্কেট (এটি কলকাতাতে অবস্থিত)

৬৬. মাটিতে অক্সিজেনের পরিমাণ শতকরা কত?
[A] 15 %
[B] 20 %
[C] 25 %
[D] 30 %
উত্তর : [B] 20 %

৬৭. “সাউথ বটন ন্যাশনাল পার্ক”-কোথায় অবস্থিত?
[A] মিজোরামে
[B] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
[C] দেরাদুনে
[D] বিহারে
উত্তর -[B] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

৬৮. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল—
[A] 1929 সালে
[B] 1934 সালে
[C] 1942 সালে
[D] 1931 সালে
উত্তর : [A] 1929 সালে

৬৯. “সুন্দরবন জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
[A] মিজোরামে
[B] উত্তরপ্রদেশে
[C] কর্ণাটকে
[D] পশ্চিমবঙ্গে
উত্তর -[D] পশ্চিমবঙ্গে

৭০. ____জীবাণুর প্রভাবে ম্যালেরিয়া রোগ দেখা যায়।
[A] ভাইরাস
[B] ব্যাকটেরিয়া
[C] প্রোটোজোয়া
[D] ছত্রাক
উত্তর : [C] প্রোটোজোয়া

Scroll to Top